বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস
76. ভারতীয় উপমহাদেশে ঘোড়ার ডাকের প্রচলন কে করেন ?
- ক. সম্রাট আকবর
- খ. সম্রাট শাহজাহান
- গ. শের শাহ্
- ঘ. লর্ড কর্নওয়ালিস
উত্তরঃ শের শাহ্
78. বিখ্যাত 'গ্রান্ড ট্রাঙ্ক' রোডটি বাংলাদেশের কোন অঞ্চল থেকে শুরু হয়েছে?
- ক. কুমিল্লা জেলার দাউদকান্দি
- খ. ঢাকা জেলার বারিধারা
- গ. যশোর জেলার ঝিকরগাছা
- ঘ. নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও
উত্তরঃ নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও
80. আকবর দিল্লির সিংহাসনে বসার সময় তার বয়স ছিল -
- ক. ১৭ বছর
- খ. ১৬ বছর
- গ. ১৩ বছর
- ঘ. ১৪ বছর
উত্তরঃ ১৩ বছর
81. কোন যুদ্ধে আকবর দিল্লি জয় করেন ?
- ক. পানিপথের প্রথম যুদ্ধ
- খ. পানিপথের দ্বিতীয় যুদ্ধ
- গ. খনুয়ার যদ্ধ
- ঘ. হলদিঘাটের যুদ্ধ
উত্তরঃ পানিপথের দ্বিতীয় যুদ্ধ
84. 'দীন-ই-এলাহি' প্রবর্তন করেন -
- ক. সম্রাট জাহাঙ্গীর
- খ. সম্রাট শাহজাহান
- গ. সম্রাট আকবর
- ঘ. সম্রাট আওরঙ্গজেব
উত্তরঃ সম্রাট আকবর
86. টোডরমল কে ?
- ক. আকবরের ধর্মমন্ত্রী
- খ. আকবরের অর্থমন্ত্রী
- গ. আকবরের পরিকল্পনা মন্ত্রী
- ঘ. আকবরের সমরমন্ত্রী
উত্তরঃ আকবরের অর্থমন্ত্রী
87. ঐতিহাসিক গ্রন্থ 'আইন-ই-আকবরী' -এর রচয়িতা কে?(Ain-i-Akbori is written by -)
- ক. ফেরদৌসী (Firdausi)
- খ. আবুল ফজল (Abul Fazal)
- গ. গালিব (Ghalib)
- ঘ. None of the above
উত্তরঃ আবুল ফজল (Abul Fazal)
88. 'জিজিয়া' ছিল-
- ক. বাণিজ্য কর
- খ. অমুসলমানদের উপর ধার্য ভূমি কর
- গ. উৎসব কর
- ঘ. অমুসলমানদের উপর ধার্য সামরিক কর
উত্তরঃ অমুসলমানদের উপর ধার্য সামরিক কর
89. কোন মোঘল সম্রাটের সময় সাম্রাজ্যের সর্বাপেক্ষা বেশী বিস্তার ঘটে ?
- ক. বাবর
- খ. আকবর
- গ. আওরঙ্গজেব
- ঘ. শাহজাহান
উত্তরঃ আকবর
90. 'বুলবুল-ই-হিন্দ' কাকে বলা হয়?
- ক. তানসেনকে
- খ. আমীর খসরুকে
- গ. আবুল ফজলকে
- ঘ. গালিবকে
উত্তরঃ তানসেনকে
92. ভারতের যে সম্রাটকে 'আলমগীর' বলা হতো -
- ক. শাহজাহান
- খ. বাবর
- গ. বাহাদুর শাহ্
- ঘ. আওরঙ্গজেব
উত্তরঃ আওরঙ্গজেব
93. শাহ্জাহানের কন্যা জাহান আরা কোন ভ্রাতাকে সমর্থন করেছিলেন ?
- ক. মুরাদ
- খ. সুজা
- গ. দারা
- ঘ. আওরঙ্গজেব
উত্তরঃ দারা
95. যে বিদেশী রাজা ভারতের কোহিনুর মণি ও মযূর সিংহাসন লুট করেন -
- ক. আহমদ শাহ্ আবদালি
- খ. নাদির শাহ্
- গ. দ্বিতীয় শাহ্ আব্বাস
- ঘ. সুলতান মাহমুদ
উত্তরঃ নাদির শাহ্
96. তৃতীয় পানি পথের যুদ্ধে কে কাকে পরাজিত করে ?
- ক. বাবর ইব্রাহীম লোদীকে
- খ. আকবর হিমুকে
- গ. আকবর রানা প্রতাপকে
- ঘ. আহমদ শাহ্ আবদালি মারাঠাদিগকে
উত্তরঃ আহমদ শাহ্ আবদালি মারাঠাদিগকে
- ক. ১৫২৬ সালে
- খ. ১৫৫৬ সালে
- গ. ১৭৬১ সালে
- ঘ. ১৭৬৫ সালে
উত্তরঃ ১৭৬১ সালে
99. শেষ মুঘল সম্রাটের নাম কি ?
- ক. আওরঙ্গজেব
- খ. ফররুক শাহ্
- গ. দ্বিতীয় বাহাদুর শাহ্
- ঘ. শায়েস্তা খাঁ
উত্তরঃ দ্বিতীয় বাহাদুর শাহ্
100. দ্বিতীয় বাহাদুর শাহ্কে নির্বাসিত করা হয় -
- ক. গোয়ায়
- খ. আন্দামানে
- গ. থাইল্যান্ডে
- ঘ. রেঙ্গুনে
উত্তরঃ রেঙ্গুনে