ত্রিভুজ

54. একটি ত্রিভুজাকৃতি জমির ভূমির পরিমাপ ৮০ মিটার এবং উচ্চতার পরিমাপ ৪৫ মিটার। জমির ক্ষেত্রফল কত?

  • ক. ১৮০০ বর্গমিটার
  • খ. ৯০০ বর্গমিটার
  • গ. ৩৬০০ বর্গমিটার
  • ঘ. ২৪০০ বর্গমিটার

উত্তরঃ ১৮০০ বর্গমিটার

বিস্তারিত

56. একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য ১৩, ১৪ ও ১৫ মিটার। ত্রিভুজটির ক্ষেত্রফল কত?

  • ক. ৬০ বর্গমিটার
  • খ. ৮৪ বর্গমিটার
  • গ. ৯০ বর্গমিটার
  • ঘ. ১০৮ বর্গমিটার

উত্তরঃ ৮৪ বর্গমিটার

বিস্তারিত

58. একটি সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য ৪ সেঃ মিঃ হলে, উহার ক্ষেত্রফল হবে কত?

  • ক. √৩ বর্গ সেঃ মিঃ
  • খ. ২√৩ বর্গ সেঃ মিঃ
  • গ. ৪√৩ বর্গ সেঃ মিঃ
  • ঘ. ১/২ √৩ বর্গ সেঃ মিঃ

উত্তরঃ ৪√৩ বর্গ সেঃ মিঃ

বিস্তারিত

59. একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ৫০ বর্গ সেঃ মিঃ। ত্রিভুজের প্রতি বাহুর দৈর্ঘ্য কত?

  • ক. ১৫.২ সেঃ মিঃ
  • খ. ১০.৫ সেঃ মিঃ
  • গ. ১০.৭ সেঃ মিঃ
  • ঘ. ১৭.১ সেঃ মিঃ

উত্তরঃ ১০.৭ সেঃ মিঃ

বিস্তারিত

60. একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি ১৬ মিটার এবং অপর দুটি বাহু প্রতিটি ১০ মিটার। ত্রিভুজটির ক্ষেত্রফল কত?

  • ক. ৩৬ বর্গমিটার
  • খ. ৪২ বর্গমিটার
  • গ. ৫০ বর্গমিটার
  • ঘ. ৪৮ বর্গমিটার

উত্তরঃ ৪৮ বর্গমিটার

বিস্তারিত

63. একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ ছাড়া অন্য দুটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে ০.১ এবং ০.২ মিটার। ত্রিভুজটির ক্ষেত্রফল কত?

  • ক. ১০০ বর্গ সে. মি.
  • খ. ০.০১ বর্গ মিটার
  • গ. ২০০ বর্গ সে. মি.
  • ঘ. ০.০২ বর্গ মিটার

উত্তরঃ ০.০১ বর্গ মিটার

বিস্তারিত

65. সমকোণী ত্রিভুজাকৃতির একটি মাঠের অতিভুজ ও ভূমির দৈর্ঘ্য যথাক্রমে ১৩ মিটার ও ৫ মিটার। মাঠটির ক্ষেত্রফল--

  • ক. ৬০ বর্গমিটার
  • খ. ৬৫ বর্গমিটার
  • গ. ৪৫ বর্গমিটার
  • ঘ. ৩০ বর্গমিটার

উত্তরঃ ৩০ বর্গমিটার

বিস্তারিত

66. ∆ABC -এ D, E, F যথাক্রমে BC, CA এবং AB বাহুর মধ্যবিন্দু। ∆ABC - এর ক্ষেত্রফল ২৪ বর্গসেঃমিঃ হলে, DEF ত্রিভুজের ক্ষেত্রফল---

  • ক. 24 বর্গসেঃমিঃ
  • খ. 12 বর্গসেঃমিঃ
  • গ. 8 বর্গসেঃমিঃ
  • ঘ. 6 বর্গসেঃমিঃ

উত্তরঃ 6 বর্গসেঃমিঃ

বিস্তারিত

68. একটি ত্রিভুজের ভূমির পরিমাণ ৬ মিটার এবং উচ্চতা ৩ মিটার। ত্রিভুজের ক্ষেত্রফল কত?

  • ক. ১২ বর্গমিটার
  • খ. ৬ বর্গমিটার
  • গ. ১৮ বর্গমিটার
  • ঘ. ৯ বর্গমিটার

উত্তরঃ ৯ বর্গমিটার

বিস্তারিত

72. একটি ত্রিভুজের ভূমি ১২ সে.মি. এবং উচ্চতা ১০ সে.মি. ত্রিভুজটির ক্ষেত্রফল হবে--

  • ক. ১২০ বর্গ সে.মি.
  • খ. ৬০ বর্গ সে.মি.
  • গ. ২৪০ বর্গ সে.মি.
  • ঘ. ১২০ ঘনমিটার

উত্তরঃ ৬০ বর্গ সে.মি.

বিস্তারিত

73. ΔABC এর ∠B = ৯০, BC = ৫ সে.মি., AC = ১৩ সে.মি.। ΔABC -এর অপর বাহু AB-এর দৈর্ঘ্য কত?

  • ক. ৩ সে.মি.
  • খ. ৪ সে.মি.
  • গ. ১২ সে.মি.
  • ঘ. ১১ সে.মি.

উত্তরঃ ১২ সে.মি.

বিস্তারিত

74. একটি সমকোণী ত্রিভুজের দুইটি বাহু যথাক্রমে ৫০ মিটার ও ১২০ মিটার। অতিভুজের দৈর্ঘ্য = ?

  • ক. ১৩০ মিটার
  • খ. ১২০ মিটার
  • গ. ১১০ মিটার
  • ঘ. ১০০ মিটার

উত্তরঃ ১৩০ মিটার

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects