ভগ্নাংশ ও দশমিক ভগ্নাংশ
26. কোন সংখ্যার ১/২ অংশের সাথে ৬ যোগ করলে সখ্যাটির ২/৩ অংশ হবে, সংখ্যাটি কত?
- ক. ৫৩
- খ. ৬৩
- গ. ৩৬
- ঘ. ৩৫
উত্তরঃ ৩৬
27. তিনটি সংখ্যার গুণফল ১/৩। প্রথম দুটি সংখ্যা ২/৭ এবং ৭/৫ হলে, তৃতীয়টি কত?
- ক. ৩/৫
- খ. ৫/৬
- গ. ১/৩
- ঘ. ৫/৮
উত্তরঃ ৫/৬
- ক. ক=৫০, খ=৬০
- খ. ক=৬০, খ=৫০
- গ. ক=৪০, খ=৪৮
- ঘ. ক=৬০, খ=৪৮
উত্তরঃ ক=৫০, খ=৬০
29. এক ব্যক্তির মাসিক বেতনের ১/২০ অংশ মহার্ঘ ভাতা পান। তার মাসিক আয় ৪২০০ টাকা হলে তার মহার্ঘ ভাতা কত?
- ক. ৪২০ টাকা
- খ. ২১০ টাকা
- গ. ৮৪০ টাকা
- ঘ. ১০৫ টাকা
উত্তরঃ ২১০ টাকা
31. কোন সম্পত্তির ৭/৮ অংশের মূল্য ৯২১২ টাকা। ঐ সম্পত্তির ৩/৪ অংশের মূল্য কত?
- ক. ৭৭৫০
- খ. ৭৮৯৬
- গ. ৮৭৫৬
- ঘ. ৮০০০
উত্তরঃ ৭৮৯৬
32. কোন ব্যক্তির মোট সম্পত্তির ২/৩ অংশের মূল্য ৯০০০০ টাকা। ঐ ব্যক্তির সম্পূর্ণ সম্পত্তির মূল্য কত?
- ক. ১৩৫০০০
- খ. ৬০০০০
- গ. ১৫০০০০
- ঘ. ১২০০০০
উত্তরঃ ১৩৫০০০
33. কোন সম্পত্তির ১/২ অংশের মূল্য ১৬০০ টাকা হলে ঐ সম্পত্তির ১/৮ অংশের মূল্যের ৪ গুণ কত?
- ক. ৪০০০ টাকা
- খ. ৩২০০ টাকা
- গ. ১৬০০ টাকা
- ঘ. ৬৪০০ টাকা
উত্তরঃ ১৬০০ টাকা
- ক. ৪০
- খ. ৫০
- গ. ৬০
- ঘ. কোনটিই না
উত্তরঃ ৫০
- ক. ১০০০০
- খ. ১২০০০
- গ. ১২৫০০
- ঘ. ১৩৫০০
উত্তরঃ ১২৫০০
- ক. ২০০০ টাকা
- খ. ২৩০০ টাকা
- গ. ২৫০০ টাকা
- ঘ. ৩০০০ টাকা
উত্তরঃ ৩০০০ টাকা
- ক. ৩০০০ টাকা
- খ. ৪৫০০ টাকা
- গ. ৬০০০ টাকা
- ঘ. ৭৫০০ টাকা
উত্তরঃ ৪৫০০ টাকা
- ক. (x-৪০০)/৬
- খ. (৫x-৪০০)/৬
- গ. ২৫x/৩৬ - ৪০০
- ঘ. (২৫x-৪০০)/৩৬
উত্তরঃ (২৫x-৪০০)/৩৬
- ক. ৬৫৬
- খ. ৮২০
- গ. ৩২৮০
- ঘ. ১৬৪০
উত্তরঃ ৮২০
- ক. ১০০০০০০
- খ. ১৬০০০০০
- গ. ২০০০০০০
- ঘ. ২৫০০০০০
উত্তরঃ ২০০০০০০
- ক. ২১৬ টাকা
- খ. ১৯২ টাকা
- গ. ২০৮ টাকা
- ঘ. ২০০ টাকা
উত্তরঃ ১৯২ টাকা
- ক. ১০০ টি
- খ. ১৪০ টি
- গ. ১৮০ টি
- ঘ. ২০০ টি
উত্তরঃ ১৪০ টি
- ক. ৬০ মিটার
- খ. ১২০ মিটার
- গ. ১৮০ মিটার
- ঘ. ৩৬০ মিটার
উত্তরঃ ৩৬০ মিটার
44. একটির খুঁটির অর্ধাংশ মাটির নিচে, এক তৃতীয়াংশ পানির মধ্যে ও ১২ ফুট পানির উপরে আছে। খুঁটির দৈর্ঘ্য কত?
- ক. ৭২ ফুট
- খ. ৮০ ফুট
- গ. ৬০ ফুট
- ঘ. ৫৪ ফুট
উত্তরঃ ৭২ ফুট
- ক. ২০ গ্যালন
- খ. ১৬ গ্যালন
- গ. ২০ গ্যালন
- ঘ. ২৪ গ্যালন
উত্তরঃ ২০ গ্যালন
- ক. ৩০
- খ. ৬০
- গ. ৭২
- ঘ. ৯০
উত্তরঃ ৯০
- ক. ১০০০ টাকা
- খ. ১২৮০ টাকা
- গ. ১২০০ টাকা
- ঘ. ১৩৪০ টাকা
উত্তরঃ ১২৮০ টাকা
- ক. ১/৪
- খ. ৪/১৫
- গ. ১/৩
- ঘ. ৪/১১
উত্তরঃ ৪/১৫
- ক. ১ ঘ. ৫ মি.
- খ. ১ ঘ. ২৫ মি.
- গ. ৫৭ মি.
- ঘ. ১ ঘ. ৪৫ মি.
উত্তরঃ ১ ঘ. ৪৫ মি.