ত্রিভুজ
51. ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে এর ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য কে কি বলা হয়?
- ক. মধ্যমা
- খ. কর্ণ
- গ. অতিভুজ
- ঘ. উচ্চতা
উত্তরঃ উচ্চতা
- ক. ১০ গজ
- খ. ১২ গজ
- গ. ১৪ গজ
- ঘ. ৭ গজ
উত্তরঃ ১৪ গজ
- ক. ১০ গজ
- খ. ১২ গজ
- গ. ১৪ গজ
- ঘ. ১৬ গজ
উত্তরঃ ১২ গজ
54. একটি ত্রিভুজাকৃতি জমির ভূমির পরিমাপ ৮০ মিটার এবং উচ্চতার পরিমাপ ৪৫ মিটার। জমির ক্ষেত্রফল কত?
- ক. ১৮০০ বর্গমিটার
- খ. ৯০০ বর্গমিটার
- গ. ৩৬০০ বর্গমিটার
- ঘ. ২৪০০ বর্গমিটার
উত্তরঃ ১৮০০ বর্গমিটার
- ক. ৬০০ টাকা
- খ. ৬৫০ টাকা
- গ. ৭০০ টাকা
- ঘ. ৭৫০ টাকা
উত্তরঃ ৭৫০ টাকা
56. একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য ১৩, ১৪ ও ১৫ মিটার। ত্রিভুজটির ক্ষেত্রফল কত?
- ক. ৬০ বর্গমিটার
- খ. ৮৪ বর্গমিটার
- গ. ৯০ বর্গমিটার
- ঘ. ১০৮ বর্গমিটার
উত্তরঃ ৮৪ বর্গমিটার
57. সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যদি a হয় তবে ক্ষেত্রফল কত হবে?
- ক. √3/4 a2
- খ. √3/2 a2
- গ. 3/2 a2
- ঘ. 1/2 a2
উত্তরঃ √3/4 a2
58. একটি সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য ৪ সেঃ মিঃ হলে, উহার ক্ষেত্রফল হবে কত?
- ক. √৩ বর্গ সেঃ মিঃ
- খ. ২√৩ বর্গ সেঃ মিঃ
- গ. ৪√৩ বর্গ সেঃ মিঃ
- ঘ. ১/২ √৩ বর্গ সেঃ মিঃ
উত্তরঃ ৪√৩ বর্গ সেঃ মিঃ
59. একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ৫০ বর্গ সেঃ মিঃ। ত্রিভুজের প্রতি বাহুর দৈর্ঘ্য কত?
- ক. ১৫.২ সেঃ মিঃ
- খ. ১০.৫ সেঃ মিঃ
- গ. ১০.৭ সেঃ মিঃ
- ঘ. ১৭.১ সেঃ মিঃ
উত্তরঃ ১০.৭ সেঃ মিঃ
60. একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি ১৬ মিটার এবং অপর দুটি বাহু প্রতিটি ১০ মিটার। ত্রিভুজটির ক্ষেত্রফল কত?
- ক. ৩৬ বর্গমিটার
- খ. ৪২ বর্গমিটার
- গ. ৫০ বর্গমিটার
- ঘ. ৪৮ বর্গমিটার
উত্তরঃ ৪৮ বর্গমিটার
61. একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য ১২ সেমি হলে, ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গসেমি?
- ক. ৩৬
- খ. ৪৮
- গ. ৫৬
- ঘ. ৭২
উত্তরঃ ৩৬
- ক. ৩০ একক
- খ. ২৪ একক
- গ. ২০ একক
- ঘ. ১৫ একক
উত্তরঃ ২৪ একক
- ক. ১০০ বর্গ সে. মি.
- খ. ০.০১ বর্গ মিটার
- গ. ২০০ বর্গ সে. মি.
- ঘ. ০.০২ বর্গ মিটার
উত্তরঃ ০.০১ বর্গ মিটার
- ক. ১৬ মিটার
- খ. ১৭.৫ মিটার
- গ. ১৭ মিটার
- ঘ. ১৮.৫ মিটার
উত্তরঃ ১৭ মিটার
- ক. ৬০ বর্গমিটার
- খ. ৬৫ বর্গমিটার
- গ. ৪৫ বর্গমিটার
- ঘ. ৩০ বর্গমিটার
উত্তরঃ ৩০ বর্গমিটার
- ক. 24 বর্গসেঃমিঃ
- খ. 12 বর্গসেঃমিঃ
- গ. 8 বর্গসেঃমিঃ
- ঘ. 6 বর্গসেঃমিঃ
উত্তরঃ 6 বর্গসেঃমিঃ
67. ত্রিভুজ ABC এর BE = EF = CF, এর AEC ক্ষেত্রফল ৪৮ বর্গফুট হলে, ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল কত বর্গফুট?
- ক. 72
- খ. 60
- গ. 48
- ঘ. 64
উত্তরঃ 72
68. একটি ত্রিভুজের ভূমির পরিমাণ ৬ মিটার এবং উচ্চতা ৩ মিটার। ত্রিভুজের ক্ষেত্রফল কত?
- ক. ১২ বর্গমিটার
- খ. ৬ বর্গমিটার
- গ. ১৮ বর্গমিটার
- ঘ. ৯ বর্গমিটার
উত্তরঃ ৯ বর্গমিটার
69. একটি ত্রিভুজের দুটি কোণের যোগফল ১০০° এবং উক্ত দুটি কোণের বিয়োগফল ৪০°। তৃতীয় কোণের মান হচ্ছে--
- ক. ৮০°
- খ. ৭০°
- গ. ৬০°
- ঘ. কোনটিই নয়
উত্তরঃ ৮০°
70. একটি সমকোণী ত্রিভুজের ভূমি ৬ সে.মি. এবং লম্ব ৮ সে.মি. হলে অতিভুজের দৈর্ঘ্য কত?
- ক. ১২ সে.মি.
- খ. ১০ সে.মি
- গ. ৯ সে.মি.
- ঘ. ৮ সে.মি.
উত্তরঃ ১০ সে.মি
71. ΔABC -এর ভূমি সংলগ্ন দুটি কোণ যথাক্রমে ৪০° ও ৪৫°। অপর কোণটির পরিমাণ কত?
- ক. ৪০°
- খ. ৪৫°
- গ. ৯৫°
- ঘ. ১২০°
উত্তরঃ ৯৫°
72. একটি ত্রিভুজের ভূমি ১২ সে.মি. এবং উচ্চতা ১০ সে.মি. ত্রিভুজটির ক্ষেত্রফল হবে--
- ক. ১২০ বর্গ সে.মি.
- খ. ৬০ বর্গ সে.মি.
- গ. ২৪০ বর্গ সে.মি.
- ঘ. ১২০ ঘনমিটার
উত্তরঃ ৬০ বর্গ সে.মি.
73. ΔABC এর ∠B = ৯০, BC = ৫ সে.মি., AC = ১৩ সে.মি.। ΔABC -এর অপর বাহু AB-এর দৈর্ঘ্য কত?
- ক. ৩ সে.মি.
- খ. ৪ সে.মি.
- গ. ১২ সে.মি.
- ঘ. ১১ সে.মি.
উত্তরঃ ১২ সে.মি.
74. একটি সমকোণী ত্রিভুজের দুইটি বাহু যথাক্রমে ৫০ মিটার ও ১২০ মিটার। অতিভুজের দৈর্ঘ্য = ?
- ক. ১৩০ মিটার
- খ. ১২০ মিটার
- গ. ১১০ মিটার
- ঘ. ১০০ মিটার
উত্তরঃ ১৩০ মিটার
75. ΔABC এ BC বাহুকে Dপর্যন্ত বাড়ানো হল। ∠A = ৫০°, ∠B = ৮০° হলে ∠ACD = কত?
- ক. ৫০°
- খ. ১১০°
- গ. ১৫০°
- ঘ. ১৩০°
উত্তরঃ ১৩০°