ত্রিভুজ

26. সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয় বর্ধিত করলে উৎপন্ন কোণদ্বয় হবে--

  • ক. সূক্ষ্ণকোণ
  • খ. স্থুলকোণ
  • গ. সরলকোণ
  • ঘ. সমকোণ

উত্তরঃ স্থুলকোণ

বিস্তারিত

28. অতিভূজের বিপরীতে থাকে--

  • ক. সমকোণ
  • খ. সরলকোণ
  • গ. স্থুলকোণ
  • ঘ. সূক্ষ্ণকোণ

উত্তরঃ সমকোণ

বিস্তারিত

29. একটি সমকোণী ত্রিভুজের সমকোণ ছাড়া অন্য দুটি কোণ--

  • ক. সরলকোণ
  • খ. পূরক কোণ
  • গ. সূক্ষ্ণকোণ
  • ঘ. সন্নিহিত কোণ

উত্তরঃ সূক্ষ্ণকোণ

বিস্তারিত

30. সমকোণী ত্রিভুজের অতিভুজ সংলগ্ন কোণ দুটি প্রত্যেকটি-

  • ক. সরলকোণ
  • খ. সূক্ষ্ণকোণ
  • গ. পূরক কোণ
  • ঘ. স্থূল কোণ

উত্তরঃ সূক্ষ্ণকোণ

বিস্তারিত

31. ত্রিভুজের একটি কোণ উহার অপর দুই কোণের সমষ্টির সমান হলে ত্রিভুজটি---

  • ক. সমকোণী
  • খ. স্থূলকোণী
  • গ. সমবাহু
  • ঘ. সূক্ষ্ণকোণী

উত্তরঃ সমকোণী

বিস্তারিত

32. কোন ত্রিভুজের দুটি কোণ ১০° ও ৮০°। ত্রিভুজটি--

  • ক. সমকোণী
  • খ. স্থূলকোণী
  • গ. সূক্ষ্ণকোণী
  • ঘ. বলা সম্ভব নয়

উত্তরঃ সমকোণী

বিস্তারিত

36. একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের তিন কোণের পরিমাণ---

  • ক. 60°, 60°, 60°
  • খ. 40°, 90°, 40°
  • গ. 50°, 90°, 40°
  • ঘ. 45°, 90°, 45°

উত্তরঃ 45°, 90°, 45°

বিস্তারিত

38. ABC সমকোণী ত্রিভুজের ∠B = ৯০° হলে-

  • ক. AB2 + AC2 = BC2
  • খ. AB2 + BC2 = CA2
  • গ. BC2 + CA2 = AB2
  • ঘ. উপরের কোনটাই সত্য নয়

উত্তরঃ AB2 + BC2 = CA2

বিস্তারিত

40. চারটি ত্রিভুজের বাহুগুলির দৈর্ঘ্য নিম্নরূপ। কোনটি সমকোণী ত্রিভুজ?

  • ক. ৪, ৮, ৯
  • খ. ৫, ১২, ১৩
  • গ. ৬, ১২, ১৩
  • ঘ. ৭, ১২, ১৪

উত্তরঃ ৫, ১২, ১৩

বিস্তারিত

42. ত্রিভুজ ABC- এ, ABC কোণ = ৯০°, AB = ৪ সেমি এবং BC = ৩ সেমি। AC বাহুর দৈর্ঘ্য কত?

  • ক. ৫ সেমি
  • খ. ৩.৫ সেমি
  • গ. ২ সেমি
  • ঘ. ৪.৫ সেমি

উত্তরঃ ৫ সেমি

বিস্তারিত

45. কোন সরলরেখা x অক্ষ এবং y অক্ষ কে ছেদ করার ফলে যে ত্রিভুজ গঠিত হবে তার নাম-

  • ক. সমকোণী ত্রিভুজ
  • খ. সমবাহু ত্রিভুজ
  • গ. সমদ্বিবাহু ত্রিভুজ
  • ঘ. বিষমবাহু ত্রিভুজ

উত্তরঃ সমকোণী ত্রিভুজ

বিস্তারিত

49. ত্রিভুজের ক্ষেত্রফল -

  • ক. ১/২( ভূমি × উচ্চতা)
  • খ. ১/২( ভূমি ÷ উচ্চতা)
  • গ. ১/২( ভূমি + উচ্চতা)
  • ঘ. ১/২( ভূমি − উচ্চতা)

উত্তরঃ ১/২( ভূমি × উচ্চতা)

বিস্তারিত

50. একটি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল নিম্নোক্তভাবে নির্নয় করা হয়--

  • ক. ভূমি × উচ্চতা
  • খ. ভূমি × অতিভুজ
  • গ. ১/২ × ভূমি × উচ্চতা
  • ঘ. ভূমি × উচ্চতা × অতিভুজ

উত্তরঃ ১/২ × ভূমি × উচ্চতা

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects