বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস
302. ১৯৫৪ সালে পূর্ব পাকিস্থান প্রাদেশিক নির্বাচনে যুক্তফ্রন্টভূক্ত রাজনৈতিক দল নয় ?
- ক. আওয়ামী লীগ
- খ. কৃষক প্রজা পার্টি
- গ. নেজামে ইসলাম
- ঘ. ন্যাশনাল আওয়ামী পার্টি
উত্তরঃ ন্যাশনাল আওয়ামী পার্টি
303. ১৯৫৪ সালে প্রাদেশিক নির্বাচনের পর কে পূর্ব বাংলায় যুক্তফ্রন্ট মন্ত্রীসভার মুখ্যমন্ত্রী হন?
- ক. নুরুল আমিন
- খ. আতাউর রহমান খান
- গ. এ কে ফজলুল হক
- ঘ. আবু হোসেন সরকার
উত্তরঃ এ কে ফজলুল হক
304. ঐতিহাসিক ২১ দফা দাবীর প্রথম দাবি কি ছিল?
- ক. প্রাদেশিক স্বায়ত্তশাসন
- খ. পূর্ব বাংলার অর্থনৈতিক বৈষম্য দূরীকরণ
- গ. বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করা
- ঘ. বিনা ক্ষতিপূরণে জমিদারী স্বত্ত্বের উচ্ছেদ সাধন
উত্তরঃ বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করা
307. কাগমারী সম্মেলন অনুষ্ঠিত হয় ?
- ক. রোজ গার্ডেনে
- খ. সিরাজগঞ্জে
- গ. সন্তোষে
- ঘ. সুনামগঞ্জে
উত্তরঃ সন্তোষে
309. ঐতিহাসিক 'কাগমারী সম্মেলনে' নেতৃত্বদানকারী নেতার নাম কি ?
- ক. স্যার সলিমুল্লাহ
- খ. শহীদ তিতুমীর
- গ. মাওলানা ভাসানী
- ঘ. সোহরাওয়ার্দী
উত্তরঃ মাওলানা ভাসানী
310. প্রাক্তন পাকিস্থানকে বিদায় জানাতে 'আসসালামুআলাইকুম' জানিয়েছিলেন কে ?
- ক. হোসেন শহীদ সোহরাওয়ার্দী
- খ. মাওলান আব্দুল হামিদ খান ভাসানী
- গ. শেখ মুজিবুর রহমান
- ঘ. শের-এ বাংলা এ, কে ফজলুল হক
উত্তরঃ মাওলান আব্দুল হামিদ খান ভাসানী
312. পাকিস্থানের ১৯৫৮ সালে মার্শাল ল জারি হলে ক্ষমতায় বসেন -
- ক. আইয়ুব খান
- খ. ইয়াহিয়া খান
- গ. টিক্কা খান
- ঘ. নূর খান
উত্তরঃ আইয়ুব খান
313. পাক-ভারত ২য় যুদ্ধ কত সালে শুরু হয়
- ক. ১৯৬৫ সালে
- খ. ১৯৬৯ সালে
- গ. ১৯৬৩ সালে
- ঘ. ১৯৭০ সালে
উত্তরঃ ১৯৬৫ সালে
314. বাংলাদেশের ইতিহাসে নিচের কোন ঘটনাটি প্রথম ঘটেছিল -
- ক. আওয়ামী লীগের ছয় দফা ঘোষণা
- খ. আগরতলা ষড়যন্ত্র মামলা
- গ. ভারত-পাকিস্থান যুদ্ধ
- ঘ. উনিশ দফা আন্দোলন
উত্তরঃ ভারত-পাকিস্থান যুদ্ধ
- ক. ঢাকায়
- খ. নারায়ণগঞ্জে
- গ. লাহোরে
- ঘ. করাচীতে
উত্তরঃ লাহোরে
316. ছয়-দফার দাবি প্রথম কোথায় উত্থাপন করা হয়?
- ক. ঢাকায়
- খ. লাহোরে
- গ. করাচিতে
- ঘ. নারায়নগঞ্জে
উত্তরঃ লাহোরে
317. ঐতিহাসিক 'ছয় দফা' কবে ঘোষনা করা হয়?
- ক. ১ ফেব্রুয়ারী
- খ. ৫ ফেব্রুয়ারী
- গ. ৭ ফেব্রুয়ারী
- ঘ. ৭ মার্চ
উত্তরঃ ৫ ফেব্রুয়ারী
318. 'ছয়-দফা' কোন তারিখে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছিল ?
- ক. ২১ ফেব্রুয়ারি ১৯৫৪
- খ. ২২ মার্চ ১৯৫৮
- গ. ২০ এপ্রিল ১৯৬২
- ঘ. ২৩ মার্চ ১৯৬৬
উত্তরঃ ২৩ মার্চ ১৯৬৬
320. ছয়-দফা কর্মসূচি ঘোষণা করেন -
- ক. মাওলানা ভাসানী
- খ. কমরেড মুজাফফর আহম্মদ
- গ. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
- ঘ. হোসেন শহীদ সোহরাওয়ার্দী
উত্তরঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
- ক. দুই অঞ্চলের পথকীকরণ(Separation of two wings)
- খ. পূর্ব পাকিস্থানের স্বায়ত্বশাসন (Autonomy of East Pakistan)
- গ. বাংলাদেশের স্বাধীনতা ঘোষনা (Declaration of Independent Bangladesh)
- ঘ. ছয়টি প্রদেশ সৃষ্টি (Creation of provinces)
উত্তরঃ পূর্ব পাকিস্থানের স্বায়ত্বশাসন (Autonomy of East Pakistan)
322. ছয় দফার সবচেয়ে গুরুত্বপূর্ণ তাৎপর্য হলো -
- ক. বাঙালি জাতীয়তাবাদের ধারণার বিকাশ
- খ. অর্থনৈতিক মুক্তি আন্দোলন
- গ. ভাষা আন্দোলনের সফল বাস্তবায়ন
- ঘ. শিক্ষা সংস্কার
উত্তরঃ বাঙালি জাতীয়তাবাদের ধারণার বিকাশ
323. আওয়ামী লীগের ছয় দফার প্রথম দফা -
- ক. রাষ্ট্রভাষা হিসেবে বাংলা
- খ. ধর্ম নিরপেক্ষতা
- গ. স্বাতন্ত্র্য মুদ্রা
- ঘ. প্রাদেশিক স্বায়ত্তশাসন
উত্তরঃ প্রাদেশিক স্বায়ত্তশাসন
324. নিচের কোন কর্মসূচীকে 'ম্যাগনাকার্টা' হিসেবে গণ্য করা হয় ?
- ক. ১১ দফা
- খ. ২১ দফা
- গ. ৬ দফা
- ঘ. ৪ দফা
উত্তরঃ ৬ দফা