বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস

26. প্রাচীন বাংলার প্রথম গুরুত্বপূর্ণ নরপতি কে?

  • ক. হর্ষবর্ধন
  • খ. শশাঙ্ক
  • গ. গোপাল
  • ঘ. লক্ষণ সেন

উত্তরঃ শশাঙ্ক

বিস্তারিত

27. বাংলার প্রথম স্বাধীন ও সার্বভৌম রাজা হলেন -

  • ক. ধর্মপাল
  • খ. গোপাল
  • গ. শশাঙ্ক
  • ঘ. দ্বিতীয় চন্দ্র গুপ্ত

উত্তরঃ শশাঙ্ক

বিস্তারিত

28. একসময়ে বাংলা,বিহার ও উড়িষ্যার রাজধানী মুর্শিদাবাদের প্রাক্তন নাম ছিল-

  • ক. সিনহাবাদ
  • খ. চন্দ্রদ্বীপ
  • গ. গৌড়
  • ঘ. মাকসুদাবাদ

উত্তরঃ গৌড়

বিস্তারিত

29. শশাঙ্কের রাজধানী ছিল -

  • ক. কর্ণসুবর্ন
  • খ. গৌড়
  • গ. নদীয়া
  • ঘ. ঢাকা

উত্তরঃ কর্ণসুবর্ন

বিস্তারিত

30. প্রাচীন বাংলার কোন এলাকা কর্ণসুবর্ন নামে কথিত হতো ?

  • ক. মুর্শিদাবাদ
  • খ. রাজশাহী
  • গ. চট্টগ্রাম
  • ঘ. মেদিনীপুর

উত্তরঃ মুর্শিদাবাদ

বিস্তারিত

31. 'মাৎস্যন্যায়' ধারণাটি কিসের সাথে সম্পর্কিত ?

  • ক. মাছ বাজার
  • খ. ন্যায় বিচার প্রতিষ্ঠা
  • গ. মাছ ধরার নৌকা
  • ঘ. আইন-শৃংখলাহীন অরাজক অবস্থা

উত্তরঃ আইন-শৃংখলাহীন অরাজক অবস্থা

বিস্তারিত

32. 'মাৎস্যন্যায়' বাংলার কোন সময়কাল নির্দেশ করে?

  • ক. ৫ম-৬ষ্ঠ শতক
  • খ. ৬ষ্ঠ -৭ম শতক
  • গ. ৭ম-৮ম শতক
  • ঘ. ৮ম-৯ম শতক

উত্তরঃ ৭ম-৮ম শতক

বিস্তারিত

33. বাংলায় প্রথম বংশানুক্রমিক শাসন শুরু করেন -

  • ক. শশাংঙ্ক
  • খ. বখতিয়ার খলজি
  • গ. বিজয় সেন
  • ঘ. গোপাল

উত্তরঃ গোপাল

বিস্তারিত

34. বাংলার প্রথম দীর্ঘস্থায়ী রাজবংশের নাম কি?

  • ক. পাল বংশ
  • খ. সেন বংশ
  • গ. ভূইয়া বংশ
  • ঘ. গুপ্ত বংশ

উত্তরঃ পাল বংশ

বিস্তারিত

35. নিম্নের কোন বংশ প্রায় চারশত বছরের মত বাংলা শাসন করেছে?

  • ক. মৌর্য বংশ
  • খ. গুপ্ত বংশ
  • গ. পাল বংশ
  • ঘ. সেন বংশ

উত্তরঃ পাল বংশ

বিস্তারিত

36. পাল বংশের প্রথম রাজা কে?

  • ক. গোপাল
  • খ. দেবপাল
  • গ. মহীপাল
  • ঘ. রামপাল

উত্তরঃ গোপাল

বিস্তারিত

37. পাল বংশের শ্রেষ্ঠ নরপতি কে ?

  • ক. গোপাল
  • খ. ধর্মপাল
  • গ. দেবপাল
  • ঘ. রামপাল

উত্তরঃ ধর্মপাল

বিস্তারিত

38. রামসাগর দীঘি কোন জেলায় অবস্থিত?

  • ক. রংপুর
  • খ. দিনাজপুর
  • গ. নবাবগঞ্জ
  • ঘ. কুড়িগ্রাম

উত্তরঃ দিনাজপুর

বিস্তারিত

39. বাংলার শেষ হিন্দু রাজা কে ছিলেন?

  • ক. বিজয় সেন
  • খ. লক্ষণ সেন
  • গ. হেমন্ত সেন
  • ঘ. বল্লাল সেন

উত্তরঃ লক্ষণ সেন

বিস্তারিত

40. কোন মুসলিম সেনাপতি স্পেন জয় করেন ?

  • ক. মুসা বিন নুসায়ের
  • খ. খালিদ বিন ওয়ালিদ
  • গ. মুহাম্মদ বিন কাসেম
  • ঘ. তারিক

উত্তরঃ তারিক

বিস্তারিত

41. আরবদের আক্রমনের সময় সিন্ধু দেশের রাজা ছিলেন -

  • ক. মানসিংহ
  • খ. জয়পাল
  • গ. দাহির
  • ঘ. দাউদ

উত্তরঃ দাহির

বিস্তারিত

42. প্রথম মুসলিম সিন্ধু বিজেতা ছিলেন -

  • ক. বাবর
  • খ. সুলতান মাহমুদ
  • গ. মুহাম্মদ বিন কাসিম
  • ঘ. মোহাম্মদ ঘোরী

উত্তরঃ মুহাম্মদ বিন কাসিম

বিস্তারিত

43. কোন মুসলিম সেনাপতি সিন্ধু জয় করেন ?

  • ক. মুসা বিন নুসায়ের
  • খ. তারেক বিন জিয়াদ
  • গ. মুহাম্মদ বিন কাসিম
  • ঘ. খালেদ বিন ওয়ালিদ

উত্তরঃ মুহাম্মদ বিন কাসিম

বিস্তারিত

44. কতবার সুলতান মাহমুদ ভারতবর্ষ আক্রমন করেন ?

  • ক. ১৫ বার
  • খ. ১৬ বার
  • গ. ১৭ বার
  • ঘ. ১৮ বার

উত্তরঃ ১৭ বার

বিস্তারিত

45. তরাইনের দ্বিতীয় যুদ্ধে কে পরাজিত হন ?

  • ক. মুহম্মদ ঘুরী
  • খ. লক্ষণ সেন
  • গ. পৃথ্বিরাজ
  • ঘ. জয়চন্দ্র

উত্তরঃ পৃথ্বিরাজ

বিস্তারিত

46. ভারতবর্ষে সর্বপ্রথম মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন -

  • ক. মুহম্মদ বিন কাসিম
  • খ. সুলতান মাহমুদ
  • গ. মুহম্মদ ঘুরি
  • ঘ. গিয়াস উদ্দীন আযম শাহ

উত্তরঃ মুহম্মদ ঘুরি

বিস্তারিত

47. দিল্লী সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা -

  • ক. কুতুবউদ্দীন আইবেক
  • খ. শামসুদ্দিন ইলতুৎমিশ
  • গ. গিয়াসউদ্দিন বলবন
  • ঘ. আলাউদ্দিন খলজী

উত্তরঃ শামসুদ্দিন ইলতুৎমিশ

বিস্তারিত

48. দিল্লির সিংহাসনে আরোহনকারী প্রথম মুসলমান নারী কে ?

  • ক. বেগম রোকেয়া
  • খ. নুর জাহান
  • গ. সুলতানা রাজিয়া
  • ঘ. মমতাজ বেগম

উত্তরঃ সুলতানা রাজিয়া

বিস্তারিত

49. কোন মুসলমান প্রশাসক প্রথম দক্ষিণ ভারত জয় করেন ?

  • ক. আলাউদ্দিন খিলজি
  • খ. শের শাহ
  • গ. আকবর
  • ঘ. আওরঙ্গজেব

উত্তরঃ আলাউদ্দিন খিলজি

বিস্তারিত

50. কোন মুসলিম সেনাপতি সর্বপ্রথম দাক্ষিণাত্য জয় করেন ?

  • ক. মালিক কাফুর
  • খ. বৈরাম খাঁন
  • গ. শায়েস্তা খাঁন
  • ঘ. মীর জুমলা

উত্তরঃ মালিক কাফুর

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects