ত্রিভুজ

76. যে কোণের পরিমাণ ৯০° অপেক্ষা কম তাকে বলে--

  • ক. সরল কোণ
  • খ. স্থূলকোণ
  • গ. সূক্ষ্ণকোণ
  • ঘ. সমকোণ

উত্তরঃ সূক্ষ্ণকোণ

বিস্তারিত

77. একটি স্থূলকোণের বিপ্রতীপ কোণ একটি--

  • ক. সূক্ষ্ণকোণ
  • খ. সরলকোণ
  • গ. সমকোণ
  • ঘ. স্থূলকোণ

উত্তরঃ স্থূলকোণ

বিস্তারিত

80. সূর্যের উন্নীত কোণ ৬০° হলে একটি মিনারের ছায়ার দৈর্ঘ্য ২৪০ মিটার। মিনারটির উচ্চতা কত?

  • ক. ৪১২.৩২৫ মিটার
  • খ. ৪১৩.২৫৭ মিটার
  • গ. ৪১৪.৫৭৩ মিটার
  • ঘ. ৪১৫.৬৯২ মিটার

উত্তরঃ ৪১৫.৬৯২ মিটার

বিস্তারিত

82. ১৮ মিটার দীর্ঘ একটি মই ভূমির সাথে ৪৫° কোণ উৎপন্ন করে দেয়ালের ছাদ স্পর্শ করে। দেয়ালটির উচ্চতা কত?

  • ক. ২৪.৫ মিটার
  • খ. ১৮.২৫ মিটার
  • গ. ১৩.২৮ মিটার
  • ঘ. ১২.৭২৮ মিটার

উত্তরঃ ১২.৭২৮ মিটার

বিস্তারিত

85. কোনো ত্রিভুজের একটি কোন অপর দুটি কোণের সমান হলে ত্রিভুজটি ---

  • ক. সমবাহু
  • খ. সমকোণী
  • গ. সূক্ষকোণী
  • ঘ. স্থুলকোণী

উত্তরঃ সমকোণী

বিস্তারিত

87. একটি ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য ৬ সেন্টিমিটার এবং ৭ সেন্টিমিটার হলে তৃতীয় বাহু ---- হতে পারে না?

  • ক. ১০ সেন্টিমিটার
  • খ. ১৩ সেন্টিমিটার
  • গ. ৭ সেন্টিমিটার
  • ঘ. ১১ সেন্টিমিটার

উত্তরঃ ১৩ সেন্টিমিটার

বিস্তারিত

92. কোন ত্রিভুজের দুটি বহিঃস্থ কোণ সমান হলে, প্রমাণ করা যায় যে, ঐ ত্রিভুজটি--

  • ক. স্থূলকোণী ত্রিভুজ
  • খ. সমদ্বিবাহু ত্রিভুজ
  • গ. সমকোণী ত্রিভুজ
  • ঘ. সমবাহু ত্রিভুজ

উত্তরঃ সমদ্বিবাহু ত্রিভুজ

বিস্তারিত

97. প্রমাণ করা যায় যে, ত্রিভুজের যে কোন দু বাহুর সমষ্টি তার তৃতীয় বাহু অপেক্ষা--

  • ক. বৃহত্তর বা সমান
  • খ. বৃহত্তর
  • গ. ক্ষুদ্রতর
  • ঘ. ক্ষুদ্রতর বা সমান

উত্তরঃ বৃহত্তর

বিস্তারিত

98. ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত?

  • ক. চার সমকোণ
  • খ. তিন সমকোণ
  • গ. দুই সমকোণ
  • ঘ. এক সমকোণ

উত্তরঃ দুই সমকোণ

বিস্তারিত

99. প্রমাণ করা যায় যে, সমবাহু ত্রিভুজের বাহুগুলোর মধ্যবিন্দু যোগ করলে যে ত্রিভুজ উৎপন্ন হয়, তাও--

  • ক. স্থূলকোণী ত্রিভুজ
  • খ. সমকোণী ত্রিভুজ
  • গ. সমবাহু ত্রিভুজ
  • ঘ. সমদ্বিবাহু ত্রিভুজ

উত্তরঃ সমবাহু ত্রিভুজ

বিস্তারিত

100. প্রমাণ করা যায় যে, সমবাহু ত্রিভুজের মধ্যমা তিনটি পরস্পর--

  • ক. যে কোন দুটি সমান
  • খ. সমান
  • গ. অসমান
  • ঘ. কোনটিই নয়

উত্তরঃ সমান

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects