বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস
51. মূল্য ও বাজার নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রবর্তন করেন ?
- ক. ইলতুৎমিশ
- খ. বলবন
- গ. আলাউদ্দিন খলজী
- ঘ. মুহম্মদ বিন তুঘলক
উত্তরঃ আলাউদ্দিন খলজী
52. ভারতে প্রথম প্রতীক মুদ্রা প্রবর্তন করেন ?
- ক. শের শাহ
- খ. মুহম্মদ বিন তুঘলক
- গ. ইলতুৎমিশ
- ঘ. লর্ড কর্নওয়ালিস
উত্তরঃ মুহম্মদ বিন তুঘলক
53. দিল্লি থেকে রাজধানী দেবগিরিতে স্থানান্তর করেন কে?
- ক. সম্রাট আকবর
- খ. মুহম্মদ বিন তুঘলক
- গ. সম্রাট জাহাঙ্গীর
- ঘ. সুলতান ইলিয়াস শাহ্
উত্তরঃ মুহম্মদ বিন তুঘলক
54. মুহম্মদ বিন তুঘলক রাজধানী স্থানাতর করেন -
- ক. করাচীতে
- খ. দেবগিরিতে
- গ. নগর কোটে
- ঘ. ঘোড়াশালে
উত্তরঃ দেবগিরিতে
55. বাংলাদেশের সবচেয়ে বড় মধ্যযুগীয় মসজিদ কোনটি?
- ক. কুসুম্বা মসজিদ
- খ. বড় সোনা মসজিদ
- গ. ষাট গম্বুজ মসজিদ
- ঘ. সাত গম্বুজ মসজিদ
উত্তরঃ ষাট গম্বুজ মসজিদ
56. কে 'ষাট গম্বুজ' মসজিদটি নির্মাণ করেন ?
- ক. হযরত আমানত শাহ্
- খ. যুবরাজ মুহাম্মদ আযম
- গ. পীর খানজাহান আলী
- ঘ. সুবেদার ইসলাম খান
উত্তরঃ পীর খানজাহান আলী
57. ষাট গম্বুজ মসজিদ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত?
- ক. খুলনা
- খ. যশোর
- গ. বাগেরহাট
- ঘ. কোনটিই নয়
উত্তরঃ বাগেরহাট
59. বাবর উপমহাদেশে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন -
- ক. ১৫১৬ সালে
- খ. ১৫২২ সালে
- গ. ১৫২৬ সালে
- ঘ. ১৫২৮ সালে
উত্তরঃ ১৫২৬ সালে
60. কোন যুদ্দের মাধ্যমে ভারতের মুঘল সাম্রাজ্যের পওন ঘটেছিল ?
- ক. পানিপথের প্রথম যুদ্ধ
- খ. পানিপথের দ্বিতীয় যুদ্ধ
- গ. দ্বিতীয় তরাইনের যুদ্ধ
- ঘ. পানিপথের তৃতীয় যুদ্ধ
উত্তরঃ পানিপথের প্রথম যুদ্ধ
61. প্রথম পানি পথের যুদ্ধ কখন হয়?
- ক. ১৫৫৬ খ্রিষ্টাব্দে
- খ. ১৬২১ খ্রিষ্টাব্দে
- গ. ১৫২৬ খ্রিষ্টাব্দে
- ঘ. ১৫৩৬ খ্রিষ্টাব্দে
উত্তরঃ ১৫২৬ খ্রিষ্টাব্দে
62. ১৫২৬ খ্রিষ্টাব্দে পানি পথের প্রথম যুদ্ধে বাবর কাকে পরাজিত করেন?
- ক. রানা প্রতাপ সিংহ
- খ. ইব্রাহিম লোদি
- গ. শিবাজি
- ঘ. বৈরাম খাঁ
উত্তরঃ ইব্রাহিম লোদি
63. ভারতের কোন যুদ্ধে প্রথম কামানের ব্যবহার হয় ?
- ক. পলাশীর যুদ্ধে
- খ. চৌসারের যুদ্ধে
- গ. পানিপথের প্রথম যুদ্ধে
- ঘ. পানিপথের দ্বিতীয় যুদ্ধে
উত্তরঃ পানিপথের প্রথম যুদ্ধে
64. পানিপথ অবস্থিত -
- ক. মুলতানের অদূরে
- খ. পেশোয়ারের অদূরে
- গ. দিল্লির অদূরে
- ঘ. কাবুলের অদূরে
উত্তরঃ দিল্লির অদূরে
66. মুঘল সম্রাটদের মধ্যে আত্নজীবনী রচনা করেছিলেন -
- ক. বাবর
- খ. আকবর
- গ. শাহজাহান
- ঘ. আওরঙ্গজেব
উত্তরঃ বাবর
71. who was the last mughal Emperor ?
- ক. Humayan
- খ. Bahadur Shah
- গ. Shahjahan
- ঘ. Akbar
উত্তরঃ Bahadur Shah
72. নিচের কোন ব্যক্তি মোঘল সম্রাট ছিলেন না ? (Which of the following was not a Mughal Emperor ?)
- ক. আকবর (Akbar)
- খ. বাহাদুর শাহ্ (Bahadur Shah)
- গ. ঈসা খাঁ (Isha Khan)
- ঘ. বাবর (Babar)
উত্তরঃ ঈসা খাঁ (Isha Khan)
73. কোন মোঘল সম্রাট বাংলার নাম দেন 'জান্নাতাবাদ'?
- ক. বাবর
- খ. হুমায়ুন
- গ. আকবর
- ঘ. জাহাঙ্গীর
উত্তরঃ হুমায়ুন
74. কোন মোঘল সম্রাট বাংলাকে 'জান্নাতুল সুবাহ' (স্বর্গীয় প্রদেশ) বলে আখ্যায়িত করেছিলেন ?
- ক. বাবর
- খ. হুমায়ুন
- গ. আকবর
- ঘ. জাহাঙ্গীর
উত্তরঃ হুমায়ুন
75. ভারতীয় উপমহাদেশে প্রথম কখন ও কার আমলে ডাক সার্ভিস চালু হয় ?
- ক. শের শাহ
- খ. শায়েস্তা খাঁ
- গ. নুসরত শাহ্
- ঘ. সিরাজউদ্দৌলা
উত্তরঃ শের শাহ