বাংলাদেশের সম্পদ শিল্পকৃষিমৎস্যপানিখনিজ ও গ্য
76. বাংলাদেশের ইক্ষু গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত?
- ক. দিনাজপুর
- খ. গোপালপুর
- গ. পাকশী
- ঘ. ঈশ্বরদী
উত্তরঃ ঈশ্বরদী
78. বাংলাদেশের চিনি শিল্পের ট্রেনিং ইনস্টিটিউট কোথায় অবস্থিত?
- ক. দিনাজপুর
- খ. রংপুর
- গ. ঈশ্বরদী
- ঘ. যশোর
উত্তরঃ ঈশ্বরদী
79. বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ-
- ক. কয়লা
- খ. তৈল
- গ. প্রাকৃতিক গ্যাস
- ঘ. চুনাপাথর
উত্তরঃ প্রাকৃতিক গ্যাস
81. বাংলাদেশে এ পর্যন্ত আবিষ্কৃত গ্যাস ক্ষেত্রের সংখ্যা-
- ক. ১৭ টি
- খ. ১৮ টি
- গ. ২৩ টি
- ঘ. ২৫ টি
উত্তরঃ ২৫ টি
82. বাংলাদেশের সবচেয়ে বড় গ্যাসক্ষেত্র কোনটি?
- ক. তিতাস গ্যাসক্ষেত্র
- খ. সাঙ্গু গ্যাসক্ষেত্র
- গ. বাখরাবাদ গ্যাসক্ষেত্র
- ঘ. হবিগঞ্জ গ্যাসক্ষেত্র
উত্তরঃ তিতাস গ্যাসক্ষেত্র
83. মজুদ গ্যাসের পরিমাণের দিক দিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় গ্যাস ফিল্ড-
- ক. তিতাস
- খ. বাখরাবাদ
- গ. কুতুবদিয়া
- ঘ. হবিগঞ্জ
উত্তরঃ তিতাস
85. বাংলাদেশের প্রথম গ্যাস কোথায় পাওয়া যায়?
- ক. কৈলাশটিলা
- খ. হালুয়াঘাট
- গ. হরিপুর
- ঘ. কোনটিই নয়
উত্তরঃ হরিপুর
- ক. 1955
- খ. 1965
- গ. 1975
- ঘ. 1985
উত্তরঃ 1955
87. বাংলাদেশের প্রথম গ্যাস উত্তোলন শুরু হয়-
- ক. ১৯৫৭ সালে
- খ. ১৯৬০ সালে
- গ. ১৯৬২ সালে
- ঘ. ১৯৭২ সালে
উত্তরঃ ১৯৫৭ সালে
88. বাংলাদেশের সমুদ্রাঞ্চলে আবিষ্কৃত প্রথম গ্যাসক্ষেত্রের নাম কি ?
- ক. জাফোর্ড পয়েন্ট
- খ. হাতিয়া প্রণালী
- গ. সাঙ্গু ভ্যালি
- ঘ. হিরণ পয়েন্ট
উত্তরঃ সাঙ্গু ভ্যালি
- ক. হবিগঞ্জে
- খ. রশিদপুরে
- গ. ব্রাহ্মণবাড়িয়ায়
- ঘ. তেঁতুলিয়ায়
উত্তরঃ ব্রাহ্মণবাড়িয়ায়
91. কামতা গ্যাসক্ষেত্রটি অবস্থিত -
- ক. কামালপুর
- খ. সিলেট
- গ. পার্বত্য চট্টগ্রাম
- ঘ. গাজীপুর
উত্তরঃ গাজীপুর
92. বাখরাবাদ গ্যাসক্ষেত্রটি অবস্থিত-
- ক. কুমিল্লায়
- খ. কুমিড়ায়
- গ. ব্রাহ্মণবাড়িয়ায়
- ঘ. সিলেট
উত্তরঃ কুমিল্লায়
94. বিবিয়ানা গ্যাসফিল্ডটি কোন জেলায় অন্তর্ভুক্ত ?
- ক. সিলেট
- খ. মৌলভীবাজার
- গ. হবিগঞ্জ
- ঘ. ব্রাহ্মণবাড়িয়া
উত্তরঃ সিলেট
95. সেমুতাং গ্যাসক্ষেত্র অবস্থিত-
- ক. বান্দরবানে
- খ. খাগড়াছড়িতে
- গ. সুনামগঞ্জে
- ঘ. রাঙ্গামাটিতে
উত্তরঃ খাগড়াছড়িতে
96. সালতা নদী গ্যাসক্ষেত্রটি বাংলাদেশের কোন জেলায় অবস্থিত ?
- ক. ব্রাহ্মণবাড়িয়া
- খ. কুমিল্লায়
- গ. সিলেট
- ঘ. ফেনী
উত্তরঃ ব্রাহ্মণবাড়িয়া
97. বঙ্গোপসাগরের কোন অঞ্চলে গ্যাস আবিস্কৃত হয়েছে ?
- ক. সাঙ্গু
- খ. কুতুবদিয়া
- গ. নিঝুম দ্বীপ
- ঘ. কুয়াকাটা
উত্তরঃ সাঙ্গু
98. দেশের কোন গ্যাসক্ষেত্রে প্রথম অগ্নিকান্ড হয় ?
- ক. হরিপুর
- খ. সেমুতাং
- গ. মাগুরছড়া
- ঘ. সাঙ্গু
উত্তরঃ মাগুরছড়া
99. বাংলাদেশের মাগুরছড়া গ্যাসক্ষেত্র কোথায় অবস্থিত ?
- ক. কালীগঞ্জ
- খ. কমলগঞ্জ
- গ. কিশোরগঞ্জ
- ঘ. করিমগঞ্জ
উত্তরঃ কমলগঞ্জ
100. মাগুরছড়া গ্যাসক্ষেত্রটি কোন জেলায় ?
- ক. সিলেট
- খ. হবিগঞ্জ
- গ. মৌলভীবাজার
- ঘ. ব্রাহ্মণবাড়িয়া
উত্তরঃ মৌলভীবাজার