বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস
176. 'হার্মাদ' শব্দটি কোন ভাষা থেকে আগত ?
- ক. স্পেনীয়
- খ. পর্তুগিজ
- গ. বার্মিজ
- ঘ. আরাকানী
উত্তরঃ পর্তুগিজ
177. দিল্লির কোন সম্রাট বাংলা থেকে পর্তুগিজদের বিতাড়িত করেন ?
- ক. শের শাহ
- খ. আকবর
- গ. জাহাঙ্গীর
- ঘ. আওরঙ্গজেব
উত্তরঃ শের শাহ
178. ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয় -
- ক. ১৬০৮ সালে
- খ. ১৭৫৭ সালে
- গ. ১৬০০ সালে
- ঘ. ১৬৫২ সালে
উত্তরঃ ১৬০০ সালে
179. সম্রাট জাহাঙ্গীরের দরবারের প্রথম ইংরেজ দূত -
- ক. ক্যাপ্টেন হাকিন্স
- খ. এডওয়ার্ডস
- গ. স্যার টমাস রো
- ঘ. উইলিয়াম কেরি
উত্তরঃ ক্যাপ্টেন হাকিন্স
180. কোন সম্রাট সর্বপ্রথম ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে সুরাটে বাণিজ্য কুটি স্থাপনের অনুমতি দেন?
- ক. আকবর
- খ. শাহবাজ খান
- গ. মুর্শিদকুলি খান
- ঘ. জাহাঙ্গীর
উত্তরঃ জাহাঙ্গীর
181. ইংরেজ বনিকগন সরাসরিভাবে বঙ্গদেশে বাণিজ্য কেন্দ্র স্থাপন করেন -
- ক. আকবরের আমলে
- খ. জাহাঙ্গীরের আমলে
- গ. শাহজাহানের আমলে
- ঘ. আলমগীরের আমলে
উত্তরঃ শাহজাহানের আমলে
183. কোন দেশের বাণিজ্যিক কোম্পানি ফোর্ট উইলিয়াম দুর্গ নির্মাণ করে ?
- ক. ইংল্যান্ড
- খ. ফ্রান্স
- গ. হল্যান্ড
- ঘ. ডেনমার্ক
উত্তরঃ ইংল্যান্ড
184. ফোর্ট উইলিয়াম দুর্গ কোথায় অবস্থিত ছিল?
- ক. ঢাকা
- খ. মুর্শিদাবাদ
- গ. কলকাতা
- ঘ. আগ্রা
উত্তরঃ কলকাতা
185. ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কখন বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানী লাভ করেন?
- ক. ১৬৯০
- খ. ১৭৬৫
- গ. ১৭৯৩
- ঘ. ১৮২৯
উত্তরঃ ১৭৬৫
186. ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানী প্রদান করেন -
- ক. শাহ্ সুজা
- খ. মীর জাফর
- গ. ফররুখ শিয়ার
- ঘ. দ্বিতীয় শাহ্ আলম
উত্তরঃ দ্বিতীয় শাহ্ আলম
187. বাংলাদেশে দ্বৈত শাসন কে প্রবর্তন করেন?
- ক. লর্ড কর্ণওয়ালিস
- খ. লর্ড ক্লাইভ
- গ. নবাব মীর কাসেম
- ঘ. ওয়ারেন হেস্টিংস
উত্তরঃ লর্ড ক্লাইভ
188. 'ছিয়াত্তরের মন্বন্তর' নামক ভয়াবহ দুর্ভিক্ষ কত সালে ঘটে?
- ক. বাংলা ১০৭৬ সালে
- খ. বাংলা ১১৭৬ সালে
- গ. বাংলা ১৩৭৬ সালে
- ঘ. ইংরেজী ১৮৭৬ সালে
উত্তরঃ বাংলা ১১৭৬ সালে
189. 'ছিয়াওরের মন্বন্তর' বাংলা কোন সনে হয়েছিল ?
- ক. ১০৭৬ সনে
- খ. ১৩৭৬ সনে
- গ. ১১৭৬ সনে
- ঘ. ১২৭৬ সনে
উত্তরঃ ১১৭৬ সনে
190. বাংলার "ছিয়াত্তরের মনন্তর" এর সময় কালঃ
- ক. ১৭৭০ খ্রীষ্টাব্দ
- খ. ১৭৬০ খ্রীষ্টাব্দ
- গ. ১৭৬৫ খ্রীষ্টাব্দ
- ঘ. ১৭৫৬ খ্রীষ্টাব্দ
উত্তরঃ ১৭৭০ খ্রীষ্টাব্দ
192. 'বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত' প্রর্বতন করা হয় কোন সালে?
- ক. ১৭০০
- খ. ১৭৬২
- গ. ১৯৬৫
- ঘ. ১৭৯৩
উত্তরঃ ১৭৯৩
193. চিরস্থায়ী বন্দোবস্ত কবে প্রবর্তন করা হয় ?
- ক. ২২-৩-১৮৯৩
- খ. ২২-৩-১৮০৫
- গ. ২২-৩-১৭৯৩
- ঘ. ১৬-৩-১৭৯৬
উত্তরঃ ২২-৩-১৭৯৩
194. বাংলায় চিরস্থায়ী ভূমি ব্যবস্থা কে প্রর্বতন করেন?
- ক. লর্ড কর্ণওয়ালিস
- খ. লর্ড বেন্টিংক
- গ. লর্ড ক্লাইভ
- ঘ. লর্ড ওয়াভেল
উত্তরঃ লর্ড কর্ণওয়ালিস
195. অধীনতামূলক মিত্রতা নীতির প্রবর্তক -
- ক. লর্ড ক্লাইভ
- খ. লর্ড ওয়েলেসলি
- গ. লর্ড মিন্টো
- ঘ. লর্ড বেন্টিঙ্ক
উত্তরঃ লর্ড ওয়েলেসলি
- ক. ব্যাঙ্গোলারের শাসনকর্তা
- খ. মহীশূরের শাসনকর্তা
- গ. অযোধ্যার শাসনকর্তা
- ঘ. মীরাটের নবাব
উত্তরঃ মহীশূরের শাসনকর্তা
197. মহীশূরের টিপু সুলতান সর্বশেষ কোন ইংরেজ সেনাপতির সঙ্গে যুদ্ধ করেন ?
- ক. ওয়েলেসলি
- খ. ওয়ারেন হেস্টিংস
- গ. কর্ণওয়ালিস
- ঘ. ডালহৌসি
উত্তরঃ ওয়েলেসলি
198. সতীদাহ প্রথার বিলোপ সাধন করেন কে?
- ক. লর্ড কর্ণওয়ালিস
- খ. রাজা রামমোহন রায়
- গ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
- ঘ. লর্ড বেন্টিঙ্ক
উত্তরঃ লর্ড বেন্টিঙ্ক
200. স্বত্ববিলোপ নীতি প্রয়োগ করে লর্ড ডালহৌসি কোন রাজ্যটি অধিকার করেন ?
- ক. অযোধ্যা
- খ. পাঞ্জাব
- গ. নাগপুর
- ঘ. হায়দ্রাবাদ
উত্তরঃ নাগপুর