বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস

226. অবিভক্ত বাংলার সর্বশেষ গর্ভনর ছিলেন -

  • ক. স্যার জন হাবার্ট
  • খ. এন্ডারসন
  • গ. স্যার এফ বারোজ
  • ঘ. আর জি কেসি

উত্তরঃ স্যার এফ বারোজ

বিস্তারিত

227. ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বাঙালিদের প্রথম বিদ্রোহ -

  • ক. ফকির ও সন্ন্যাসী বিদ্রোহ
  • খ. নীল বিদ্রোহ
  • গ. আগস্ট(১৯৪২) বিদ্রোহ
  • ঘ. সিপাহী বিদ্রোহ

উত্তরঃ ফকির ও সন্ন্যাসী বিদ্রোহ

বিস্তারিত

228. ফকির আন্দোলন সংঘটিত হয় কোন শতাব্দীতে ?

  • ক. সপ্তদশ শতাব্দীতে
  • খ. অষ্টদশ শতাব্দীতে
  • গ. ঊনবিংশ শতাব্দীতে
  • ঘ. বিংশ শতাব্দীতে

উত্তরঃ অষ্টদশ শতাব্দীতে

বিস্তারিত

229. ফকির আন্দোলনের নেতা কে?

  • ক. সিরাজ শাহ্
  • খ. মোহসিন আলী
  • গ. মজনু শাহ্
  • ঘ. জহির শাহ্

উত্তরঃ মজনু শাহ্

বিস্তারিত

230. ইস্ট ইন্ডিয়া কোম্পানি চট্টগ্রামের শাসনভার লাভ করে -

  • ক. ১৭৬০ খ্রিষ্টাব্দে
  • খ. ১৮৬০ খ্রিষ্টাব্দে
  • গ. ১৬০০ খ্রিষ্টাব্দে
  • ঘ. ১৬৮৫ খ্রিষ্টাব্দে

উত্তরঃ ১৭৬০ খ্রিষ্টাব্দে

বিস্তারিত

231. বাঁশের কেল্লাখ্যাত স্বাধীনতা সংগ্রামী কে?

  • ক. ফকির মজনু শাহ্
  • খ. দুদু মিয়া
  • গ. তিতুমীর
  • ঘ. মীর কাশিম

উত্তরঃ তিতুমীর

বিস্তারিত

232. তিতুমীরের দুর্গের মূল উপাদান কি ছিল ?

  • ক. ইট
  • খ. পাথর
  • গ. বাঁশ
  • ঘ. কাঠ

উত্তরঃ বাঁশ

বিস্তারিত

233. ফরায়েজী আন্দলনের প্রধান কেন্দ্র ছিল -

  • ক. ফরিদপুর
  • খ. শরিয়তপুর
  • গ. খুলনা
  • ঘ. যশোর

উত্তরঃ ফরিদপুর

বিস্তারিত

234. তিতুমীরের বাঁশের কেল্লা কোথায় অবস্থিত ছিল?

  • ক. বারাসাত
  • খ. নারিকেলবারিয়া
  • গ. চাঁদপুর
  • ঘ. হায়দারপুর

উত্তরঃ নারিকেলবারিয়া

বিস্তারিত

235. বাংলার ফরায়েজি আন্দোলনের উদ্যোক্তা কে ছিলেন?

  • ক. শাহ ওয়ালীউল্লাহ
  • খ. হাজী শরীয়তুল্লাহ
  • গ. পীর মহসীন
  • ঘ. তিতুমীর

উত্তরঃ হাজী শরীয়তুল্লাহ

বিস্তারিত

236. দুদু মিয়া কোন আন্দোলনের সাথে জড়িত?

  • ক. তেভাগা
  • খ. ফরায়েজী
  • গ. স্বদেশী
  • ঘ. ওয়াহাবী

উত্তরঃ ফরায়েজী

বিস্তারিত

237. জমি থেকে খাজনা আদায় আল্লাহর আইনের পরিপন্থী -এটি কার ঘোষনা?

  • ক. তিতুমীর
  • খ. ফকির মজনু শাহ
  • গ. দুদু মিয়া
  • ঘ. হাজী শরীয়তুল্লাহ

উত্তরঃ দুদু মিয়া

বিস্তারিত

239. উপমহাদেশে সিপাহী বিদ্রোহ শুরু হয় কোন সালে ?

  • ক. ১৭৫০
  • খ. ১৭৫৭
  • গ. ১৮৫০
  • ঘ. ১৮৫৭

উত্তরঃ ১৮৫৭

বিস্তারিত

240. নীল বিদ্রোহ কখন সংঘটিত হয়?

  • ক. ১৪৪২-৪৪ সালে
  • খ. ১৮৫৯-৬২ সালে
  • গ. ১৮৯৪-৯৬ সালে
  • ঘ. ১৯১৭-২০ সালে

উত্তরঃ ১৮৫৯-৬২ সালে

বিস্তারিত

241. বাংলাদেশে নীল বিদ্রোহের অবসান হয় -

  • ক. ১৮৫৮ সালে
  • খ. ১৮৫৬ সালে
  • গ. ১৮৬০ সালে
  • ঘ. ১৮৬২ সালে

উত্তরঃ ১৮৬০ সালে

বিস্তারিত

242. কি কারণে বাংলাদেশ হতে নীলচাষ বিলুপ্ত হয়?

  • ক. নীলচাষ নিষিদ্ধ করার ফলে
  • খ. নীলকরদের অত্যাচারের ফলে
  • গ. নীলচাষীদের বিদ্রোহের ফলে
  • ঘ. কৃত্রিম নীল আবিষ্কারের ফলে

উত্তরঃ নীলচাষীদের বিদ্রোহের ফলে

বিস্তারিত

243. ইলা মিত্র আংশগ্রহণ করেন -

  • ক. ওয়াহাবী আন্দোলনে
  • খ. নীল বিদ্রোহে
  • গ. তেভাগা আন্দোলনে
  • ঘ. সিপাহী বিদ্রোহে

উত্তরঃ তেভাগা আন্দোলনে

বিস্তারিত

244. তেভাগা আন্দোলনের নেত্রী -

  • ক. সুমত্রা দেবী
  • খ. তারামন বিবি
  • গ. ইলা মিত্র
  • ঘ. মহাশ্বেতা দেবী

উত্তরঃ ইলা মিত্র

বিস্তারিত

245. ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় কোন সালে ?

  • ক. ১৮৫৮ সালে
  • খ. ১৮৮৫ সালে
  • গ. ১৯০৬ সালে
  • ঘ. ১৯০৯ সালে

উত্তরঃ ১৮৮৫ সালে

বিস্তারিত

246. ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করেন -

  • ক. জওহরলাল নেহেরু
  • খ. মহাত্না গান্ধী
  • গ. অক্টোভিয়ান হিউম
  • ঘ. ইন্দিরা গান্ধী

উত্তরঃ অক্টোভিয়ান হিউম

বিস্তারিত

247. সর্বভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি -

  • ক. এ্যালান অক্টোভিয়ান হিউম
  • খ. আনন্দমোহন বসু
  • গ. মতিলাল নেহেরু
  • ঘ. উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়

উত্তরঃ উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়

বিস্তারিত

248. মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় -

  • ক. ১৯০৫ সালে
  • খ. ১৯০৬ সালে
  • গ. ১৯১০ সালে
  • ঘ. ১৯১১ সালে

উত্তরঃ ১৯০৬ সালে

বিস্তারিত

249. নিখিল ভারত মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় কোন শহরে -

  • ক. ফরিদপুর
  • খ. ঢাকায়
  • গ. করাচিতে
  • ঘ. কোলকাতায়

উত্তরঃ ঢাকায়

বিস্তারিত

250. বঙ্গভঙ্গের বিরুদ্ধে স্বদেশী আন্দোলনের নেতৃত্ব দান করেন কে?

  • ক. বলভভাই প্যাটেল
  • খ. অরবিন্দ ঘোষ
  • গ. হাজী শরীয়তউল্লাহ
  • ঘ. সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়

উত্তরঃ সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects