বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস

326. আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করা হয় কখন?

  • ক. জানুয়ারি,১৯৬৮
  • খ. মার্চ,১৯৬৮
  • গ. এপ্রিল,১৯৬৮
  • ঘ. মে,১৯৬৮

উত্তরঃ জানুয়ারি,১৯৬৮

বিস্তারিত

328. আগরতলা ষড়যন্ত্র মামলার আসামীদের মধ্যে প্রথম কাকে গুলি করে মেরে ফেলা হয়?

  • ক. আমজাদ খাঁ
  • খ. সার্জেন্ট জহুরুল হক
  • গ. মকবুল ভুঁইয়া
  • ঘ. কৃষ্ণ দুগার

উত্তরঃ সার্জেন্ট জহুরুল হক

বিস্তারিত

329. আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করা হয় -

  • ক. ২২ ফেব্রুয়ারী,১৯৬৯
  • খ. ২০ মার্চ,১৯৬৮
  • গ. ১৮ ফেব্রুয়ারী,১৯৭০
  • ঘ. ৫ ডিসেম্ব্র,১৯৬৮

উত্তরঃ ২২ ফেব্রুয়ারী,১৯৬৯

বিস্তারিত

330. আগরতলা ষড়যন্ত্র মামলা কেন প্রত্যাহার করা হয়েছিল?

  • ক. প্রচন্ড গণআন্দোলনের জন্য
  • খ. দয়াপরবশ হয়ে
  • গ. আভিযোগ প্রমাণিত না হওয়ায়
  • ঘ. বিচারকের মৃত্যুর ফলে

উত্তরঃ প্রচন্ড গণআন্দোলনের জন্য

বিস্তারিত

331. 'শহীদ আসাদ দিবস' পালিত হয় কবে?

  • ক. ১৫ জানুয়ারী
  • খ. ২০ জানুয়ারী
  • গ. ২৫ জানুয়ারী
  • ঘ. ৩০ জানুয়ারী

উত্তরঃ ২০ জানুয়ারী

বিস্তারিত

332. আসাদ গেট কোন স্মৃতি রক্ষার্থে নির্মিত?

  • ক. ১৯৫২ সালের ভাষা আন্দোলন
  • খ. ১৯৬৬ সালের ছয় দফা আন্দোলন
  • গ. ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে
  • ঘ. ১৯৬৯ সালের গণ- অভ্যুত্থান

উত্তরঃ ১৯৬৯ সালের গণ- অভ্যুত্থান

বিস্তারিত

334. 'সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ' গণঅভ্যুত্থানে কত দফা কর্মসূচি ঘোষণা করে?

  • ক. এগার দফা
  • খ. একুশ দফা
  • গ. ছয় দফা
  • ঘ. আটার দফা

উত্তরঃ এগার দফা

বিস্তারিত

335. 'এগার দফা' কখন ঘোষণা হয়?

  • ক. ১৯৬৭
  • খ. ১৯৬৮
  • গ. ১৯৬৯
  • ঘ. ১৯৭০

উত্তরঃ ১৯৬৯

বিস্তারিত

336. ১৯৭০ সালে পাকিস্থানের প্রথম সাধারণ নির্বাচনে কোন দল সংখ্যাগরিষ্টতা অর্জন করে?

  • ক. মুসলিম লীগ
  • খ. আওয়ামী লীগ
  • গ. পিপলস পার্টি
  • ঘ. ন্যাশনাল আওয়ামী পার্টি

উত্তরঃ আওয়ামী লীগ

বিস্তারিত

337. ১৯৭০ সালের জাতীয় পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ লাভ করেছিল -

  • ক. ৩৩০ টি আসন
  • খ. ১৬৭ টি আসন
  • গ. ১৭২ টি আসন
  • ঘ. ৩০০ টি আসন

উত্তরঃ ১৬৭ টি আসন

বিস্তারিত

338. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কবে 'জাতির জনক' ঘোষণা করা হয় ?

  • ক. ১০ জানুয়ারী, ১৯৭২
  • খ. ১৬ ডিসেম্বর, ১৯৭১
  • গ. ২৬ মার্চ, ১৯৭১
  • ঘ. ৩ মার্চ, ১৯৭১

উত্তরঃ ৩ মার্চ, ১৯৭১

বিস্তারিত

339. ৭ মার্চ ১৯৭১ বিখ্যাত কেন ?

  • ক. শের-ই বাংলার ভাষণ
  • খ. সোহরাওয়ার্দীর ভাষণ
  • গ. মাওলানা ভাষানীর ভাষণ
  • ঘ. বঙ্গবন্ধুর ভাষণ

উত্তরঃ বঙ্গবন্ধুর ভাষণ

বিস্তারিত

340. ১৯৭১ সালের ৭ই মার্চ বঙ্গবন্ধু তাঁর ঐতিহাসিক ভাষণটি দেন -

  • ক. পল্টন ময়দানে
  • খ. মানিক মিয়া এ্যাভিনিউতে
  • গ. সোহরাওয়ার্দী উদ্যানে
  • ঘ. লালদিঘী ময়দানে

উত্তরঃ সোহরাওয়ার্দী উদ্যানে

বিস্তারিত

341. ৭ই মার্চ রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিখ্যাত ভাষণের মূল বক্তব্য কি?

  • ক. সামরিক আইন জারি করা
  • খ. স্বাধীনতা সংগ্রাম তথা মুক্তি সংগ্রামের ঘোষণা
  • গ. অনশন ধর্মঘট আহবান
  • ঘ. পুনরায় নির্বাচন দাবি

উত্তরঃ স্বাধীনতা সংগ্রাম তথা মুক্তি সংগ্রামের ঘোষণা

বিস্তারিত

344. নিচের কোন দেশ দুটির স্বাধীনতার ঘোষণাপত্র রয়েছে -

  • ক. বাংলাদেশ ও যুক্তরাজ্য
  • খ. বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র
  • গ. বাংলাদেশ ও ফ্রান্স
  • ঘ. যুক্তরাষ্ট্র ও আলবেনিয়া

উত্তরঃ বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র

বিস্তারিত

345. হানাদার পাকিস্থানী সৈন্যরা কবে, কখন বঙ্গবন্ধুর ধানমন্ডির বাড়ি আক্রমণ করে?

  • ক. ৭ মার্চ, ১৯৭১
  • খ. ২৫ মার্চ, ১৯৭১
  • গ. ২৬ মার্চ, ১৯৭১
  • ঘ. ২৭ মার্চ, ১৯৭১

উত্তরঃ ২৫ মার্চ, ১৯৭১

বিস্তারিত

346. শুধু একটি নম্বর '৩২' উল্লেখ করলে ঢাকার একটি বিখ্যাত বাড়িকে বোঝায়। বাড়িটি কি ?

  • ক. গণভবন
  • খ. ধানমন্ডি,ঢাকার সে সময়কার ৩২ নম্বর সড়কের বঙ্গবন্ধুর বাসভবন
  • গ. আহসান মঞ্জিল
  • ঘ. বঙ্গভবন

উত্তরঃ ধানমন্ডি,ঢাকার সে সময়কার ৩২ নম্বর সড়কের বঙ্গবন্ধুর বাসভবন

বিস্তারিত

347. তৎকালীন মেজর জিয়াউর রহমান কোন বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন?

  • ক. স্বাধীন বাংলা বেতার কেন্দ্র
  • খ. রেডিও পাকিস্থান,চট্টগ্রাম
  • গ. চট্টগ্রাম বেতার কেন্দ্র
  • ঘ. কালুরঘাট বেতারকেন্দ্র

উত্তরঃ কালুরঘাট বেতারকেন্দ্র

বিস্তারিত

348. ১৯৭১ সালের ২৫ মার্চ ছিল -

  • ক. বৃহস্পতিবার
  • খ. শুক্রবার
  • গ. শনিবার
  • ঘ. রবিবার

উত্তরঃ বৃহস্পতিবার

বিস্তারিত

349. কাকে 'প্রাচীন ভারতের নেপোলিয়ন' বলা হয়?

  • ক. সম্রাট আকবর
  • খ. দ্বিতীয় চন্দ্রগুপ্ত
  • গ. সমুদ্রগুপ্ত
  • ঘ. চন্দ্রগুপ্ত

উত্তরঃ সমুদ্রগুপ্ত

বিস্তারিত

350. দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকাল--

  • ক. ৪২০-৪৪০ সাল
  • খ. ৪২২--৪৪২ সাল
  • গ. ৩৮০-৪১৫ সাল
  • ঘ. ৩৪০-৩৮০ সাল

উত্তরঃ ৩৮০-৪১৫ সাল

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects