বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস

351. কালিদাস কোন যুগের কবি ছিলেন--

  • ক. মুঘল
  • খ. আর্য
  • গ. গুপ্ত
  • ঘ. মৌর্য

উত্তরঃ গুপ্ত

বিস্তারিত

352. আর্যভট্ট কোন যুগের বিজ্ঞানী ছিলেন?

  • ক. সুলতানি
  • খ. মুঘল
  • গ. গুপ্ত
  • ঘ. মৌর্য

উত্তরঃ গুপ্ত

বিস্তারিত

353. কখন গুপ্ত সাম্রাজের পতন হয়?

  • ক. ৯ম শতকের শুরুতে
  • খ. ৮ম শতকের পূর্বে
  • গ. ষষ্ঠ শতকের শুরুতে
  • ঘ. ৫ম শতকে

উত্তরঃ ষষ্ঠ শতকের শুরুতে

বিস্তারিত

354. কোন জাতির আক্রমণে গুপ্ত সাম্রাজ্য ভেঙে পড়ে?

  • ক. আর্য জাতি
  • খ. আরাকান জাতি
  • গ. মঙ্গোলীয় জাতি
  • ঘ. হুন জাতি

উত্তরঃ হুন জাতি

বিস্তারিত

355. শশাঙ্ক কখন স্বাধীন গৌড়রাজ্য প্রতিষ্ঠা করেন?

  • ক. ৫১৮ খ্রিস্টাব্দে
  • খ. ৭১২ খ্রিস্টাব্দে
  • গ. ৬০৬ খ্রিস্টাব্দে পূর্বে
  • ঘ. ৫১২ খ্রিস্টাব্দের পরে

উত্তরঃ ৬০৬ খ্রিস্টাব্দে পূর্বে

বিস্তারিত

356. হিউয়েন সাঙ কখন বাংলায় আগমন করেন?

  • ক. পঞ্চম শতকে
  • খ. ষষ্ঠ শতকে
  • গ. অষ্টম শতকে
  • ঘ. সপ্তম শতকে

উত্তরঃ সপ্তম শতকে

বিস্তারিত

357. দিল্লির ঐতিহাসিক জিয়াউদ্দিন বারানী বাংলার নাম দিয়েছিলেন--

  • ক. বলগাকপুর
  • খ. আগ্রাবাদ
  • গ. জাহানাবাদ
  • ঘ. জাহাঙ্গীরনগর

উত্তরঃ বলগাকপুর

বিস্তারিত

358. বালগাকপুর অর্থ কি?

  • ক. আনন্দের নগরী
  • খ. ধনসম্পদপূর্ণ নগরী
  • গ. ভাটির দেশ
  • ঘ. বিদ্রোহের নগরী

উত্তরঃ বিদ্রোহের নগরী

বিস্তারিত

359. বাংলায় প্রথম তুর্কি শাসনকর্তা ছিলেন--

  • ক. ইলতুৎমিশ
  • খ. মুহম্মদ ঘুরী
  • গ. নাসিরুদ্দিন মাহমুদ
  • ঘ. সুলতান মাহমুদ

উত্তরঃ নাসিরুদ্দিন মাহমুদ

বিস্তারিত

360. 'অদ্ভুত সাগর' ও 'দান সাগর' রচনা করেন--

  • ক. হেমন্ত সেন
  • খ. বল্লাল সেন
  • গ. লক্ষ্মণ সেন
  • ঘ. বিজয় সেন

উত্তরঃ বল্লাল সেন

বিস্তারিত

361. দরবেশ শাহ সুলতান রুমী বাংলাদেশের কোন অঞ্চলে আসেন?

  • ক. ময়মনসিংহ
  • খ. বগুড়া
  • গ. বিক্রমপুর
  • ঘ. ঢাকা

উত্তরঃ ময়মনসিংহ

বিস্তারিত

362. বাবা আদম নামক দরবেশ বাংলাদেশের কোন অঞ্চলে খানকাহ গড়ে তোলেন?

  • ক. বিক্রমপুর
  • খ. সিলেট
  • গ. রাজশাহী
  • ঘ. বগুড়া

উত্তরঃ বিক্রমপুর

বিস্তারিত

363. ফরায়েজী আন্দোলনের নেতৃত্ব দেন--

  • ক. মুন্সী মেহেরুল্লাহ
  • খ. হাজী শরীয়ত উল্লাহ
  • গ. সূর্যসেন
  • ঘ. তিতুমীর

উত্তরঃ হাজী শরীয়ত উল্লাহ

বিস্তারিত

364. ফকির সন্ন্যাসীদের বিদ্রোহ কাল--

  • ক. ১৫৬০-১৫৮০
  • খ. ১৭৫৭-১৮৫৭
  • গ. ১৫৭৭-১৭৫৭
  • ঘ. ১৭৬০-১৮০০

উত্তরঃ ১৭৬০-১৮০০

বিস্তারিত

365. নাড়িকেলবাড়িয়ায় বাঁশের কেল্লা নির্মান করেন--

  • ক. দুদুমিয়া
  • খ. তিতুমীর
  • গ. গোলাম মাসুদ
  • ঘ. মজনু শাহ

উত্তরঃ তিতুমীর

বিস্তারিত

367. ফরায়েজী আন্দোলনের জন্য কে বাংলার বিভিন্ন অঞ্চলে খলিফা নিয়োগ করেন?

  • ক. হাজী শরীয়তউল্লাহ
  • খ. দুদু মিয়া
  • গ. চেরাগ আলী
  • ঘ. মজনু শাহ

উত্তরঃ দুদু মিয়া

বিস্তারিত

368. সর্বপ্রথম ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহ করে কে শহীদ হন?

  • ক. গোলাম মামুন
  • খ. সূর্যসেন
  • গ. জুম্মা খান
  • ঘ. তিতুমীর

উত্তরঃ তিতুমীর

বিস্তারিত

369. পার্বত্য চট্টগ্রামে ইংরেজ আমলে কে স্বাধীনতার পতাকা উত্তোলন করেন?

  • ক. এনায়েত খান
  • খ. শাহপরাণ
  • গ. জুম্মু খান
  • ঘ. রুনু খান

উত্তরঃ জুম্মু খান

বিস্তারিত

370. এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা কে?

  • ক. লর্ড মাউন্টব্যাটন
  • খ. স্যার পি জে হার্টজ
  • গ. স্যার উইলিয়াম জোন্স
  • ঘ. লর্ড ক্যানিং

উত্তরঃ স্যার উইলিয়াম জোন্স

বিস্তারিত

371. বরেন্দ্র বলতে কোন এলাকাকে বুঝায়?

  • ক. দক্ষিন-পূর্ববঙ্গ
  • খ. উত্তর-পশ্চিমবঙ্গ
  • গ. পশ্চিমবঙ্গ
  • ঘ. উত্তরবঙ্গ

উত্তরঃ উত্তরবঙ্গ

বিস্তারিত

372. বার ভূঁঞার অন্যতম ঈশা খাঁ-এর রাজধানী কোথায় ছিল?

  • ক. জাহাঙ্গীরনগর
  • খ. সোনারগাঁও
  • গ. ফরিদাবাদ
  • ঘ. ইসলামাবাদ

উত্তরঃ সোনারগাঁও

বিস্তারিত

373. প্রাচীনকালে রাজশাহী কোন জনপদের আওতাভুক্ত ছিল?

  • ক. রাঢ়
  • খ. গৌড়
  • গ. পুণ্ড্র
  • ঘ. বঙ্গ

উত্তরঃ পুণ্ড্র

বিস্তারিত

374. কোনটি বাংলার প্রাচীন জনপদ নয়?

  • ক. মিথিলা
  • খ. বরেন্দ্র
  • গ. গৌড়
  • ঘ. পুণ্ড্র

উত্তরঃ মিথিলা

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects