বৃত্ত
- ক. n/(√2 - 1)
 - খ. n + √2
 - গ. √2n
 - ঘ. √2(n + 1)
 
উত্তরঃ n/(√2 - 1)
2. একটি চাকা প্রতি মিনিটে ৯০ বার ঘোরে। এক সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি ঘোরে?
- ক. ১৮০°
 - খ. ২৭০°
 - গ. ৩৬০°
 - ঘ. ৫৪০°
 
উত্তরঃ ৫৪০°
3. নিচের কোনটি বৃত্তের সমীকরণ?
- ক. ax2 + bx + c
 - খ. y2 = ax
 - গ. x2 + y2 = 16
 - ঘ. y2 = 2x + 7
 
উত্তরঃ x2 + y2 = 16
5. (x - 4)2 + (y + 3)2 = 100 বৃত্তের কেন্দ্রীয় স্থানাংক কত?
- ক. (0, 0)
 - খ. (4, -3)
 - গ. (-4, 3)
 - ঘ. (10, 10)
 
উত্তরঃ (4, -3)
6. একই সরলরেখায় অবস্থিত তিনটি বিন্দুর মধ্য দিয়ে কয়টি বৃত্ত আঁকা যাবে?
- ক. ১টি
 - খ. ৩টি
 - গ. ২টি
 - ঘ. একটিও নয়
 
উত্তরঃ একটিও নয়
8. একটি বৃত্তের যেকোন দুটি বিন্দুর সংযোজক রেখাকে বলে?
- ক. ব্যাস
 - খ. ব্যাসার্ধ
 - গ. চাপ
 - ঘ. জ্যা
 
উত্তরঃ জ্যা
12. বৃত্তের দুটি জ্যা পরস্পরকে সমদ্বিখন্ডিত করলে ছেদবিন্দুর অবস্থান কোথায় হবে?
- ক. বৃত্তের কেন্দ্রে
 - খ. বৃত্তের উপরে
 - গ. বৃত্তের বাইরে
 - ঘ. কেন্দ্র ছাড়া বৃত্তের ভিতরে
 
উত্তরঃ বৃত্তের কেন্দ্রে
13. কোন বৃত্তের তিনটি সমান জ্যা একই বিন্দুতে ছেদ করলে ঐ বিন্দুটি বৃত্তের--
- ক. পরিধিতে অবস্থিত হবে
 - খ. কেন্দ্র ও পরিধির মধ্যস্থানে অবস্থিত হবে
 - গ. কেন্দ্রে অবস্থিত হবে
 - ঘ. ব্যাস ভিন্ন জ্যায়ে অবস্থিত হবে
 
উত্তরঃ কেন্দ্রে অবস্থিত হবে
14. ADB বৃত্তে AB এবং CD দুটি সমান জ্যা পরস্পর P বিন্দুতে ছেদ করলে কোনটি সত্য?
- ক. PC = PD
 - খ. PB = PC
 - গ. PB = PA
 - ঘ. PB = PD
 
উত্তরঃ PB = PD
15. O কেন্দ্রবিশিষ্ট বৃত্তে D, AB জ্যায়ের মধ্যবিন্দু। ∠ODB = কত?
- ক. ৪৫°
 - খ. ৯০°
 - গ. ১১০°
 - ঘ. ১৮০°
 
উত্তরঃ ৯০°
- ক. ১০ সে.মি.
 - খ. ১৬ সে.মি.
 - গ. ২০ সে.মি.
 - ঘ. কোনটিই নয়
 
উত্তরঃ ১৬ সে.মি.
17. ১৩ সে.মি. ব্যাসার্ধের বৃত্তের কেন্দ্র হতে ৫ সে.মি. দূরত্বে অবস্থিত জ্যা-এর দৈর্ঘ্য কত?
- ক. ২৪ সে.মি.
 - খ. ১৮ সে.মি.
 - গ. ১৬ সে.মি.
 - ঘ. ১২ সে.মি.
 
উত্তরঃ ২৪ সে.মি.
18. O কেন্দ্র বিশিষ্ট বৃত্তে OD, AB জ্যায়ের উপর লম্ব। AD = 3 সেন্টিমিটার হলে AB = কত সেন্টিমিটার?
- ক. ৩ সে.মি.
 - খ. ৪ সে.মি.
 - গ. ৫ সে.মি.
 - ঘ. ৬ সে.মি.
 
উত্তরঃ ৬ সে.মি.
19. বৃত্তের একই চাপের উপর দন্ডায়মান কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের কত গুণ?
- ক. অর্ধেক
 - খ. সমান
 - গ. দ্বিগুণ
 - ঘ. তিনগুণ
 
উত্তরঃ দ্বিগুণ
20. কোন বৃত্তের কেন্দ্র O। A, P, B তিনটি পরিধিস্থ বিন্দু এবং ∠APB = 90° হলে ∠AOB সমান কত?
- ক. ৯০°
 - খ. ১২০°
 - গ. ১৫০°
 - ঘ. ১৮০°
 
উত্তরঃ ১৮০°
23. O- কেন্দ্রবিশিষ্ট বৃত্তে AB, A বিন্দুতে স্পর্শক। ∠AOB = 60° হলে ∠ABO = কত?
- ক. ৩০°
 - খ. ৪০°
 - গ. ৪৫°
 - ঘ. ৬০°
 
উত্তরঃ ৩০°
24. বহিঃস্থ O বিন্দু হতে অংকিত ABC বৃত্তে OA এবং OB দুটি স্পর্শক। অতএব--
- ক. OA ⊥ OB
 - খ. AB ∥ OB
 - গ. OA = OB
 - ঘ. OA ≠ OB
 
উত্তরঃ OA = OB
25. A ও B কেন্দ্র বিশিষ্ট দুটি বৃত্ত O বিন্দুতে বহিঃস্থভাবে স্পর্শ করেছে। ∠AOB = কত?
- ক. ৯০°
 - খ. ১২০°
 - গ. ১৬০°
 - ঘ. ১৮০°
 
উত্তরঃ ১৮০°