বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস

201. ভারতে সর্বপ্রথম কার সময় রেলপথ ও টেলিগ্রাফ লাইন স্থাপিত হয় -

  • ক. লর্ড ওয়েলেসলি
  • খ. লর্ড বেন্টিংক
  • গ. লর্ড ক্যানিং
  • ঘ. লর্ড ডালহৌসি

উত্তরঃ লর্ড ডালহৌসি

বিস্তারিত

202. ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন কাল -

  • ক. ১৭৫৭-১৯৪৭
  • খ. ১৮৭৫-১৯৪৭
  • গ. ১৭৫৭-১৮৫৭
  • ঘ. ১৭৬৫-১৮৮৫

উত্তরঃ ১৭৫৭-১৯৪৭

বিস্তারিত

204. ভারতের শাসনভার ইংল্যান্ডের রানী ও পার্লামেন্টের হাতে অর্পিত হয় -

  • ক. ১৭৫৮ সালে
  • খ. ১৮৫৮ সালে
  • গ. ১৭৯২ সালে
  • ঘ. ১৮৬২ সালে

উত্তরঃ ১৮৫৮ সালে

বিস্তারিত

205. ঢাকায় ১৮৫৭ সালের সিপাহি বিদ্রোহের স্মৃতিজড়িত স্থান -

  • ক. রমনা পার্ক
  • খ. ন্যাশনাল পার্ক
  • গ. গুলশান পার্ক
  • ঘ. বাহাদুরশাহ পার্ক

উত্তরঃ বাহাদুরশাহ পার্ক

বিস্তারিত

206. ভারতবর্ষে প্রথম আদমশুমারি হয় কোন সালে ?

  • ক. ১৯৭২
  • খ. ১৮৫০
  • গ. ১৮৭২
  • ঘ. ১৯০১

উত্তরঃ ১৮৭২

বিস্তারিত

207. ভারতে প্রথম স্থানীয় শাসন ব্যবস্থার প্রবর্তক -

  • ক. লর্ড কার্জন
  • খ. লর্ড রিপন
  • গ. লর্ড ডাফরিন
  • ঘ. লর্ড লিটন

উত্তরঃ লর্ড রিপন

বিস্তারিত

208. লর্ড লিটন কতসালে 'আর্মস অ্যাক্ট' প্রবর্তন করেন?

  • ক. ১৮৭৬ সালে
  • খ. ১৮৭৮ সালে
  • গ. ১৮৮০ সালে
  • ঘ. ১৮৮২ সালে

উত্তরঃ ১৮৭৮ সালে

বিস্তারিত

209. ১৯০৫ সাল কোন ঘটনার সঙ্গে জড়িত ?

  • ক. মুসলিম লীগ প্রতিষ্ঠা
  • খ. বঙ্গভঙ্গ
  • গ. গান্ধী হত্যা
  • ঘ. ভারত বিভক্তি

উত্তরঃ বঙ্গভঙ্গ

বিস্তারিত

210. বঙ্গভঙ্গ কত সালে হয়েছে ?

  • ক. ১৯০৫ সালে
  • খ. ১৯৫৭ সালে
  • গ. ১৯৪৭ সালে
  • ঘ. ১৮০৫ সালে

উত্তরঃ ১৯০৫ সালে

বিস্তারিত

211. বঙ্গভঙ্গের কারনে কোন নতুন প্রদেশ সৃষ্টি হয়েছিল?

  • ক. পূর্ব বাংলা ও বিহার
  • খ. পূর্ববঙ্গ ও আসাম
  • গ. পূর্ববঙ্গ ও উড়িষ্যা
  • ঘ. পূর্ববঙ্গ

উত্তরঃ পূর্ববঙ্গ ও আসাম

বিস্তারিত

212. ১৯০৫ সাল ঢাকা যে নতুন প্রদেশটির রাজধানী হয়েছিল, সে প্রদেশটির নাম কি ?

  • ক. পূর্ব পাকিস্থান
  • খ. পূর্ববঙ্গ ও আসাম
  • গ. পূর্ববঙ্গ ও উড়িষ্যা
  • ঘ. পূর্ববঙ্গ

উত্তরঃ পূর্ববঙ্গ ও আসাম

বিস্তারিত

214. কার সময়ে বঙ্গভঙ্গ ঘোষিত হয় ?

  • ক. লর্ড কর্ণওয়ালিশ
  • খ. লর্ড ক্লাইভ
  • গ. লর্ড কার্জন
  • ঘ. লর্ড মাউন্টব্যাটন

উত্তরঃ লর্ড কার্জন

বিস্তারিত

215. ব্রিটিশ ভারতের কোন ভাইসরয় বাংলা ভাগ (১৯০৫ খ্রিঃ) করেন?

  • ক. লর্ড কার্জন
  • খ. লর্ড লিটন
  • গ. লর্ড হার্ডিঞ্জ
  • ঘ. লর্ড মিন্টো

উত্তরঃ লর্ড কার্জন

বিস্তারিত

216. ১৯০৫ সালে বঙ্গভঙ্গের সময় ভারতের ভাইসরয় বা গর্ভনর জেনারেল কে ছিলেন?

  • ক. লর্ড মিন্টো
  • খ. লর্ড চেমসফোর্ড
  • গ. লর্ড কার্জন
  • ঘ. লর্ড মাউন্টব্যাটেন

উত্তরঃ লর্ড কার্জন

বিস্তারিত

217. প্রথম বঙ্গভঙ্গ আন্দোলনের সময় ভারতের গর্ভনর জেনারেল কে ছিলেন ?

  • ক. হেস্টিংস
  • খ. কার্জন
  • গ. কর্ণওয়ালিস
  • ঘ. ডালহৌসি

উত্তরঃ কার্জন

বিস্তারিত

218. ১৯০৫ সালে নবগঠিত প্রদেশের প্রথম লেফটেনেন্ট গর্ভনর কে ছিলেন?

  • ক. ব্যামফিল্ড ফুলার
  • খ. লর্ড মিন্টো
  • গ. লর্ড কার্জন
  • ঘ. ওয়ারেন হেস্টিংস

উত্তরঃ ব্যামফিল্ড ফুলার

বিস্তারিত

219. পূর্ব বাংলার ও আসামের প্রথম লেফটেন্যান্ট গর্ভনর কে ছিলেন ?

  • ক. ফুলার
  • খ. কার্জন
  • গ. মিন্টো
  • ঘ. হেস্টিংস

উত্তরঃ ফুলার

বিস্তারিত

220. বঙ্গভঙ্গ রদ হয় কোন সালে?

  • ক. ১৯০৫
  • খ. ১৯১৬
  • গ. ১৯৪৫
  • ঘ. ১৯১১

উত্তরঃ ১৯১১

বিস্তারিত

221. ব্রিটিশ ভারতীয় রাজধানী কলকাতা থেকে দিল্লিতে হস্তান্তর করা হয় -

  • ক. ১৯১২ সালে
  • খ. ১৮১২ সালে
  • গ. ১৮৫৭ সালে
  • ঘ. ১৮৬৫ সালে

উত্তরঃ ১৯১২ সালে

বিস্তারিত

222. বৃটিশ ভারতের শেষ ভাইসরয় বা বড়লাট বা গর্ভনর জেনারেল কে ছিলেন?

  • ক. লর্ড ওয়াভেল
  • খ. লর্ড কার্জন
  • গ. লর্ড বেন্টিক
  • ঘ. লর্ড মাউন্টব্যাটেন

উত্তরঃ লর্ড মাউন্টব্যাটেন

বিস্তারিত

223. কোন ব্রিটিশ শাসকের সময়ে ভারত উপমহাদেশ স্বাধীন হয় ?

  • ক. লর্ড মাউন্টব্যাটেন
  • খ. লর্ড কর্ণওয়ালিস
  • গ. লর্ড বেন্টিং
  • ঘ. লর্ড ডালহৌসি

উত্তরঃ লর্ড মাউন্টব্যাটেন

বিস্তারিত

224. ভারত বিভক্তের সময় ইংল্যান্ডের প্রধানমন্ত্রী কে ছিলেন ?

  • ক. এটলি
  • খ. চার্চিল
  • গ. ডিজরেইলি
  • ঘ. গ্লাডস্টোন

উত্তরঃ এটলি

বিস্তারিত

225. ১৯৪৭ সালের সীমানা কমিশন যে নামে পরিচিত -

  • ক. র্যাডক্লিফ কমিশন
  • খ. সাইমন কমিশন
  • গ. লরেন্স কমিশন
  • ঘ. ম্যাকডোনাল্ড কমিশন

উত্তরঃ র্যাডক্লিফ কমিশন

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects