বাংলাদেশের সম্পদ শিল্পকৃষিমৎস্যপানিখনিজ ও গ্য
28. সিলেটে প্রচুর চা জন্মাবার কারণ কি?
- ক. পাহাড় ও অল্প বৃষ্টি
- খ. সমতল ভূমি
- গ. বনভুমি ও প্রচুর বৃষ্টি
- ঘ. পাহাড় ও প্রচুর বৃষ্টি
উত্তরঃ পাহাড় ও প্রচুর বৃষ্টি
29. বাংলাদেশে প্রথম চা চাষ আরম্ভ হয় কবে ?
- ক. ১৮৬০ সালে
- খ. ১৮৪৮ সালে
- গ. ১৮৪০ সালে
- ঘ. ১৮৫৪ সালে
উত্তরঃ ১৮৪০ সালে
30. বাংলাদেশের প্রথম চায়ের চাষ আরম্ভ হয় -
- ক. সিলেটের মালনীছড়ায়
- খ. সিলেটের তামাবিলে
- গ. সিলেটের জাফনায়
- ঘ. পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়িতে
উত্তরঃ সিলেটের মালনীছড়ায়
31. বাংলাদেশে সবচেয়ে বেশী চা বাগান আছে -
- ক. চট্টগ্রাম
- খ. হবিগঞ্জ
- গ. সিলেট
- ঘ. মৌলভীবাজার
উত্তরঃ মৌলভীবাজার
32. বাংলাদেশে সবচেয়ে বেশী চা উৎপন্ন হয় -
- ক. হবিগঞ্জ জেলায়
- খ. সিলেট জেলায়
- গ. ব্রাহ্মণবাড়িয়া জেলায়
- ঘ. মৌলভীবাজার জেলায়
উত্তরঃ মৌলভীবাজার জেলায়
33. রাজশাহী বিভাগের কোন জেলায় চায়ের বাগান আছে ?
- ক. পঞ্চগড়
- খ. দিনাজপুর
- গ. বগুড়া
- ঘ. রাজশাহী
উত্তরঃ পঞ্চগড়
34. বাংলাদেশে অর্গানিক চা উৎপাদন গুরু হয়েছে -
- ক. পঞ্চগড়ে
- খ. রাজশাহীতে
- গ. মৌলভীবাজারে
- ঘ. সিলেটে
উত্তরঃ পঞ্চগড়ে
37. বাংলাদেশের কোন জায়গাটি রাবার চাষের জন্য বিখ্যাত?
- ক. রামু
- খ. রাঙ্গামাটি
- গ. রাঙ্গুনিয়া
- ঘ. রামগতি
উত্তরঃ রামু
38. বাংলাদেশে রেশম উৎপন্ন হয় -
- ক. ময়মনসিংহে
- খ. পার্বত্য চট্টগ্রামে
- গ. রাজশাহীতে
- ঘ. সুন্দরবন
উত্তরঃ রাজশাহীতে
39. ইরিটম কি ?
- ক. উন্নত জাতের ধান
- খ. উন্নত জাতের ইক্ষু
- গ. উন্নত জাতের পাট
- ঘ. উন্নত জাতের চা
উত্তরঃ উন্নত জাতের ধান
40. ব্রিশাইল কি ?
- ক. একটি উন্নত মানের ধানের নাম
- খ. একটি উন্নত মানের পাট
- গ. এক ধরনের গমের নাম
- ঘ. একটি নদীর নাম
উত্তরঃ একটি উন্নত মানের ধানের নাম
42. 'সোনালিকা' ও 'আকবর' বাংলাদেশের কৃষিক্ষেত্রে কিসের নাম?
- ক. উন্নত কৃষি যন্ত্রপাতির নাম
- খ. উন্নত জাতের ধানের নাম
- গ. উন্নত জাতের গমের নাম
- ঘ. দুটি কৃষি বিষয়ক বেসরকারী সংস্থার নাম
উত্তরঃ উন্নত জাতের গমের নাম
43. বাংলাদেশের কৃষিতে 'দোয়েল' -
- ক. জাতীয় পাখির নাম
- খ. কৃষি সংস্থার নাম
- গ. উন্নত জাতের গমের নাম
- ঘ. কৃষি যন্ত্রের নাম
উত্তরঃ উন্নত জাতের গমের নাম
44. পাখি ছাড়া 'বলাকা' ও 'দোয়েল' নামে পরিচিত হচ্ছে -
- ক. দুটি কৃষি যন্ত্রপাতির নাম
- খ. দুটি কৃষি সংস্থার নাম
- গ. উন্নত জাতের গম শস্য
- ঘ. কৃষি খামারের নাম
উত্তরঃ উন্নত জাতের গম শস্য
- ক. উন্নত জাতের চা
- খ. উন্নত জাতের তুলা
- গ. উন্নত জাতের পশম
- ঘ. উন্নত জাতের তৈলবীজ
উত্তরঃ উন্নত জাতের তুলা
46. 'অগ্নিশ্বর','কানাইবাঁসী','মোহনবাঁসী' ও 'বীটজবা' কি জাতীয় ফলের নাম?
- ক. পেয়ারা
- খ. কলা
- গ. পেঁপে
- ঘ. জামরুল
উত্তরঃ কলা
- ক. উন্নত জাতের ভূট্টা
- খ. উন্নত জাতের তামাক
- গ. উন্নত জাতের ধান
- ঘ. উন্নত জাতের বেগুন
উত্তরঃ উন্নত জাতের ভূট্টা
50. উচ্চ ফলনশীল 'ইরি ধান' এর আবিস্কারক -
- ক. ঝিনাইদহের হরিপদ কাপালী
- খ. যশোরের হরিপদ কাপালী
- গ. নড়াইলের হরিপদ কাপালী
- ঘ. শ্রীমঙ্গলের হরিধন চক্রবর্তী
উত্তরঃ ঝিনাইদহের হরিপদ কাপালী