বৃত্ত
51. একটি পাইপের পুরত্ব নির্নয় করুন যার বহির্ব্যাস ২.৫ ইঞ্চি এবং অন্তব্যাস ২.১ ইঞ্চি?
- ক. ০.২ ইঞ্চি
 - খ. ০.৪ ইঞ্চি
 - গ. ২.৩ ইঞ্চি
 - ঘ. ০.৩ ইঞ্চি
 
উত্তরঃ ০.২ ইঞ্চি
- ক. ১০২π
 - খ. ১৯৬π
 - গ. ৯৮π
 - ঘ. ২০৪π
 
উত্তরঃ ২০৪π
- ক. ২৮ ফুট
 - খ. ৩৬.৮ ফুট
 - গ. ৪৯.৬ ফুট
 - ঘ. ৪৬ ফুট
 
উত্তরঃ ৪৯.৬ ফুট
54. r ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের ক্ষেত্রফল b ভূমি বিশিষ্ট আয়তক্ষেত্রের সমান হলে আয়তক্ষেত্রের উচ্চতা কত?
- ক. πr2/b
 - খ. πr2/b2
 - গ. πr/b
 - ঘ. π/b
 
উত্তরঃ πr2/b
- ক. ২১.৭১ সে.মি.
 - খ. ১০.৮৬ সে.মি.
 - গ. ১৮.৭৫ সে.মি.
 - ঘ. ১৬.৭৫ সে.মি.
 
উত্তরঃ ১৬.৭৫ সে.মি.
56. বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী সকল জ্যা পরস্পর--
- ক. লম্ব
 - খ. সমান্তরাল
 - গ. অসমান
 - ঘ. সমান
 
উত্তরঃ সমান
- ক. ২ সেমি
 - খ. ৪ সেমি
 - গ. ৬ সেমি
 - ঘ. ৮ সেমি
 
উত্তরঃ ৪ সেমি
- ক. ২২৫Π
 - খ. ১৬৯Π
 - গ. ১২১Π
 - ঘ. ১৪৪Π
 
উত্তরঃ ২২৫Π
- ক. রম্বস
 - খ. আয়তক্ষেত্র
 - গ. ট্রাপিজিয়াম
 - ঘ. বর্গক্ষেত্র
 
উত্তরঃ আয়তক্ষেত্র
60. বহিঃস্থ কোন বিন্দু হতে একটি বৃত্তে--
- ক. দুইটি স্পর্শক আঁকা যায়
 - খ. একটি স্পর্শক আঁকা যায়
 - গ. চারটি স্পর্শক আঁকা যায়
 - ঘ. কোন স্পর্শক আঁকা যায় না
 
উত্তরঃ দুইটি স্পর্শক আঁকা যায়
61. বৃত্তকলার ক্ষেত্রফল কোনটি সঠিক?
- ক. θ/360 Πr² বর্গ একক
 - খ. θ/90 Πr² বর্গ একক
 - গ. θ/210 Πr² বর্গ একক
 - ঘ. θ/180 Πr² বর্গ একক
 
উত্তরঃ θ/360 Πr² বর্গ একক
- ক. 5 সেমি
 - খ. 7 সেমি
 - গ. 12 সেমি
 - ঘ. 10 সেমি
 
উত্তরঃ 5 সেমি
64. ABD বৃত্তে AB ও CD দুটি সমান জ্যা পরস্পর P বিন্দুতে ছেদ করলে কোনটি সত্য?
- ক. PB = PC
 - খ. PB = PA
 - গ. PA = PC
 - ঘ. PC = PD
 
উত্তরঃ PB = PC
65. একটি গাড়ির চাকার পরিধি ৬.২৫ মিটার। ৪০ কিলোমিটার পথ গেলে চাকাটি কতবার ঘুরবে?
- ক. ৩৮০০ বার
 - খ. ৭২০০ বার
 - গ. ৬৮০০ বার
 - ঘ. ৬৪০০ বার
 
উত্তরঃ ৬৪০০ বার
66. O কেন্দ্র বিশিষ্ট বৃত্তে D,AB জ্যা-এর মধ্যবিন্দু হলে ∠ODB=?
- ক. 60°
 - খ. 180°
 - গ. 120°
 - ঘ. 90°
 
উত্তরঃ 90°
67. ABCD বৃত্তে অন্তর্লিখিত একটি চতুর্ভুজ এর ∠B + ∠D = ১৮০°, ∠C = ৮৫° হলে ∠A এর মান কত?
- ক. ৭০°
 - খ. ১০০°
 - গ. ৮০°
 - ঘ. ৯৫°
 
উত্তরঃ ৯৫°
68. দুটি বৃত্ত পরস্পর স্পর্শ করলে তাদের কেন্দ্রদ্বয় ও স্পর্শ বিন্দু সংযোজক রেখা কেমন হবে?
- ক. পরাবৃত্ত
 - খ. উপবৃত্ত
 - গ. সরলরেখা
 - ঘ. বক্ররেখা
 
উত্তরঃ সরলরেখা
69. একটি বৃত্তের ব্যাসার্ধ ১০ সে.মি. হলে তার ক্ষেত্রফল কত হবে?
- ক. ১০০০Π বর্গ সে.মি.
 - খ. ১০০Π বর্গ সে.মি.
 - গ. ৫Π বর্গ সে.মি.
 - ঘ. ১০Π বর্গ সে.মি.
 
উত্তরঃ ১০০Π বর্গ সে.মি.
70. কোন বৃত্তের পরিধি ৪৪ মিটার হলে এর ব্যাস কত?
- ক. ১৪ মিটার
 - খ. ১৬ মিটার
 - গ. ১৮ মিটার
 - ঘ. ২১ মিটার
 
উত্তরঃ ১৪ মিটার
71. একটি বৃত্তের ব্যাসার্ধ ১৪ সে.মি. এবং বৃত্তকলা কেন্দ্রে ৭৫° কোণ উৎপন্ন করে। বৃত্তকলার ক্ষেত্রফল কত?
- ক. ২২৫.০৪ বর্গ সে.মি.
 - খ. ২২০.০১ বর্গ সে.মি.
 - গ. ১২৮.২৮২ বর্গ সে.মি.
 - ঘ. ১১৫.২৮১ বর্গ সে.মি.
 
উত্তরঃ ১২৮.২৮২ বর্গ সে.মি.
- ক. ২৫.১৮ সে.মি.
 - খ. ২৪.৮১৪ সে.মি.
 - গ. ১০.২৪ সে.মি.
 - ঘ. ২০.১৮ সে.মি.
 
উত্তরঃ ২৪.৮১৪ সে.মি.
- ক. ১০.৩৫ মি.
 - খ. ৯.২৫ মি.
 - গ. ৮.০০৪ মি.
 - ঘ. ৭.০০৩ মি.
 
উত্তরঃ ৭.০০৩ মি.
- ক. ১৮২.৮২ বর্গমিটার
 - খ. ১৮০.৭৩ বর্গমিটার
 - গ. ১৭৫.৯৩ বর্গমিটার
 - ঘ. ১৭০.৭৫ বর্গমিটার
 
উত্তরঃ ১৭৫.৯৩ বর্গমিটার
- ক. ১০.০৮১ মি.
 - খ. ২৮.০২ মি.
 - গ. ৩৫.০০৭ মি.
 - ঘ. ২০.০২ মি.
 
উত্তরঃ ৩৫.০০৭ মি.