বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস
1. কোন গোষ্ঠি থেকে বাঙালী জাতির প্রধান অংশ গড়ে উঠেছে ?
- ক. নেগ্রিটো
- খ. ভোটচীন
- গ. দ্রাবিড়
- ঘ. অস্ট্রিক
উত্তরঃ অস্ট্রিক
3. বাংলার আদি জনপদের অধিবাসীরা কোন জাতির অন্তর্ভুক্ত?
- ক. বাঙালি
- খ. আর্য
- গ. নিষাদ
- ঘ. আলপাইন
উত্তরঃ নিষাদ
5. আর্যদের আদি বাসস্থান কোথায় ছিল?
- ক. ইউরাল পর্বতের দক্ষিণে তৃণভূমি অঞ্চলে
- খ. হিমালয়ের পাদদেশে নেপালের দক্ষিনে
- গ. ভাগিরথী নদীর পশ্চিম তীরে
- ঘ. আফগানিস্থানের দক্ষিন-পূর্ব পাহাড়ি এলাকায়
উত্তরঃ ইউরাল পর্বতের দক্ষিণে তৃণভূমি অঞ্চলে
8. নৃতাত্ত্বিকভাবে বাংলাদেশের মানুষ প্রধানত কোন নরগোষ্ঠীয় অন্তর্ভুক্ত?
- ক. অ্যালপাইন
- খ. আদি-অস্ট্রেলীয়
- গ. নার্কিড
- ঘ. মঙ্গোলীয়
উত্তরঃ আদি-অস্ট্রেলীয়
9. বাংলাদেশে বসবাসকারী উপজাতীয়দের বড় অংশ -
- ক. মঙ্গোলয়েড
- খ. সেমাটিড
- গ. অস্ট্রালয়েড
- ঘ. ককেশীয়
উত্তরঃ মঙ্গোলয়েড
10. মহাবীর আলেকজান্ডার কোন শহরে মৃত্যুবরণ করেন ?
- ক. ব্যাবিলন
- খ. থেসালোনিকি
- গ. আঙ্কারা
- ঘ. এথেন্স
উত্তরঃ ব্যাবিলন
11. বীর আলেকজান্ডারের শিক্ষক কে ছিলেন ?
- ক. সফোক্লিস
- খ. সক্রেটিস
- গ. এরিস্টটল
- ঘ. প্লেটো
উত্তরঃ এরিস্টটল
12. মেগাস্থিনিস কার রাজসভার গ্রীক দূত ছিলেন ?
- ক. চন্দ্রগুপ্ত মৌর্য
- খ. অশোক
- গ. ধর্মপাল
- ঘ. সমুদ্রগুপ্ত
উত্তরঃ চন্দ্রগুপ্ত মৌর্য
- ক. কৌটিল্য
- খ. বাণভট্ট
- গ. আনন্দভট্ট
- ঘ. মেগাস্থিনিস
উত্তরঃ কৌটিল্য
- ক. প্রাচীন রাজনীতিবিদ
- খ. প্রাচীন অর্থশাস্ত্রবিদ
- গ. পণ্ডিত
- ঘ. রাজকবি
উত্তরঃ প্রাচীন অর্থশাস্ত্রবিদ
16. কোন যুদ্ধের ভয়াবহ পরিণাম প্রত্যক্ষ করে মহারাজ অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন?
- ক. হিদাস্পিসের যুদ্ধ
- খ. কলিঙ্গের যুদ্ধ
- গ. মেবারের যুদ্ধ
- ঘ. পানিপথের যুদ্ধ
উত্তরঃ কলিঙ্গের যুদ্ধ
17. বৌদ্ধ ধর্মের কনস্ট্যা্নটাইন কাকে বলা হয় ?
- ক. অশোক
- খ. চন্দ্রগুপ্ত
- গ. মহাবীর
- ঘ. গৌতম বুদ্ধ
উত্তরঃ অশোক
18. চীন দেশের কোন ভ্রমনকারী গুপ্তযুগে বাংলাদেশ আগমন করেন ?
- ক. হিউয়েন সাঙ
- খ. ফা হিয়েন
- গ. আইসিং
- ঘ. উপরের সবগুলোই
উত্তরঃ ফা হিয়েন
19. কোন যুগ প্রাচীন ভারতের স্বর্নযুগ হিসেবে পরিচিত?
- ক. মৌর্যযুগ
- খ. শুঙ্গযুগ
- গ. কুষাণযুগ
- ঘ. গুপ্তযুগ
উত্তরঃ গুপ্তযুগ
- ক. কর্ণসুবর্ণ
- খ. উজ্জয়নী
- গ. বিশাখাপট্টম
- ঘ. পাটালিপুত্র
উত্তরঃ বিশাখাপট্টম
24. প্রাচীন বাংলায় জনপদগুলোকে গৌড় নামে একত্রিত করেন -
- ক. রাজা কনিস্ক
- খ. বিক্রমাদিত্য
- গ. চন্দ্রগুপ্ত মৌর্য
- ঘ. রাজা শশাংক
উত্তরঃ রাজা শশাংক
25. প্রাচীন গৌড় নগরীর অংশবিশেষ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত?
- ক. কুষ্টিয়া
- খ. বগুড়া
- গ. কুমিল্লা
- ঘ. চাঁপাই নবাবগঞ্জ
উত্তরঃ চাঁপাই নবাবগঞ্জ