বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস
276. আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কে ছিলেন ?
- ক. শেখ মুজিবুর রহমান
- খ. মাওলান আব্দুল হামিদ খান ভাসানী
- গ. শামসুল হক
- ঘ. আবুল হাসিম
উত্তরঃ শামসুল হক
277. আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাকালীন সময়ে শেখ মুজিবুর রহমান নিচের কি ছিলেন?
- ক. যুগ্ম সম্পাদক
- খ. সম্পাদক
- গ. সহ-সভাপতি
- ঘ. কোনটিই না
উত্তরঃ যুগ্ম সম্পাদক
278. বাংলাদেশের ইতিহাসে যে ঘটনাটি আগে ঘটেছিল -
- ক. যুক্তফ্রন্ট গঠন
- খ. ভাষা আন্দোলন
- গ. আগরতলা ষড়যন্ত্র মামলা
- ঘ. আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠা
উত্তরঃ আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠা
279. বাংলাদেশের গৃহিত এস্টেট একুইজিশন এন্ড টেনান্সী এ্যাক্ট কোন সনে পাস হয় ?
- ক. ১৯৫০
- খ. ১৯৫১
- গ. ১৯৫২
- ঘ. ১৯৬১
উত্তরঃ ১৯৫০
280. পূর্ববঙ্গ জমিদারি দখল ও প্রজাস্বত্ব আইন কবে প্রণীত হয়?
- ক. ১৯৫০
- খ. ১৯৪৮
- গ. ১৯৪৭
- ঘ. ১৯৫৪
উত্তরঃ ১৯৫০
281. জমিদারি প্রথা বিলুপ্ত হয় ?
- ক. ১৯৪৭ সালে
- খ. ১৯৫০ সালে
- গ. ১৯৫২ সালে
- ঘ. ১৯৬৪ সালে
উত্তরঃ ১৯৫০ সালে
283. ভাষা আন্দোলনের একজন পথপ্রদর্শক হিসেবে খ্যাত -
- ক. জ্যোতিমর্ষ গুহ ঠাকুরতা
- খ. জিতেন ঘোষ
- গ. মুহাম্মদ আব্দুল হাই
- ঘ. ধীরেন্দ্র নাথ দত্ত
উত্তরঃ ধীরেন্দ্র নাথ দত্ত
284. ধীরেন্দ্র নাথ দত্ত বাংলার ইতিহাসে কি জন্য বিখ্যাত?
- ক. কবি
- খ. স্বাধীনতা সংগ্রামী
- গ. বিশিষ্ট লেখক
- ঘ. বাংলাভাষা প্রতিষ্ঠায় নিবেদিত প্রাণ
উত্তরঃ বাংলাভাষা প্রতিষ্ঠায় নিবেদিত প্রাণ
- ক. আবুল হাসেম
- খ. শেখ মুজিবুর রহমান
- গ. ড. মুহাম্মদ শহীদুল্লাহ
- ঘ. ধীরেন্দ্র নাথ দত্ত
উত্তরঃ ধীরেন্দ্র নাথ দত্ত
286. পাকিস্থান গণপরিষদের অধিবেশনে বাংলাকে পরিষদের অন্যতম ভাষা হিসেবে স্বীকৃতি প্রদানের দাবী করেন -
- ক. খাজা নাজিমুদ্দিন
- খ. নূরুল হক ভূইয়া
- গ. ধীরেন্দ্র নাথ দত্ত
- ঘ. হোসেন শহীদ সোহরাওয়ার্দী
উত্তরঃ ধীরেন্দ্র নাথ দত্ত
287. পাকিস্থানের গণপরিষদের প্রথম অধিবেশনে রাষ্ট্রভাষা বাংলা করার দাবী জানান -
- ক. হোসেন শহীদ সোহরাওয়ার্দী
- খ. জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
- গ. শেরে বাংলা এ কে ফজলুল হক
- ঘ. কুমিল্লার ধীরেন্দ্র নাথ দত্ত
উত্তরঃ কুমিল্লার ধীরেন্দ্র নাথ দত্ত
288. কত সালে 'রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ' গঠন করা হয়?
- ক. ১৯৪৮ সালে
- খ. ১৯৫০ সালে
- গ. ১৯৫২ সালে
- ঘ. ১৯২০ সালে
উত্তরঃ ১৯৪৮ সালে
289. ১৯৪৮-৫২ এর ভাষা আন্দোলনের সময়কালে প্রতি বছর 'ভাষা দিবস' বলে একটি দিন পালন করা হত ।দিনটি ছিল কি?
- ক. ৩০ জানুয়ারি
- খ. ২৬ ফেব্রুয়ারী
- গ. ১১ মার্চ
- ঘ. ২১ এপ্রিল
উত্তরঃ ১১ মার্চ
- ক. খাজা নাজিমুদ্দিন
- খ. লিয়াকত আলী খান
- গ. মোহাম্মদ আলী জিন্নাহ
- ঘ. আইয়ুব খান
উত্তরঃ মোহাম্মদ আলী জিন্নাহ
- ক. 1948
- খ. 1950
- গ. 1952
- ঘ. 1954
উত্তরঃ 1952
- ক. ৬ তারিখ
- খ. ৮ তারিখ
- গ. ১০ তারিখ
- ঘ. ১২ তারিখ
উত্তরঃ ৮ তারিখ
294. ভাষা আন্দোলনের সময় পাকিস্থানের প্রধানমন্ত্রী কে ছিলেন?
- ক. খাজা নাজিমুদ্দিন
- খ. নুরুল আমিন
- গ. লিয়াকত আলী খান
- ঘ. মুহাম্মদ আলী জিন্নাহ
উত্তরঃ খাজা নাজিমুদ্দিন
295. ১৯৫২সালে পূর্ববাংলার মুখ্যমন্ত্রী কে ছিলেন ?
- ক. খাজা নাজিমুদ্দিন
- খ. নুরুল আমিন
- গ. আতাউর রহমান খান
- ঘ. আবু হোসেন সরকার
উত্তরঃ নুরুল আমিন
296. রাষ্ট্রভাষার আন্দোলন অংকুরিত হয় ১৯৪৭ সালে,মহীরুহে পরিনত হয় -
- ক. ১৯৪৮ সালে
- খ. ১৯৪৯ সালে
- গ. ১৯৫১ সালে
- ঘ. ১৯৫২ সালে
উত্তরঃ ১৯৫২ সালে
297. ১৯৫২ সালের তৎকালীন ভাষা আন্দোলন কিসের জন্ম দিয়েছিল?
- ক. এক রাজনৈতিক মতবাদের
- খ. এক সাংস্কৃতিক আন্দোলনের
- গ. এক নতুন জাতীয় চেতনার
- ঘ. এক নতুন সমাজ ব্যবস্থার
উত্তরঃ এক নতুন জাতীয় চেতনার
298. তৎকালীন পাকিস্থানে বাংলা ভাষা রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি লাভ করে -
- ক. ১৯৫৪ সালে
- খ. ১৯৫২ সালে
- গ. ১৯৫৬ সালে
- ঘ. ১৯৬৬ সালে
উত্তরঃ ১৯৫৬ সালে
299. ১৯৫৪ সালের নির্বাচনে কোন দল জয়লাভ করে?
- ক. মুসলিম লীগ
- খ. কংগ্রেস
- গ. ন্যাপ
- ঘ. যুক্তফ্রন্ট
উত্তরঃ যুক্তফ্রন্ট
300. কোন বছর যুক্তফ্রন্ট প্রাদেশিক নির্বাচনে জয়লাভ করে ?
- ক. ১৯৫২
- খ. ১৯৫৪
- গ. ১৯৫৬
- ঘ. ১৯৫৮
উত্তরঃ ১৯৫৪