বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস
129. চীনা পরিব্রাজক ফা-হিয়েন কখন ভারতবর্ষ অবস্থান করেন ?
- ক. ২০১-২১০ খ্রিষ্টাব্দ
- খ. ৪০১-৪১০ খ্রিষ্টাব্দ
- গ. ৭০২-৭০৮ খ্রিষ্টাব্দ
- ঘ. ৯০৫-৯১৪ খ্রিষ্টাব্দ
উত্তরঃ ৪০১-৪১০ খ্রিষ্টাব্দ
130. চৈনিক পরিব্রাজক ফা-হিয়েন কার সময় এ দেশে আসেন?
- ক. প্রথম চন্দ্রগুপ্ত
- খ. দ্বিতীয় চন্দ্রগুপ্ত
- গ. তৃতীয় চন্দ্রগুপ্ত
- ঘ. এদের কারো সময়েই নয়
উত্তরঃ দ্বিতীয় চন্দ্রগুপ্ত
131. চৈনিক পর্যটক ভারতে আসেন কার রাজত্বকালে ?
- ক. সমুদ্রগুপ্ত
- খ. প্রথম চন্দ্রগুপ্ত
- গ. দ্বিতীয় চন্দ্রগুপ্ত
- ঘ. অশোক
উত্তরঃ দ্বিতীয় চন্দ্রগুপ্ত
132. হিউয়েন সাং বাংলায় এসেছিলেন যার আমলে -
- ক. সম্রাট অশোক
- খ. চন্দ্রগুপ্ত মৌর্য
- গ. শশাঙ্ক
- ঘ. হর্ষবর্ধন
উত্তরঃ হর্ষবর্ধন
134. কার রাজত্বকালে ইবনে বতুতা ভারতে এসেছিলেন ?
- ক. মুহম্মদ বিন কাসেম
- খ. মুহম্মদ বিন তুঘলক
- গ. সম্রাট হুমায়ূন
- ঘ. সম্রাট আকবর
উত্তরঃ মুহম্মদ বিন তুঘলক
135. ইবনে বতুতা কার শাসনামলে বাংলায় আসেন?
- ক. শামসউদ্দিন ফিরোজ শাহ্
- খ. হাজী ইলিয়াস শাহ্
- গ. হোসাইন শাহ্
- ঘ. ফখরুদ্দিন মোবারক শাহ্
উত্তরঃ ফখরুদ্দিন মোবারক শাহ্
137. বাংলার রাজধানী হিসেবে সোনারগাঁও এর পত্তন কে করে?
- ক. সম্রাট আকবর
- খ. ঈসা খাঁ
- গ. সুবেদার ইসলাম খান
- ঘ. শাহজাদা আজম
উত্তরঃ ঈসা খাঁ
138. বাংলাদেশের বার ভূঁইয়ার অভ্যূত্থান ঘটে -
- ক. বাবরের সময়
- খ. আওরঙ্গজেবের সময়
- গ. জাহাঙ্গীরের সময়
- ঘ. আকবরের সময়
উত্তরঃ আকবরের সময়
139. কোন মুঘল সম্রাটের সময় বাংলা বিজিত হয় ?
- ক. বাবর
- খ. জাহাঙ্গীর
- গ. আকবর
- ঘ. আওরঙ্গজেব
উত্তরঃ জাহাঙ্গীর
140. বাংলার প্রথম সুবাদার কে ছিলেন ?
- ক. মীর জুমলা
- খ. ইসলাম খান
- গ. মান সিংহ
- ঘ. শায়েস্তা খাঁ
উত্তরঃ ইসলাম খান
141. কোন সম্রাটের আমলে পর্তুগিজদের হুগলী থেকে উচ্ছেদ করা হয় ?
- ক. আকবর
- খ. শাহজাহান
- গ. বাবর
- ঘ. জাহাঙ্গীর
উত্তরঃ শাহজাহান
142. ঢাকা শহরের গোড়াপত্তন হয় -
- ক. ব্রিটিশ আমলে
- খ. সুলতানি আমলে
- গ. মুঘল আমলে
- ঘ. স্বাধীন নবাবী আমলে
উত্তরঃ মুঘল আমলে
143. ঢাকা কখন সর্ব প্রথম বাংলার রাজধানী হয়েছিল?
- ক. ১২৫৫ খ্রিষ্টাব্দে
- খ. ১৬১০ খ্রিষ্টাব্দে
- গ. ১৯০৫ খ্রিষ্টাব্দে
- ঘ. ১৯৪৭ খ্রিষ্টাব্দে
উত্তরঃ ১৬১০ খ্রিষ্টাব্দে
144. ঢাকা বাংলার রাজধানী স্থাপনের সময় মোগল সুবেদার কে ছিলেন?
- ক. ইসলাম খান
- খ. ইব্রাহীম খাঁন
- গ. শায়েস্তা খাঁন
- ঘ. মীর জুমলা
উত্তরঃ ইসলাম খান
145. ঢাকায় প্রথম বাংলার রাজধানী স্থাপন করেন -
- ক. সম্রাট আকবর
- খ. সম্রাট জাহাঙ্গীর
- গ. ইসলাম খাঁ
- ঘ. শায়েস্তা খাঁন
উত্তরঃ ইসলাম খাঁ
146. বাংলায় মোঘল প্রদেশের রাজধানী স্থাপন করেন -
- ক. শাহ্ সুজা
- খ. মীর জুমলা
- গ. শায়েস্তা খাঁ
- ঘ. ইসলাম খান
উত্তরঃ ইসলাম খান
147. ঢাকার নাম জাহাঙ্গীরনগর রাখেন -
- ক. শাহজাদা আজম খাঁ
- খ. নবাব শায়েস্তা খাঁ
- গ. যুবরাজ
- ঘ. সুবেদার ইসলাম খান
উত্তরঃ সুবেদার ইসলাম খান
149. মোঘল আমলে ঢাকার নাম কি ছিল ?
- ক. ইসলামাবাদ
- খ. পরীবাগ
- গ. জাহাঙ্গীরনগর
- ঘ. সোনারগাঁও
উত্তরঃ জাহাঙ্গীরনগর
150. কার সময় বাংলার রাজধানী ঢাকায় স্থাপন করা হয় ?
- ক. বখতিয়ার খিলজি
- খ. মুশির্দকুলী খাঁ
- গ. সম্রাট জাহাঙ্গীর
- ঘ. শেরশাহ্
উত্তরঃ সম্রাট জাহাঙ্গীর