বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস
101. শেষ মোঘল সম্রাট বাহাদুর শাহের কবর কোথায়?
- ক. দিল্লি
- খ. আগ্রা
- গ. ইয়াঙ্গুন
- ঘ. লাহোর
উত্তরঃ ইয়াঙ্গুন
- ক. বখতিয়ার খলজি
- খ. আলাউদ্দিন খলজি
- গ. আলাউদ্দিন হোসেন শাহ্
- ঘ. শামসুদ্দিন ইলিয়াস শাহ্
উত্তরঃ বখতিয়ার খলজি
103. বাংলায় মুসলিম আধিপত্য বিস্তারের সুচনা কে করেন?
- ক. আলী মর্দান খলজী
- খ. তুঘরিল খান
- গ. সামছুদ্দিন ফিরোজ
- ঘ. ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজী
উত্তরঃ ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজী
104. বাংলার প্রথম মুসলিম বিজেতা কে ?
- ক. হুসেন শাহ্
- খ. ইলিয়াস শাহ্
- গ. বখতিয়ার খলজি
- ঘ. মুহাম্মদ বিন কাসিম
উত্তরঃ বখতিয়ার খলজি
105. বাংলায় মুসলিম শাসন সূচনা করেন -
- ক. মুহাম্মদ বখতিয়ার খলজি
- খ. মুহাম্মদ বিন কাসিম
- গ. মুহাম্মদ ঘুরি
- ঘ. সুলতান মাহমুদ
উত্তরঃ মুহাম্মদ বখতিয়ার খলজি
107. বাংলায় মুসলিম শাসন কোন শতাব্দীতে প্রতিষ্ঠিত হয়?
- ক. অষ্টম শতাব্দী
- খ. দশম শতাব্দী
- গ. দ্বাদশ শতাব্দী
- ঘ. ত্রয়োদশ শতাব্দী
উত্তরঃ ত্রয়োদশ শতাব্দী
108. মুহম্মদ বখতিয়ার খিলজি কোন শতাব্দীতে বাংলাদেশে আসেন ?
- ক. একাদশ
- খ. দশম
- গ. ত্রয়োদশ
- ঘ. পঞ্চদশ
উত্তরঃ ত্রয়োদশ
109. বাংলায় প্রথম মুসলমান সুলতান কে ছিলেন?
- ক. বখতিয়ার খিলজি
- খ. হোসেন শাহ্
- গ. ইলিয়াস শাহ্
- ঘ. সরফরাজ খান
উত্তরঃ বখতিয়ার খিলজি
110. বাংলায় স্বাধীন সুলতান কে ছিলেন ?
- ক. ফখরুদ্দিন ইলিয়াস শাহ্
- খ. ফখরুদ্দিন মোবারক শাহ্
- গ. ফকরুদ্দিন জহির শাহ্
- ঘ. মোহাম্মদ ঘোরী
উত্তরঃ ফখরুদ্দিন মোবারক শাহ্
112. হযরত শাহজালাল (র) কোন শাসককে পরাজিত করে সিলেটে আযানের ধ্বনি দিয়েছিলেন ?
- ক. বিক্রমাদিত্য
- খ. কৃষ্ণচন্দ্র
- গ. গৌর গোবিন্দ
- ঘ. লক্ষণ সেন
উত্তরঃ গৌর গোবিন্দ
113. হযরত শাহজালাল (র) কোন দেশের অধিবাসী ছিলেন ?
- ক. আফগানিস্থান
- খ. তুরস্ক
- গ. ইরান
- ঘ. বাংলাদেশ
উত্তরঃ তুরস্ক
114. ইয়েমেন থেকে আসা কোন দীনের মুজাহিদের তরবারী বাংলাদেশে সংরক্ষণ করা আছে।
- ক. খান জাহান আলী (রাঃ)
- খ. বায়েজিদ বস্তামী (রাঃ)
- গ. শাহ্ মকদুম (রাঃ)
- ঘ. শাহ্ জালাল (রাঃ)
উত্তরঃ শাহ্ জালাল (রাঃ)
115. কোন শাসকের সময় থেকে সমগ্র বাংলা ভাষাভাষী অঞ্চল পরিচিত হয়ে উঠে বাঙ্গালাহ নামে?
- ক. ফখরুদ্দিন মোবারক শাহ্
- খ. শামসুদ্দিন ইলিয়াস শাহ্
- গ. আকবর
- ঘ. ঈসা খান
উত্তরঃ শামসুদ্দিন ইলিয়াস শাহ্
116. কোন শাসনামলে সমগ্র বাংলা ভাষাভাষী অঞ্চল 'বাঙ্গালা' নামে অভিহিত হয়?
- ক. মৌর্য
- খ. গুপ্ত
- গ. পাল
- ঘ. মুসলিম
উত্তরঃ মুসলিম
117. শাহ-ই-বাঙ্গালাহ অথবা শাহ-ই-বাঙালিয়ান বাংলার কোন মুসলিম সুলতানের উপাধি ছিল?
- ক. ফখরুদ্দিন মোবারক শাহ্
- খ. শামসুদ্দিন ইলিয়াস শাহ্
- গ. আলাউদ্দিন হোসেন শাহ্
- ঘ. নসরত শাহ্
উত্তরঃ শামসুদ্দিন ইলিয়াস শাহ্
118. 'বাঙ্গালাহ' নামের প্রচলন করেন -
- ক. শশাংঙ্ক
- খ. ধর্মপাল
- গ. ইলিয়াস শাহ্
- ঘ. আকবর
উত্তরঃ ইলিয়াস শাহ্
119. কবি হাফিজকে বাংলায় আমন্ত্রণ জানিয়েছিলেন কোন নৃপতি ?
- ক. আলাউদ্দিন হোসেন শাহ্
- খ. রুকনউদ্দিন বারবক শাহ্
- গ. ফকরুদ্দিন মোবারক শাহ্
- ঘ. গিয়াস উদ্দীন আযম শাহ
উত্তরঃ গিয়াস উদ্দীন আযম শাহ
120. ইরানের কবি হাফিজের সাথে পত্রালাপ হয়েছিল বাংলার কোন সুলতানের?
- ক. গিয়াস উদ্দিন আযম শাহ্
- খ. আলাউদ্দিন হুসেন শাহ্
- গ. ফকরুদ্দিন মোবারক শাহ্
- ঘ. ইলিয়াস শাহ্
উত্তরঃ গিয়াস উদ্দিন আযম শাহ্
122. শ্রী চৈতন্যের আবির্ভাব ঘটেছিল যে সুলতানের শাসনামলে -
- ক. আলাউদ্দিন হুসেন শাহ্
- খ. নাসিরউদ্দিন মাহমুদ শাহ্
- গ. গিয়াস উদ্দিন ইওজ খলজি
- ঘ. নুসরত শাহ্
উত্তরঃ আলাউদ্দিন হুসেন শাহ্
123. নিম্নের কোন পর্যটক সোনারগাঁও এসেছিলেন?
- ক. ফা-হিয়েন
- খ. ইবনে বতুতা
- গ. মার্কো পোলো
- ঘ. হিউয়েন সাং
উত্তরঃ ইবনে বতুতা
124. মধ্যযুগে কোন বিদেশী পরিব্রাজক প্রথম 'বাঙ্গালা' শব্দ ব্যবহার করেন ?
- ক. কলম্বাস
- খ. ইবনে বতুতা
- গ. কালিদাস
- ঘ. বখতিয়ার খলজি
উত্তরঃ ইবনে বতুতা
125. কোন ব্যক্তি বাংলাদেশকে 'ধনসম্পদপুর্ন নরক' বলে অভিহিত করেন?
- ক. ফা-হিয়েন
- খ. ইবনে বতুতা
- গ. হিউয়েন সাং
- ঘ. ইবনে খলদুন
উত্তরঃ ইবনে বতুতা