বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস

401. আকবরের প্রচারিত ধর্ম 'দীন-ই-ইলাহী' এর অনুসারী ছিল--

  • ক. ১৯ জন
  • খ. ১৮ জন
  • গ. ১৭ জন
  • ঘ. ১১ জন

উত্তরঃ ১৯ জন

বিস্তারিত

402. সম্রাজ্ঞী নূরজাহানের প্রকৃত নাম--

  • ক. জাহানারা
  • খ. আরজুমান্দ বানু
  • গ. মেহের উন্নিসা
  • ঘ. হামিদা বানু

উত্তরঃ মেহের উন্নিসা

বিস্তারিত

403. 'মনসব' শব্দের অর্থ--

  • ক. সেনাপতি
  • খ. পদমর্যদা
  • গ. করনিক
  • ঘ. মুফতি

উত্তরঃ পদমর্যদা

বিস্তারিত

404. কোন মুঘল সম্রাট রেঙ্গুনে নির্বাসিত হন?

  • ক. দ্বিতীয় শাহ আলম
  • খ. দ্বিতীয় বাহাদুর শাহ
  • গ. জাহান্দার শাহ
  • ঘ. প্রথম বাহাদুর শাহ

উত্তরঃ দ্বিতীয় বাহাদুর শাহ

বিস্তারিত

405. বাংলার স্বাধীন শাসনকর্তা খিজির খান ওরফে গিয়াসউদ্দিন বাহাদুর শাহ ছিলেন--

  • ক. মুঘল বংশের
  • খ. কররানী বংশের
  • গ. শূর বংশের
  • ঘ. সুলতান বংশের

উত্তরঃ মুঘল বংশের

বিস্তারিত

406. সম্রাট আকবরের ভূমি ব্যবস্থাপনায় কৃতিত্বের স্বাক্ষর রাখেন--

  • ক. আবদুর রহমান
  • খ. শাহবাজ খান
  • গ. টোডরমল
  • ঘ. আবদুল মজিদ

উত্তরঃ টোডরমল

বিস্তারিত

407. ভারত ভূমিতে জন্মগ্রহণকারী প্রথম মুঘল সম্রাট--

  • ক. শাহজাহান
  • খ. জাহাঙ্গীর
  • গ. আকবর
  • ঘ. হুমায়ন

উত্তরঃ আকবর

বিস্তারিত

408. কে বাংলাকে 'দোজখপুর নিয়ামত' বলে অভিহিত করেন?

  • ক. মা হুয়ান
  • খ. হিউয়েন সাং
  • গ. কলন্দর শাহ
  • ঘ. ইবনে বতুতা

উত্তরঃ ইবনে বতুতা

বিস্তারিত

409. সম্রাট হওয়ার পূর্বে শেরশাহ কার অধীনে চাকরি করতেন?

  • ক. জাহাঙ্গীর
  • খ. আকবর
  • গ. বাবর
  • ঘ. হুমায়ন

উত্তরঃ বাবর

বিস্তারিত

410. পানিপথের ২য় যুদ্ধ কার কার মধ্যে সংঘঠিত হয়?

  • ক. আকবর ও দাউদ খান
  • খ. আকবর ও হিমু
  • গ. হুমায়ন ও শেরশাহ
  • ঘ. বাবর ও ইব্রাহীম লোদী

উত্তরঃ আকবর ও হিমু

বিস্তারিত

411. মুঘল সাম্রাজের পতনের কারণ নয়?

  • ক. ইউরোপীয় জাতিসমূহের প্রতি নমনীয় মনোভাব
  • খ. সেনাবাহিনীর নৈতিক অধঃপতন
  • গ. প্রাদেশিক শাসনকর্তাদের বিদ্রোহ
  • ঘ. উত্তরাধিকার নির্বাচনে প্রতিষ্ঠিত নীতির অভাব

উত্তরঃ ইউরোপীয় জাতিসমূহের প্রতি নমনীয় মনোভাব

বিস্তারিত

412. ভারতে মুদ্রণ শিল্পের সূচনা হয়--

  • ক. ব্রিটিশ আমলে
  • খ. বৌদ্ধ আমলে
  • গ. মুঘল আমলে
  • ঘ. সুলতানি আমলে

উত্তরঃ মুঘল আমলে

বিস্তারিত

413. দেশবাচক 'বাংলা' শব্দ সর্বপ্রথম ব্যবহৃত হয় কোন গ্রন্থে?

  • ক. মহাভারত
  • খ. অর্থশাস্ত্র
  • গ. আইন-ই-আকবরী
  • ঘ. তাহরিখ-ই-হামিদিয়া

উত্তরঃ আইন-ই-আকবরী

বিস্তারিত

414. মুঘল আমলে প্রাদেশিক ও রাজধানীর দেওয়ানি ও ফৌজদারি মামলার নিষ্পত্তিকারী প্রধান বিচারপতির উপাধি নিচের কোনটি ছিল?

  • ক. কাজী
  • খ. কাজীউল কুজাতে
  • গ. মুসলিম ওলামা
  • ঘ. ফতুয়ায়ে আলমগিরি

উত্তরঃ কাজীউল কুজাতে

বিস্তারিত

415. ১৭৫৭ সালে পলাশীর যুদ্ধ সংঘঠিত হয় কোন নদীর তীরে?

  • ক. দামোদর নদী
  • খ. ভাগিরথী নদী
  • গ. গঙ্গা নদী
  • ঘ. হুগলী নদী

উত্তরঃ ভাগিরথী নদী

বিস্তারিত

416. বাংলায় স্বাধীন নবাবী আমলের সূচনা করেন--

  • ক. আলীবর্দী খান
  • খ. সরফরাজ খান
  • গ. মুর্শিদকুলী খান
  • ঘ. ইসলাম খান

উত্তরঃ আলীবর্দী খান

বিস্তারিত

417. পর্তুগিজরা চট্টগ্রাম বন্দরের নাম দিয়েছিল--

  • ক. চাটিগাঁ
  • খ. সমন্দর
  • গ. সোদকাওয়ান
  • ঘ. পোর্টো গ্রান্ডে

উত্তরঃ পোর্টো গ্রান্ডে

বিস্তারিত

418. ভারতে কোম্পানির শাসন শেষ হয়--

  • ক. অসহযোগ আন্দোলনে
  • খ. শাসনতান্ত্রিক আন্দোলনে
  • গ. মহারানীর ঘোষণায়
  • ঘ. সিপাহী আন্দোলনে

উত্তরঃ মহারানীর ঘোষণায়

বিস্তারিত

419. ব্রিটেনের রাজা পঞ্চম জর্জ ও রানী মেরী ভারত সফরে আসেন--

  • ক. ১৯১৮ সালে
  • খ. ১৯১৪ সালে
  • গ. ১৯১১ সালে
  • ঘ. ১৯০৫ সালে

উত্তরঃ ১৯১১ সালে

বিস্তারিত

420. কত সালে ওয়ারেন হেস্টিংস গভর্নর পদ থেকে পদত্যাগ করেন--

  • ক. ১৮০৭
  • খ. ১৭৯৮
  • গ. ১৭৯০
  • ঘ. ১৭৮৪

উত্তরঃ ১৭৮৪

বিস্তারিত

422. কোন কমিশনের রিপোর্টে বাংলার জমিদারী প্রথা বিলোপের সুপারিশ করা হয়?

  • ক. ফ্লাউড কমিশন
  • খ. হাটলি কমিশন
  • গ. উডহেড কমিশন
  • ঘ. ফজলুল হক কমিশন

উত্তরঃ ফ্লাউড কমিশন

বিস্তারিত

423. ব্রিটিশ ভারতের প্রথম গভর্নর জেনারেল কে?

  • ক. ক্যানিং
  • খ. উইলিয়াম বেন্টিংক
  • গ. ওয়ারেন হেস্টিং
  • ঘ. ক্লাইভ

উত্তরঃ ওয়ারেন হেস্টিং

বিস্তারিত

424. কে মন্ত্রী মিশনের সদস্য ছিলেন না?

  • ক. লর্ড পেথিক লরেন্স
  • খ. এ. ভি. আলেকজান্ডার
  • গ. ক্লিমেট এটলী
  • ঘ. স্যার স্টাফোর্ড ক্রিপস

উত্তরঃ ক্লিমেট এটলী

বিস্তারিত

425. প্রথম ফরাসি নীলকুঠী স্থাপিত হয়--

  • ক. ঢাকা
  • খ. রংপুর
  • গ. বারাসাত
  • ঘ. হুগলি

উত্তরঃ হুগলি

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects