বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস

426. কোন আইনের দ্বারা ভারতের প্রদেশগুলোতে 'দ্বৈত শাসন ব্যবস্থা' প্রতিষ্ঠা করা হয়?

  • ক. ১৯৪৭ সালের ভারত স্বাধীনতা আইন
  • খ. ১৯৩৫ সালের ভারত শাসন আইন
  • গ. ১৯১৯ সালের ভারত শাসন আইন
  • ঘ. ১৯০৯ সালের ভারত শাসন আইন

উত্তরঃ ১৯৩৫ সালের ভারত শাসন আইন

বিস্তারিত

427. 'সূর্যাস্ত আইন' চালু হয় কোন সালে?

  • ক. ১৮৯২
  • খ. ১৭৯২
  • গ. ১৮৯৩
  • ঘ. ১৭৯৩

উত্তরঃ ১৭৯৩

বিস্তারিত

428. 'দ্বৈত শাসন' ব্যবস্থা রহিত করেন কে?

  • ক. লর্ড ভাইসরয়
  • খ. লর্ড বেন্টিক
  • গ. ওয়ারেন হেস্টিং
  • ঘ. লর্ড ওয়েলেসলি

উত্তরঃ ওয়ারেন হেস্টিং

বিস্তারিত

429. ব্রিটিশ আমলে বাংলাদেশ যেসব আন্দোলন হয়েছিল তার মধ্যে কোনটি প্রধান?

  • ক. সৈয়দী আন্দোলন
  • খ. ফরায়েজী আন্দোলন
  • গ. কোরায়েশী আন্দোলন
  • ঘ. হাসেমী আন্দোলন

উত্তরঃ ফরায়েজী আন্দোলন

বিস্তারিত

430. কোন সালে স্যার সৈয়দ আহমদ আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয় স্থাপন করেন?

  • ক. ১৮৮৫ সালে
  • খ. ১৭৫৭ সালে
  • গ. ১৯২০ সালে
  • ঘ. ১৮৮৪ সালে

উত্তরঃ ১৯২০ সালে

বিস্তারিত

431. প্রথম স্বাধীনতা সংগ্রাম কোনটি?

  • ক. সিপাহী বিপ্লব
  • খ. আসহযোগ আন্দোলন
  • গ. জালিয়ানওয়ালাবাগের সংগ্রাম
  • ঘ. তিতুমীরের বাঁশের কেল্লা

উত্তরঃ সিপাহী বিপ্লব

বিস্তারিত

432. সিপাহী বিদ্রোহের সূচনা হয়েছিল ১৮৫৭ সালের কোন তারিখে?

  • ক. ২৯ মার্চ
  • খ. ২৬ মার্চ
  • গ. ১৯ মার্চ
  • ঘ. ১৫ মার্চ

উত্তরঃ ২৯ মার্চ

বিস্তারিত

433. তেভাগা আন্দোলনের নেতা হিসেবে সুপরিচিত--

  • ক. শেরে বাংলা এ কে ফজলুল হক
  • খ. হাজী মোহাম্মদ মহসীন
  • গ. হাজী মোহাম্মদ দানেশ
  • ঘ. হাজী শরীয়তুল্লাহ

উত্তরঃ হাজী মোহাম্মদ দানেশ

বিস্তারিত

435. বারাসাতের বিদ্রোহ শুরু হয় কত সালে?

  • ক. ১৯২৫
  • খ. ১৮৫০
  • গ. ১৮২৫
  • ঘ. ১৭২৫

উত্তরঃ ১৮২৫

বিস্তারিত

436. মহাত্মা গান্ধী তার অহিংস আন্দোলন শুরু করেন যে শহরে--

  • ক. ডারবান
  • খ. ব্রিস্টল
  • গ. লন্ডন
  • ঘ. কেপটাউন

উত্তরঃ ডারবান

বিস্তারিত

437. রাজা দেবী সিংহের অত্যাচারমূলক রাজস্ব নীতির প্রতিবাদে 'রংপুর বিদ্রোহ' কত সালে সংঘটিত হয়?

  • ক. ১৭৯৩ সালে
  • খ. ১৮৯৩ সালে
  • গ. ১৮৮৩ সালে
  • ঘ. ১৭৮৩ সালে

উত্তরঃ ১৭৮৩ সালে

বিস্তারিত

438. ব্রিটিশ সরকার প্রদত্ত যে খেতাব মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলনকালে ফিরিয়ে দেনঃ

  • ক. ভারত ভূষণ
  • খ. রায় বাহাদুর
  • গ. কায়সার-ই-হিন্দ
  • ঘ. হিন্দ কেয়াসরি

উত্তরঃ কায়সার-ই-হিন্দ

বিস্তারিত

439. সিপাহী বিদ্রোহের প্রথম সূচনা হয়েছিল?

  • ক. কলকাতার বেলগড়িয়া
  • খ. নাগপুরের জাবালকাহি
  • গ. হরিয়ানার সিলাম্পুর
  • ঘ. বঙ্গদেশের ব্যারাকপুর

উত্তরঃ বঙ্গদেশের ব্যারাকপুর

বিস্তারিত

440. কত সালে দিল্লি ব্রিটিশ ভারতের রাজধানী হয়?

  • ক. ১৯১১
  • খ. ১৯০৯
  • গ. ১৯০৬
  • ঘ. ১৯০৫

উত্তরঃ ১৯১১

বিস্তারিত

441. সিধু-কাহ্নু কোন বিদ্রোহের নেতা?

  • ক. মুণ্ডা বিদ্রোহ
  • খ. সাঁওতাল বিদ্রোহ
  • গ. চোঁয়াড় বিদ্রোহ
  • ঘ. কৈবর্ত্য বিদ্রোহ

উত্তরঃ সাঁওতাল বিদ্রোহ

বিস্তারিত

442. বঙ্গভঙ্গ ব্যবস্থা রহিত করেন--

  • ক. লর্ড ক্যানিং
  • খ. লর্ড হার্ডিঞ্জ
  • গ. লর্ড ডালহৌসি
  • ঘ. লর্ড বেন্টিঙ্ক

উত্তরঃ লর্ড হার্ডিঞ্জ

বিস্তারিত

443. কে মুসলিম লীগ প্রতিষ্ঠা করেন?

  • ক. হাজী মুহম্মদ মহসীন
  • খ. সৈয়দ আমীর আলী
  • গ. নওয়াব সলিমুল্লাহ
  • ঘ. মাওলানা ভাসানী

উত্তরঃ নওয়াব সলিমুল্লাহ

বিস্তারিত

444. বঙ্গভঙ্গের পরেই ঢাকায় নির্মিত হয়?

  • ক. হাইকোর্ট
  • খ. সুরম্য অট্রালিকা
  • গ. কার্জন হল
  • ঘ. সবগুলো

উত্তরঃ সবগুলো

বিস্তারিত

445. বঙ্গ প্রদেশকে বঙ্গ ও আসাম প্রদেশে বিভক্ত করেন--

  • ক. সম্রাট পঞ্চম জর্জ
  • খ. লর্ড ক্যানিং
  • গ. লর্ড কার্জন
  • ঘ. লর্ড হার্ডিঞ্জ

উত্তরঃ লর্ড কার্জন

বিস্তারিত

446. জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের সঙ্গে কার সম্পর্ক--

  • ক. রবীন্দ্রনাথ ও নাইট উপাধি
  • খ. শওকত ওসমান ও আদমজী পুরস্কার
  • গ. আজাদ হিন্দ ফৌজ ও সুভাস বসু
  • ঘ. গান্ধী ও অসহযোগ

উত্তরঃ রবীন্দ্রনাথ ও নাইট উপাধি

বিস্তারিত

447. স্যার সৈয়দ আহমদ কত তারিখে অল ইন্ডিয়া মোহামেডান এডুকেশনাল করফারেন্স প্রতিষ্ঠা করেন?

  • ক. ২৬ ডিসেম্বর ১৮৮৬
  • খ. ২৭ ডিসেম্বর ১৮৮৬
  • গ. ২৭ ডিসেম্বর ১৮৮৫
  • ঘ. ২৬ ডিসেম্বর ১৮৮৫

উত্তরঃ ২৭ ডিসেম্বর ১৮৮৬

বিস্তারিত

448. পূর্ব বাংলার প্রথম গভর্নর কে ছিলেন?

  • ক. হোসেন শহীদ সোহরাওয়ার্দী
  • খ. চৌধুরী খালেকুজ্জামান
  • গ. ইস্কান্দার মীর্জা
  • ঘ. এ কে ফজলুল হক

উত্তরঃ চৌধুরী খালেকুজ্জামান

বিস্তারিত

449. ন্যাশনাল আওয়ামী পার্টির প্রতিষ্ঠাতা কে?

  • ক. হোসেন শহীদ সোহরাওয়ার্দী
  • খ. শেরে বাংলা এ কে ফজলুল হক
  • গ. মাওলানা আবদুল হামিদ খান ভাসানী
  • ঘ. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

উত্তরঃ মাওলানা আবদুল হামিদ খান ভাসানী

বিস্তারিত

450. বাংলাদেশ আওয়ামী লীগ কোন সনে প্রতিষ্ঠিত হয়?

  • ক. ১৯৫২
  • খ. ১৯৫০
  • গ. ১৯৪৯
  • ঘ. ১৯৪৮

উত্তরঃ ১৯৪৯

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects