ত্রিভুজ
1. একটি সমবাহু ত্রিভুজের একটি বাহু ১৬ মিটার। ত্রিভুজটির ক্ষেত্রফল কত?
- ক. ৬৪√৩
- খ. ১৯২
- গ. ৬৪
- ঘ. ৩২√৩
উত্তরঃ ৬৪√৩
2. একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য ৫, ৬, ৭ মিটার। নিকটতম বর্গমিটারে ত্রিভুজটির ক্ষেত্রফল কত?
- ক. ১৬ বর্গমিটার
- খ. ১৫ বর্গমিটার
- গ. ১৭ বর্গমিটার
- ঘ. ১৪ বর্গমিটার
উত্তরঃ ১৫ বর্গমিটার
3. দুইটি ত্রিভুজ সর্বসম হওয়ার জন্য নিচের কোন শর্তটি যথেষ্ট নয়?
- ক. একটির তিনবাহু অপরটির তিনবাহুর সমান
- খ. একটির তিনকোণ অপরটির তিনকোণের সমান
- গ. একটির দুই কোণ ও একবাহু অপরটির দুইকোণ ও অনুরূপ বাহুর সমান
- ঘ. একটির দুইবাহু ও অন্তর্ভূক্ত কোণ অপরটির দুইবাহু ও অন্তর্ভূক্ত কোণের সমান
উত্তরঃ একটির তিনকোণ অপরটির তিনকোণের সমান
4. কোন ত্রিভুজের বাহুগুলোর অনুপাত নিচের কোনটি হলে একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন সম্ভব হবে?
- ক. ৬ : ৫ : ৪
- খ. ৩ : ৪ : ৫
- গ. ১২ : ৮ : ৪
- ঘ. ৬ : ৪ : ৩
উত্তরঃ ৩ : ৪ : ৫
5. একটি ত্রিভুজাকৃতি মাঠের বাহুগুলোর দৈর্ঘ্য যথাক্রমে ২০মি, ২১মি এবং ২৯ মি হলে এর ক্ষেত্রফল কত?
- ক. ২০০ বর্গমিটার
- খ. ২১০ বর্গমিটার
- গ. ২৯০ বর্গমিটার
- ঘ. ৩০০ বর্গমিটার
উত্তরঃ ২১০ বর্গমিটার
6. একটি ত্রিভুজ আঁকা সম্ভব তখনই যখন ত্রিভুজটির দুইবাহুর যোগফল--
- ক. তৃতীয় বাহুর সমান
- খ. তৃতীয় বাহু অপেক্ষা ক্ষুদ্রতর
- গ. তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর
- ঘ. কোনটিই নয়
উত্তরঃ তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর
7. তিনটি বাহুর দৈর্ঘ্য সেন্টিমিটারে দেয়া হল। কোন ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন সম্ভব?
- ক. ২, ৫ ও ৮
- খ. ৫, ৪ ও ৯
- গ. ৩, ৪ ও ৫
- ঘ. সকল ক্ষেত্রে
উত্তরঃ ৩, ৪ ও ৫
8. যদি ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য ৫" এবং ৬" হয়, তবে ত্রিভুজের তৃতীয় বাহুর দৈর্ঘ্য----- হতে পারে না?
- ক. ১২"
- খ. ১০"
- গ. ৩"
- ঘ. ৪"
উত্তরঃ ১২"
9. ত্রিভুজের যে কোন দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা তৃতীয় বাহুর---
- ক. সমান
- খ. বড় হবে
- গ. দ্বিগুণ
- ঘ. অর্ধেক
উত্তরঃ অর্ধেক
10. ABC ত্রিভুজের BC বাহুকে D পর্যন্ত বাড়ানো হল। ∠ACD = 105° হলে ∠BAC + ∠ABC =কত?
- ক. 90°
- খ. 75°
- গ. 180°
- ঘ. 105°
উত্তরঃ 105°
11. ⊿ABC- এর BC বাহুকে D পর্যন্ত বাড়ানো হল। ∠A = 60° এবং ∠B = 90° হলে, ∠ACD = কত?
- ক. 90°
- খ. 150°
- গ. 160°
- ঘ. 170°
উত্তরঃ 150°
12. তিন কোণ দেয়া থাকলে যে সকল ত্রিভুজ আঁকা যায় সেগুলোকে কি ত্রিভুজ বলে?
- ক. সমান ত্রিভুজ
- খ. সর্বসম ত্রিভুজ
- গ. সদৃশ ত্রিভুজ
- ঘ. সমানুপাতিক ত্রিভুজ
উত্তরঃ সদৃশ ত্রিভুজ
13. দুটি ত্রিভুজের মধ্যে কোন উপাদান গুলো সমান হওয়া সত্ত্বেও ত্রিভুজ দুটি সর্বসম নাও হতে পারে?
- ক. দুইটি বাহু ও এক কোণ
- খ. তিনটি বাহু
- গ. এক বাহু এবং দুই কোণ
- ঘ. তিন কোণ
উত্তরঃ তিন কোণ
- ক. আকার ও আকৃতি সমান
- খ. আকার ও পরিমাণ সমান
- গ. আকার ও আকৃতি সমান নয়
- ঘ. আকার ও আকৃতি ও পরিমাণ সমান
উত্তরঃ আকার ও আকৃতি সমান
15. কোন ত্রিভুজের তিন বাহুর সমদ্বিখন্ডকগুলোর ছেদবিন্দুর নাম কি?
- ক. বহিঃকেন্দ্র
- খ. অন্তঃকেন্দ্র
- গ. ভরকেন্দ্র
- ঘ. পরিকেন্দ্র
উত্তরঃ ভরকেন্দ্র
16. কোন ত্রিভুজের কোণত্রয়ের সমদ্বিখন্ডকের ছেদবিন্দুকে কি বলে?
- ক. ভরকেন্দ্র
- খ. পরিকেন্দ্র
- গ. বহিঃকেন্দ্র
- ঘ. অন্তঃকেন্দ্র
উত্তরঃ অন্তঃকেন্দ্র
17. কোন একটি ত্রিভুজের তিন বাহুর লম্বদ্বিখন্ডক গুলোর ছেদবিন্দুর নাম কি?
- ক. ভরকেন্দ্র
- খ. অন্তঃকেন্দ্র
- গ. লম্ববিন্দু
- ঘ. পরিকেন্দ্র
উত্তরঃ পরিকেন্দ্র
19. যে ত্রিভুজের দুটি বাহু পরস্পর সমান, তা---
- ক. সমদ্বিবাহু ত্রিভুজ
- খ. সমবাহু ত্রিভুজ
- গ. বিষমবাহু ত্রিভুজ
- ঘ. বিপরীত বাহু ত্রিভুজ
উত্তরঃ সমদ্বিবাহু ত্রিভুজ
20. ত্রিভুজের যে কোন দুটি মধ্যমা পরস্পর সমান হলে ত্রিভুজটি?
- ক. সমবাহু ত্রিভুজ
- খ. সমদ্বিবাহু ত্রিভুজ
- গ. বিষমবাহু ত্রিভুজ
- ঘ. সমকোণী ত্রিভুজ
উত্তরঃ সমদ্বিবাহু ত্রিভুজ
21. ত্রিভুজ ABC- তে AB = CA হলে নিচের কোনটি সত্য?
- ক. ∠ACB > ∠ABC
- খ. ∠ABC > ∠BAC
- গ. ∠ABC > ∠ACB
- ঘ. ∠ABC > ∠ACB
উত্তরঃ ∠ABC > ∠ACB
- ক. ২৫°
- খ. ৩০°
- গ. ৬০°
- ঘ. ৫০°
উত্তরঃ ৩০°
25. একটি সমদ্বিবাহু ত্রিভুজের একটি কোণের পরিমাণ ৫০° হলে অপর দুটি কোণের প্রত্যেকটির পরিমাণ হবে--
- ক. ৫৫°
- খ. ৭৫°
- গ. ৬০°
- ঘ. ৬৫°
উত্তরঃ ৬৫°