বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস
376. গুপ্ত বংশের তৃতীয় শাসক কে?
- ক. স্কন্দগুপ্ত
- খ. সমুদ্রগুপ্ত
- গ. বিক্রমাদিত্য
- ঘ. প্রথম চন্দ্রগুপ্ত
উত্তরঃ বিক্রমাদিত্য
377. প্রাচীন ভারতের কোন শাসকের অপর নাম বিক্রমাদিত্য ছিল?
- ক. হর্ষবর্ধন
- খ. সমুদ্রগুপ্ত
- গ. অশোক
- ঘ. দ্বিতীয় চন্দ্রগুপ্ত
উত্তরঃ দ্বিতীয় চন্দ্রগুপ্ত
378. লর্ড ক্যানিং ভারত ঊপমহাদেশে প্রথম কোন ব্যাবস্থা চালু করেন?
- ক. চিরস্থায়ী বন্দোবস্ত ব্যবস্থা
- খ. দ্বৈত শাসন ব্যবস্থা
- গ. সতীদাহ নিবারণ ব্যবস্থা
- ঘ. পুলিশ ব্যবস্থা
উত্তরঃ পুলিশ ব্যবস্থা
379. বাংলার পাল রাজবংশের শাসকরা কোন ধর্মাবলম্বী ছিলেন?
- ক. খ্রিস্টান
- খ. বৌদ্ধ
- গ. মুসলমান
- ঘ. হিন্দু
উত্তরঃ বৌদ্ধ
380. 'কৌলীন্য' প্রথা বাংলায় কে প্রবর্তন করেন?
- ক. শ্রী চৈতন্য দেব
- খ. বল্লাল সেন
- গ. লক্ষ্মণ সেন
- ঘ. বিজয় সেন
উত্তরঃ বল্লাল সেন
381. নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কোন শতকে?
- ক. খ্রিস্টিয় পঞ্চম শতকে
- খ. খ্রিস্টিয় চতুর্থ শতকে
- গ. খ্রিস্টিয় তৃতীয় শতকে
- ঘ. খ্রিস্টিয় প্রথম শতকে
উত্তরঃ খ্রিস্টিয় পঞ্চম শতকে
384. বাংলার মুসলিম শাসনামলে 'আব্ওয়াব' শব্দটি কোন ক্ষেত্রে ব্যবহৃত হতো?
- ক. জমি
- খ. খাজনা
- গ. পানি
- ঘ. নদী
উত্তরঃ খাজনা
385. বাংলায় স্বাধীন সুলতানী শাসন প্রতিষ্ঠা করেন কে?
- ক. ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি
- খ. ফখরুদ্দিন মোবারক শাহ
- গ. নবাব আলীবর্দী খাঁ
- ঘ. নবাব সিরাজউদ্দৌলা
উত্তরঃ ফখরুদ্দিন মোবারক শাহ
387. মোঘল আক্রমণ প্রতিহত করে জনপ্রিয়তা অর্জন করেছেন--
- ক. ফিরোজ শাহ তুঘলক
- খ. মুহম্মদ বিন তুঘলক
- গ. গিয়াস উদ্দিন তুঘলক
- ঘ. এদের কেউই না
উত্তরঃ গিয়াস উদ্দিন তুঘলক
388. লর্ড ক্যানিং ভারত উপমহাদেশে প্রথম কোন ব্যবস্থা চালু করেন?
- ক. চিরস্থায়ী বন্দোবস্ত ব্যবস্থা
- খ. দ্বৈত শাসন ব্যবস্থা
- গ. সতীদাহ নিবারণ ব্যবস্থা
- ঘ. পুলিশ ব্যবস্থা
উত্তরঃ পুলিশ ব্যবস্থা
389. মুহম্মদ বিন তুঘলকের ৫টি পরিকল্পনার একটি--
- ক. দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ
- খ. কারাচিল অভিযান
- গ. সেনাবাহিনী গঠন
- ঘ. আরবি মুদ্রা প্রচলন
উত্তরঃ কারাচিল অভিযান
390. ১৯ মে ২০১২ তারিখে কোন বাংলাদেশী এভারেস্ট জয় করেন?
- ক. অয়াসফিয়া নাজনীন
- খ. মুসা ইব্রাহিম
- গ. এম.এ.মুহিম
- ঘ. নিশাত মজুমদার
উত্তরঃ নিশাত মজুমদার
391. কোন সুলতান মূল্যনিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করেন?
- ক. সুলতান বলবন
- খ. আলাউদ্দিন খলজি
- গ. মুহাম্মদ বিন তুঘলক
- ঘ. ইব্রাহীম লোদী
উত্তরঃ আলাউদ্দিন খলজি
392. পাকিস্তানের গণপরিষদের অধিবেশনে বাংলাকে রাষ্ট্রভাষা করার প্রথম দাবি কে উত্থাপন করেন?
- ক. আব্দুল মতিন
- খ. ধীরেন্দ্রনাথ দত্ত
- গ. শেরে বাংলা এ. কে.ফজলুল হক
- ঘ. হোসেন সোহিদ সোহরাওয়ার্দী
উত্তরঃ ধীরেন্দ্রনাথ দত্ত
393. আলাউদ্দিন খলজির প্রধান সেনাপতি কে ছিলেন?
- ক. জাফর খান
- খ. নসরত খান
- গ. মালিক কাফুর
- ঘ. উলুঘ খাঁ
উত্তরঃ জাফর খান
394. বিখ্যাত চিত্রকর্ম 'তিন কণ্যা'এর চিত্রকর কে?
- ক. জয়নুল আবেদীন
- খ. কামরুল হাসান
- গ. এস এম সুলতান
- ঘ. রফিকুন্নবী
উত্তরঃ কামরুল হাসান
395. 'রক্তপাত ও কঠোর নীতি' কার শাসনের বৈশিষ্ট্য ছিল?
- ক. আলাউদ্দিন খলজি
- খ. গিয়াসুদ্দীন বলবান
- গ. নাসিরুদ্দিন মাহমুদ
- ঘ. সুলতানা রাজিয়া
উত্তরঃ গিয়াসুদ্দীন বলবান
397. কোন আমলে বাংলা গজল ও সুফী সাহিত্য সৃষ্টি হয়?
- ক. সুলতানি
- খ. মোঘল
- গ. হুসেন শাহী
- ঘ. ইলিয়াস শাহী
উত্তরঃ হুসেন শাহী
398. বাংলাদেশে বার ভূঁইয়ার অভ্যুত্থান ঘটে--
- ক. আকবরের সময়
- খ. জাহাঙ্গীরের সময়
- গ. আওরঙ্গজেবের সময়
- ঘ. বাবরের সময়
উত্তরঃ আকবরের সময়