বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস

151. বাংলার দক্ষিণ অঞ্চলের মানুষকে পর্তুগীজ ও মগ জলদস্যুদের অত্যাচার থেকে কে রক্ষা করেন ?

  • ক. মুর্শিদকুলী খাঁ
  • খ. ইসলাম খাঁ
  • গ. শায়েস্তা খাঁ
  • ঘ. ঈসা খাঁ

উত্তরঃ শায়েস্তা খাঁ

বিস্তারিত

152. কার শাসনামলে চট্টগ্রাম প্রথমবারের মত পূর্নভাবে বাংলার সাথে যুক্ত হয় ?

  • ক. মুর্শিদকুলী খাঁ
  • খ. শায়েস্তা খাঁ
  • গ. আলীবর্দি খাঁ
  • ঘ. উপরের কোনটিই সত্য নয়

উত্তরঃ শায়েস্তা খাঁ

বিস্তারিত

153. বাংলাদেশের বর্তমান ভৌগলিক এলাকা মুসলমান কতৃক শাসিত হয় -(The geographical area now constituting Bangladesh was ruled by Muslims.)

  • ক. চতুর্দশ থেকে অষ্টাদশ শতাব্দী পর্যন্ত (From 14th to 18th century A.D )
  • খ. পঞ্চদশ শতাব্দীতে (In 15th century A.D)
  • গ. মুঘল শাসনামলে (During Mughal period)
  • ঘ. চতুর্দশ শতাব্দীর পূর্বে (Before 14th century A.D)

উত্তরঃ মুঘল শাসনামলে (During Mughal period)

বিস্তারিত

154. কোন মুঘল সুবাদার চট্টগ্রাম দখল করে এর নাম রাখেন ইসলামাবাদ?

  • ক. ইসলাম খান
  • খ. রাজা মানসিংহ
  • গ. মীর জুমলা
  • ঘ. শায়েস্তা খাঁ

উত্তরঃ শায়েস্তা খাঁ

বিস্তারিত

155. ঢাকার বড় কাটরা ও ছোট কাটরা শহরের নিম্নোক্ত এলাকায় অবস্থিত -

  • ক. চকবাজারে
  • খ. সদরঘাটে
  • গ. লালবাগ
  • ঘ. ইসলামপুর

উত্তরঃ চকবাজারে

বিস্তারিত

156. ঢাকার বিখ্যাত ছোট কাটরা নির্মাণ করেন কে ?

  • ক. নবাব সিরাজউদ্দৌলা
  • খ. শায়েস্তা খাঁ
  • গ. ঈসা খাঁ
  • ঘ. সুবেদার ইসলাম খান

উত্তরঃ শায়েস্তা খাঁ

বিস্তারিত

157. কোন মুঘল সুবেদার পর্তুগীজদের চট্টগ্রাম থেকে বিতাড়িত করেন ?

  • ক. কাসিম খান
  • খ. ইসলাম খান
  • গ. মীর জুমলা
  • ঘ. শায়েস্তা খাঁ

উত্তরঃ শায়েস্তা খাঁ

বিস্তারিত

158. বাংলার নবাবী শাসন কোন সুবাদারের সময় থেকে শুরু হয় ?

  • ক. ইসলাম খান
  • খ. মুশির্দকুলী খাঁ
  • গ. শায়েস্তা খাঁ
  • ঘ. আলীবর্দি খাঁ

উত্তরঃ মুশির্দকুলী খাঁ

বিস্তারিত

159. কোন মোঘল সুবেদার বাংলার রাজধানী ঢাকা হইতে মুর্শিদাবাদে স্থানান্তর করেন?

  • ক. ইসলাম খান
  • খ. শায়েস্তা খান
  • গ. মুর্শিদকুলি খান
  • ঘ. আলীবর্দি খান

উত্তরঃ মুর্শিদকুলি খান

বিস্তারিত

160. মুসলমান শাসনামলে এদেশে এসে অত্যচার ও লুট করেছে কারা ?

  • ক. জলদস্যুরা
  • খ. পর্তুগিজরা
  • গ. বর্গীরা
  • ঘ. ইংরেজরা

উত্তরঃ বর্গীরা

বিস্তারিত

161. নবাব সিরাজদ্দৌলার পিতার নাম কি?

  • ক. জয়েন উদ্দিন
  • খ. আলীবর্দী খাঁ
  • গ. শওকত জং
  • ঘ. হায়দার আলী

উত্তরঃ জয়েন উদ্দিন

বিস্তারিত

162. কত সালে নবাব সিরাজ-উদ-দৌলা বাংলার সিংহাসনে বসেন ?

  • ক. ১৭৫৬
  • খ. ১৮৫৬
  • গ. ১৭৫৭
  • ঘ. ১৮৫৭

উত্তরঃ ১৭৫৬

বিস্তারিত

163. 'অন্ধকুপ হত্যা' কাহিনী কার তৈরী?

  • ক. হলওয়েল
  • খ. মীর জাফর
  • গ. ক্লাইভ
  • ঘ. কর্ণওয়ালিস

উত্তরঃ হলওয়েল

বিস্তারিত

164. কোনটি ভারতের ইতিহাসে নতুন যুগের সূচনা করে?

  • ক. পলাশীর যুদ্ধ
  • খ. পানিপথের যুদ্ধ
  • গ. বক্সারের যুদ্ধ
  • ঘ. ১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহ

উত্তরঃ পলাশীর যুদ্ধ

বিস্তারিত

165. পলাশীর যুদ্ধ হয় কত সালে?

  • ক. ১৭৭০ সালে
  • খ. ১৭৫৭ সালে
  • গ. ১৮৮৭ সালে
  • ঘ. ১৮৮০ সালে

উত্তরঃ ১৭৫৭ সালে

বিস্তারিত

166. পলাশীর যুদ্ধের তারিখ ছিল -

  • ক. January 23,1757
  • খ. February 23,1857
  • গ. June 23,1757
  • ঘ. May 14,1757

উত্তরঃ June 23,1757

বিস্তারিত

167. বক্সারের যুদ্ধ কত সালে সংঘটিত হয় ?

  • ক. ১৬৬০
  • খ. ১৭০৭
  • গ. ১৭৫৭
  • ঘ. ১৭৬৪

উত্তরঃ ১৭৬৪

বিস্তারিত

168. কত সালে ইউরোপ হতে আফ্রিকার উওমাশা অন্তরীপ হয়ে সমুদ্রপথে পূর্বদিকে আসার জলপথ আবিস্কৃত হয়?

  • ক. ১৪৮৭ সালে
  • খ. ১৪৯০ সালে
  • গ. ১৪৯৮ সালে
  • ঘ. ১৫০২ সালে

উত্তরঃ ১৪৮৭ সালে

বিস্তারিত

169. ইউরোপ থেকে সমুদ্রপথে ভারতবর্ষে আসার পথ আবিস্কৃত হয় কোন সালে?

  • ক. ১৪৮৭ সালে
  • খ. ১৩৮৭ সালে
  • গ. ১৫৮৭ সালে
  • ঘ. ১৬৮৭ সালে

উত্তরঃ ১৪৮৭ সালে

বিস্তারিত

170. কোন সালে ইউরোপ হতে ভারতে আসার জলপথ আবিস্কৃত হয়েছে ?

  • ক. ১৪৯৮ সালে
  • খ. ১৪৯২ সালে
  • গ. ১৫১৭ সালে
  • ঘ. ১৬৪৮ সালে

উত্তরঃ ১৪৯৮ সালে

বিস্তারিত

171. কোন ইউরোপীয় ভারতে আসার জলপথ আবিস্কার করেন ?

  • ক. ফার্ডিন্যান্ড ম্যাগেলান
  • খ. ফ্রান্সিস ড্রেক
  • গ. ভাস্কো ডা গামা
  • ঘ. ক্রিস্টেফার কলম্বাস

উত্তরঃ ভাস্কো ডা গামা

বিস্তারিত

172. কোন ইউরোপীয় জাতি সর্বপ্রথম ভারতবর্ষে আসে?

  • ক. ইংরেজরা
  • খ. ওলন্দাজরা
  • গ. ফরাসীরা
  • ঘ. পর্তুগীজরা

উত্তরঃ পর্তুগীজরা

বিস্তারিত

173. বাংলায় ইউরোপীয় বণিকদের মধ্যে বানিজ্যের উদ্দেশ্যে প্রথম এসেছিলেন -

  • ক. ইংরেজরা
  • খ. ওলন্দাজরা
  • গ. ফরাসীরা
  • ঘ. পর্তুগীজরা

উত্তরঃ পর্তুগীজরা

বিস্তারিত

174. ওলন্দাজরা কোন দেশের নাগরিক?

  • ক. হল্যান্ড
  • খ. ফ্রান্স
  • গ. পর্তুগাল
  • ঘ. ডেনমার্ক

উত্তরঃ হল্যান্ড

বিস্তারিত

175. ইউরোপের কোন দেশের অধিবাসীদের 'ডাচ' বলা হয় ?

  • ক. নেদারল্যান্ড
  • খ. ডেনমার্ক
  • গ. পর্তুগাল
  • ঘ. স্পেন

উত্তরঃ নেদারল্যান্ড

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects