গসাগু ও লসাগু
26. দুটি সংখ্যার গ. সা. গু. ও ল. সা. গু. যথাক্রমে ২ ও ৩৬০। একটি সংখ্যা ১০ হলে অপর সংখ্যাটি কত?
- ক. ৬০
- খ. ৭২
- গ. ৪৮
- ঘ. ২৪
উত্তরঃ ৭২
27. দুটি সংখ্যার গ. সা. গু. ও ল. সা. গু. যথাক্রমে ১২ ও ১৬০। একটি সংখ্যা ৮০ হলে অপর সংখ্যাটি কত?
- ক. ৩৬
- খ. ২০
- গ. ৯০
- ঘ. ৯৮
উত্তরঃ ৯০
28. a, a2, a(a + b) এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক কোনটি?
- ক. a2
- খ. a(a + b)
- গ. a2 (a + b)
- ঘ. a
উত্তরঃ a2 (a + b)
29. x2 + 5x, x2 - 25, x2 + 7x + 10 এর গ. সা. গু. কত?
- ক. x - 5
- খ. x + 5
- গ. x(x + 5)
- ঘ. x(x - 5)
উত্তরঃ x + 5
30. দুইটি সংখ্যার গুণফল ২৬৪। সংখ্যা দুটির ল. সা. গু. ১৩২ হলে গ.সা. গু. কত?
- ক. ২
- খ. ৩
- গ. ৪
- ঘ. ৬
উত্তরঃ ২
31. ১, ২, ৩, ৪ অংকগুলি দ্বারা ৩০০০ অপেক্ষা বৃহত্তর কয়টি সংখ্যা গঠন করা থাকে?
- ক. ৮টি
- খ. ১২টি
- গ. ১৬টি
- ঘ. ১৮টি
উত্তরঃ ১২টি
32. দুটি সংখ্যার অনুপাত ৫ঃ৭ এবং তাদের ল. সা. গু. ৩৫০। সংখ্যা দুটির গ. সা. গু. -
- ক. ৫০
- খ. ৭০
- গ. ৩৫
- ঘ. ১০
উত্তরঃ ১০
34. দুটি সংখ্যার গুণফল ২১৬ এবং তাদের ল. সা. গু. ৩৬, সংখ্যা দুটির গ. সা. গু. কত?
- ক. ৬
- খ. ৯
- গ. ১৮
- ঘ. ১২
উত্তরঃ ৬
35. দুটি সংখ্যার গুণফল ৩৩৮০ এবং গ. সা. গু. ১৩। সংখ্যাটি দুটির ল.সা. গু. কত?
- ক. ২৬০
- খ. ৭৮০
- গ. ১৩০
- ঘ. ৪৯০
উত্তরঃ ২৬০
36. কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে ২ যোগ করলে যোগফল ১২, ১৮ এবং ২৪ দ্বারা বিভাজ্য হবে?
- ক. ৮৯
- খ. ৭০
- গ. ১৭০
- ঘ. ১৪২
উত্তরঃ ৭০
37. দুটি সংখ্যার গুণফল ১৫৩৬। সংখ্যা দুটির ল. সা. গু. ৯৬ হলে তাদের গ. সা. গু কত?
- ক. ১৬
- খ. ১২
- গ. ২৪
- ঘ. ১৮
উত্তরঃ ১৬
39. দুইটি সংখ্যার গ.সা.গু ১০ এবং ল.সা.গু ৬০। একটি ২০ হলে ওপরটি কত?
- ক. ১০
- খ. ১৫
- গ. ৩৫
- ঘ. ৮৫
উত্তরঃ ১৫
44. দুইটি সংখ্যার অনুপাত ৫ : ৬ এবং তাদের গ.সা.গু. ৪ হলে ছোট সংখ্যাটি কত?
- ক. ১০
- খ. ১৫
- গ. ২৫
- ঘ. ২০
উত্তরঃ ২০