ত্রিভুজ
26. সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয় বর্ধিত করলে উৎপন্ন কোণদ্বয় হবে--
- ক. সূক্ষ্ণকোণ
- খ. স্থুলকোণ
- গ. সরলকোণ
- ঘ. সমকোণ
উত্তরঃ স্থুলকোণ
27. ABC ত্রিভুজের B কোণটি C কোণের সমান, D হচ্ছে BC বাহুর মধ্য একটি বিন্দু। নিচের কোন বক্তব্যটি সঠিক?
- ক. AB > BC
- খ. AB < BC
- গ. BD > CD
- ঘ. AC > AD
উত্তরঃ AC > AD
29. একটি সমকোণী ত্রিভুজের সমকোণ ছাড়া অন্য দুটি কোণ--
- ক. সরলকোণ
- খ. পূরক কোণ
- গ. সূক্ষ্ণকোণ
- ঘ. সন্নিহিত কোণ
উত্তরঃ সূক্ষ্ণকোণ
30. সমকোণী ত্রিভুজের অতিভুজ সংলগ্ন কোণ দুটি প্রত্যেকটি-
- ক. সরলকোণ
- খ. সূক্ষ্ণকোণ
- গ. পূরক কোণ
- ঘ. স্থূল কোণ
উত্তরঃ সূক্ষ্ণকোণ
31. ত্রিভুজের একটি কোণ উহার অপর দুই কোণের সমষ্টির সমান হলে ত্রিভুজটি---
- ক. সমকোণী
- খ. স্থূলকোণী
- গ. সমবাহু
- ঘ. সূক্ষ্ণকোণী
উত্তরঃ সমকোণী
32. কোন ত্রিভুজের দুটি কোণ ১০° ও ৮০°। ত্রিভুজটি--
- ক. সমকোণী
- খ. স্থূলকোণী
- গ. সূক্ষ্ণকোণী
- ঘ. বলা সম্ভব নয়
উত্তরঃ সমকোণী
33. সমকোণী ত্রিভুজের একটি কোণ ৯০° হলে, অপর দুটি কোণের মান কত?
- ক. ১৮০°
- খ. ১৯০°
- গ. ২৭০°
- ঘ. ৯০°
উত্তরঃ ৯০°
34. একটি সমকোণী ত্রিভুজের দ্বিতীয় কোণটির মাপ ২০° হলে তৃতীয় কোণটির মাপ--
- ক. ৪০°
- খ. ৫০°
- গ. ৬০°
- ঘ. ৭০°
উত্তরঃ ৭০°
- ক. 80°
- খ. 50°
- গ. 60°
- ঘ. 70°
উত্তরঃ 60°
36. একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের তিন কোণের পরিমাণ---
- ক. 60°, 60°, 60°
- খ. 40°, 90°, 40°
- গ. 50°, 90°, 40°
- ঘ. 45°, 90°, 45°
উত্তরঃ 45°, 90°, 45°
- ক. সমকোণী
- খ. সূক্ষ্ণকোণী
- গ. সমবাহু
- ঘ. স্থূলকোণী
উত্তরঃ সমকোণী
38. ABC সমকোণী ত্রিভুজের ∠B = ৯০° হলে-
- ক. AB2 + AC2 = BC2
- খ. AB2 + BC2 = CA2
- গ. BC2 + CA2 = AB2
- ঘ. উপরের কোনটাই সত্য নয়
উত্তরঃ AB2 + BC2 = CA2
39. সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় যথাক্রমে ৩ ও ৪ সেঃ মিঃ হলে, এর অতিভুজের মান কত?
- ক. ৪ সেঃ মিঃ
- খ. ৫ সেঃ মিঃ
- গ. ৭ সেঃ মিঃ
- ঘ. ৮ সেঃ মিঃ
উত্তরঃ ৫ সেঃ মিঃ
40. চারটি ত্রিভুজের বাহুগুলির দৈর্ঘ্য নিম্নরূপ। কোনটি সমকোণী ত্রিভুজ?
- ক. ৪, ৮, ৯
- খ. ৫, ১২, ১৩
- গ. ৬, ১২, ১৩
- ঘ. ৭, ১২, ১৪
উত্তরঃ ৫, ১২, ১৩
- ক. 5, 12, 13
- খ. 3, 4, 5
- গ. 8, 15, 17
- ঘ. 12, 15, 18
উত্তরঃ 12, 15, 18
42. ত্রিভুজ ABC- এ, ABC কোণ = ৯০°, AB = ৪ সেমি এবং BC = ৩ সেমি। AC বাহুর দৈর্ঘ্য কত?
- ক. ৫ সেমি
- খ. ৩.৫ সেমি
- গ. ২ সেমি
- ঘ. ৪.৫ সেমি
উত্তরঃ ৫ সেমি
43. একটি সমকোণী ত্রিভুজের ভূমি ৮ ফুট এবং লম্ব ৬ ফুট হলে অতিভুজের দৈর্ঘ্য কত?
- ক. ৯ ফুট
- খ. ১০ ফুট
- গ. ১১ ফুট
- ঘ. ১২ ফুট
উত্তরঃ ১০ ফুট
- ক. ৪ মি
- খ. ৩ মি
- গ. ৬ মি
- ঘ. ৫ মি
উত্তরঃ ৫ মি
45. কোন সরলরেখা x অক্ষ এবং y অক্ষ কে ছেদ করার ফলে যে ত্রিভুজ গঠিত হবে তার নাম-
- ক. সমকোণী ত্রিভুজ
- খ. সমবাহু ত্রিভুজ
- গ. সমদ্বিবাহু ত্রিভুজ
- ঘ. বিষমবাহু ত্রিভুজ
উত্তরঃ সমকোণী ত্রিভুজ
46. ⊿ABC এ AD, ∠A এর সমদ্বিখন্ডক এবং ∠ADB সূক্ষ্ণকোণ হলে---
- ক. AD < AC
- খ. AB > AC
- গ. AB < AC
- ঘ. BD > CD
উত্তরঃ AD < AC
47. ⊿ABC এর ∠B এবং ∠C এর অন্তর্দ্বিখন্ডকদ্বয় O বিন্দুতে মিলিত হলে, ∠BOC = কত?
- ক. 90° - 1/2 ∠A
- খ. 90° + 1/2 ∠B
- গ. 90° + 1/2 ∠C
- ঘ. 90° + 1/2 ∠A
উত্তরঃ 90° + 1/2 ∠A
- ক. ১০ সেমি
- খ. ৫.৫ সেমি
- গ. ৬ সেমি
- ঘ. ৮ সেমি
উত্তরঃ ৮ সেমি
- ক. ১/২( ভূমি × উচ্চতা)
- খ. ১/২( ভূমি ÷ উচ্চতা)
- গ. ১/২( ভূমি + উচ্চতা)
- ঘ. ১/২( ভূমি − উচ্চতা)
উত্তরঃ ১/২( ভূমি × উচ্চতা)
50. একটি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল নিম্নোক্তভাবে নির্নয় করা হয়--
- ক. ভূমি × উচ্চতা
- খ. ভূমি × অতিভুজ
- গ. ১/২ × ভূমি × উচ্চতা
- ঘ. ভূমি × উচ্চতা × অতিভুজ
উত্তরঃ ১/২ × ভূমি × উচ্চতা