বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস
251. যে ইংরেজকে হত্যার অভিযোগে ক্ষুদিরামকে ফাঁসি দেয়া হয় তার নাম -
- ক. কিংসফোর্ড
- খ. লর্ড হার্ডিঞ্জ
- গ. হডসন
- ঘ. সিম্পসন
উত্তরঃ কিংসফোর্ড
252. মাষ্টারদা সূর্যসেনের ফাঁসি কার্যকর হয়েছিল?
- ক. মেদিনীপুরে
- খ. ব্যারাকপুরে
- গ. চট্টগ্রামে
- ঘ. আন্দামানে
উত্তরঃ চট্টগ্রামে
253. প্রীতিলতা ওয়াদ্দেদার সম্পৃক্ত ছিলেন -
- ক. তেভাগা আন্দোলনে
- খ. ব্রিটিশ বিরোধী সন্ত্রাসী আন্দোলন
- গ. ১৯৭১ -এর মুক্তিযুদ্ধে
- ঘ. সত্যাগ্রহ আন্দোলন
উত্তরঃ ব্রিটিশ বিরোধী সন্ত্রাসী আন্দোলন
254. প্রীতিলতা ওয়াদ্দেদার কার শিষ্য ছিলেন ?
- ক. দেশবন্ধু চিওরঞ্জন দাসের
- খ. মাস্টারদা সূর্যসেনের
- গ. নেতাজী সুভাষ চন্দ্র বসুর
- ঘ. মহাত্না গান্ধীর
উত্তরঃ মাস্টারদা সূর্যসেনের
255. নিচের কে ভারতের অসহযোগ আন্দোলনের নেতৃত্ব দেন?
- ক. জওহরলাল নেহেরু
- খ. মওলানা আবুল কলাম আজাদ
- গ. মহাত্না গান্ধী
- ঘ. কোনটিই নয়
উত্তরঃ মহাত্না গান্ধী
256. খিলাফত আন্দোলনের অন্যতম নেতা -
- ক. খাজা নাজিমউদ্দিন
- খ. মোহাম্মদ আলী জিন্নাহ
- গ. মওলানা মহাম্মদ আলী
- ঘ. এ, কে ফজলুল হক
উত্তরঃ মওলানা মহাম্মদ আলী
257. অসহযোগ এবং খেলাফত আন্দোলনের সঙ্গে জড়িত স্মরণীয় নায়ক কে ?
- ক. মোহাম্মদ আলী জিন্নাহ
- খ. মাওলানা মোহাম্মদ আলী
- গ. আগা খান
- ঘ. আব্দুর রহিম
উত্তরঃ মাওলানা মোহাম্মদ আলী
258. ১৯০৫ ও ১৯২৩ সালে দুটি আমাদের জাতীয় জীবনের কোন দুটি ঐতিহাসিক ঘটনার সাথে সম্পৃক্ত ?
- ক. বঙ্গভঙ্গ, বেঙ্গল ট্যাক্ট চুক্তি সম্পাদিত হয়
- খ. খেলাফত আন্দোলন, বিপ্লবী আন্দোলন
- গ. বঙ্গভঙ্গ রদ, গান্ধীর অসহযোগ আন্দোলন
- ঘ. গান্ধীর ভারত আগমন, বিপ্লবী আন্দোলন
উত্তরঃ বঙ্গভঙ্গ, বেঙ্গল ট্যাক্ট চুক্তি সম্পাদিত হয়
259. কৃষক-শ্রমিক পার্টির নেতা ছিলেন -
- ক. হোসেন শহীদ সোহরাওয়ার্দী
- খ. মোহাম্মদ আলী জিন্নাহ
- গ. এ, কে ফজলুল হক
- ঘ. মওলানা ভাসানী
উত্তরঃ এ, কে ফজলুল হক
260. অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী -
- ক. খাজা নাজিমুদ্দিন
- খ. এ কে ফজলুল হক
- গ. মহাম্মদ আলী
- ঘ. হোসেন শহীদ সোহরাওয়ার্দী
উত্তরঃ এ কে ফজলুল হক
261. বাংলায় 'ঋণ সালিশি আইন' কার আমলে প্রণীত হয় ?
- ক. এ. কে. ফজলুল হক
- খ. এইচ.এস. সোহরাওয়ার্দী
- গ. খাজা নাজিম উদ্দীন
- ঘ. নুরুল আমিন
উত্তরঃ এ. কে. ফজলুল হক
262. কোন নেতা জমিদারি প্রথা রদে প্রধান ভূমিকা পালন করেন ?
- ক. হোসেন শহীদ সোহরাওয়ার্দী
- খ. মওলানা আবদুল হামিদ খান ভাসানী
- গ. এ কে ফজলুল হক
- ঘ. আতাউর রহমান খান
উত্তরঃ এ কে ফজলুল হক
263. দ্বি-জতিতত্বের প্রবক্তা কে ছিলেন ?
- ক. আল্লামা ইকবাল
- খ. স্যার সৈয়দ আহম্মদ
- গ. মোহাম্মদ আলী জিন্নাহ
- ঘ. স্যার সলিমুল্লাহ
উত্তরঃ মোহাম্মদ আলী জিন্নাহ
264. বিখ্যাত লাহোর রেজুলেশন ১৯৪০ সালে কে উত্থাপন করেন -
- ক. মোহাম্মদ আলী জিন্নাহ
- খ. হোসেন শহীদ সোহরাওয়ার্দী
- গ. লিয়াকত আলী খান
- ঘ. এ, কে ফজলুল হক
উত্তরঃ এ, কে ফজলুল হক
265. ১৯৪০ সালের লাহোর প্রস্তাবের উত্থাপক কে ছিলেন?
- ক. লিয়াকত আলী খান
- খ. এ কে ফজলুল হক
- গ. মোহাম্মদ আলী জিন্নাহ
- ঘ. খাজা নাজিমুদ্দিন
উত্তরঃ এ কে ফজলুল হক
266. ঐতিহাসিক লাহোর প্রস্তাব কত তারিখে উত্থাপিত হয় ?
- ক. ১৩ ফেব্রুয়ারী ১৯৪০
- খ. ১৩ মার্চ ১৯৪০
- গ. ২৩ মার্চ ১৯৪০
- ঘ. ২৩ মার্চ ১৯৪২
উত্তরঃ ২৩ মার্চ ১৯৪০
267. লাহোর প্রস্তাব ছিল -
- ক. স্বাধীন বাংলা প্রস্তাব
- খ. পাকিস্তান প্রস্তাব
- গ. ভারত বিভাগের প্রস্তাব
- ঘ. ভারতে মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকার জন্য স্বাধীন রাষ্ট্রসমূহ গঠনের প্রস্তাব
উত্তরঃ ভারতে মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকার জন্য স্বাধীন রাষ্ট্রসমূহ গঠনের প্রস্তাব
268. ইংরেজি কোন সনের দুর্ভিক্ষ 'পঞ্চাশের মন্বন্তর' নামে পরিচিত?
- ক. ১৭৭০
- খ. ১৮৬৬
- গ. ১৮৯৯
- ঘ. ১৯৪৩
উত্তরঃ ১৯৪৩
269. অবিভক্ত বাংলার দ্বিতীয় মুখ্যমন্ত্রী -
- ক. আবুল হাসেম
- খ. এ কে ফজলুল হক
- গ. শহীদ সোহরাওয়ার্দী
- ঘ. খাজা নাজিমুদ্দিন
উত্তরঃ খাজা নাজিমুদ্দিন
270. অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী কে ছিলেন? (Who was the last chief minister of undivided Bengal ?)
- ক. এ. কে. ফজলুল হক (A.K.Fazlul Haque)
- খ. হোসেন শহীদ সোহরাওয়ার্দী (Huseyen Shahid Shurwardy)
- গ. আবুল হাসেম (Abul Hashem)
- ঘ. খাজা নাজিমুদ্দিন (Khaja Nazim Uddin)
উত্তরঃ হোসেন শহীদ সোহরাওয়ার্দী (Huseyen Shahid Shurwardy)
271. ক্রীপস মিশন কোন উদ্দেশ্যে এদেশে আগমন করে?
- ক. অর্থনৈতিক
- খ. রাজনৈতিক
- গ. সামাজিক
- ঘ. সাংস্কৃতিক
উত্তরঃ রাজনৈতিক
272. ভারতে ক্যাবনেট মিশন কখন এসেছিল ?
- ক. ১৯৪০ সালে
- খ. ১৯৪৬ সালে
- গ. ১৯৪২ সালে
- ঘ. ১৯৪৭ সালে
উত্তরঃ ১৯৪৬ সালে
273. ১৯৪৭ সালে পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন -
- ক. নুরুল আমিন
- খ. আতাউর রহমান
- গ. খাজা নাজিম উদ্দীন
- ঘ. আবু হোসেন সরকার
উত্তরঃ খাজা নাজিম উদ্দীন
274. আওয়ামী লীগের মূল বা আদি নাম কি ?
- ক. আওয়ামী পার্টি
- খ. আওয়ামী জাতীয় পার্টি
- গ. আওয়ামী মুসলিম লীগ
- ঘ. আওয়ামী লীগ
উত্তরঃ আওয়ামী মুসলিম লীগ
275. আওয়ামী মুসলিম লীগের প্রথম সভাপতি ছিলেন -
- ক. হোসেন শহীদ সোহরাওয়ার্দী
- খ. মাওলানা আবুল কালাম আজাদ
- গ. শেখ মুজিবুর রহমান
- ঘ. মাওলানা ভাসানী
উত্তরঃ মাওলানা ভাসানী