সরল ও যৌগিক মুনাফা
- ক. ১২২৫
 - খ. ১২৪০
 - গ. ১২৪০
 - ঘ. ১২৪৫
 
উত্তরঃ ১২৪০
- ক. ১২২৫
 - খ. ১২৩০
 - গ. ১২৪০
 - ঘ. ১২৪৫
 
উত্তরঃ ১২৩০
53. বার্ষিক ১২% মুনাফায় কত বছরে ১০০০০ টাকার মুনাফা ৪৮০০ টাকা হবে?
- ক. ৩ বছর
 - খ. ৪ বছর
 - গ. ৫ বছর
 - ঘ. ৬ বছর
 
উত্তরঃ ৪ বছর
55. বার্ষিক ৮% সুদে ১২০০ টাকার ৫ বছরের যে সুদ হয়, বার্ষিক ৬% সুদে কত টাকার ১০ বছরের তত সুদ হবে?
- ক. ৬০০ টাকা
 - খ. ৮০০ টাকা
 - গ. ১০০০ টাকা
 - ঘ. ১৪০০ টাকা
 
উত্তরঃ ৮০০ টাকা
56. জলিল মিয়া পাঁচ সপ্তাহে ৩৮০ টাকা সঞ্চয় করলে একই হারে তিনি কত সপ্তাহে এ টাকার ২.৬ গুণ সঞ্চয় করবেন?
- ক. ১০ সপ্তাহে
 - খ. ১১ সপ্তাহে
 - গ. ১২ সপ্তাহে
 - ঘ. ১৩ সপ্তাহে
 
উত্তরঃ ১৩ সপ্তাহে
- ক. ৪৮ বছরে
 - খ. ৩৬ বছরে
 - গ. ৩০ বছরে
 - ঘ. ২৪ বছরে
 
উত্তরঃ ৩৬ বছরে
58. শতকরা বার্ষিক 7 টাকা হার সরলসুদে 650 টাকার সুদ কত বছরে 273 টাকা হবে?
- ক. 1 বছর
 - খ. 2 বছর
 - গ. 3 বছর
 - ঘ. 6 বছর
 
উত্তরঃ 6 বছর
59. কোন ব্যাংকে টাকা জমা রাখলে তা ৫ বছর পর দ্বিগুণ হয়ে যায়। সরল সুুদের হার কত?
- ক. ১৮%
 - খ. ২০%
 - গ. ১৬.২৫%
 - ঘ. ১২.৫%
 
উত্তরঃ ২০%
- ক. ২%
 - খ. ৫%
 - গ. ৬%
 - ঘ. ৮%
 
উত্তরঃ ৫%
- ক. ১৮৫০০ টাকা
 - খ. ১৮৭৫০ টাকা
 - গ. ১৯০০০ টাকা
 - ঘ. কোনোটিই নয়
 
উত্তরঃ কোনোটিই নয়
62. শতকরা ২০ টাকা মুনাফায় ৫০০ টাকার ২ বছরের চক্রবৃদ্ধি মূলধন কত?
- ক. ৭৫০ টাকা
 - খ. ৭৪০ টাকা
 - গ. ৭২০ টাকা
 - ঘ. ৭০০ টাকা
 
উত্তরঃ ৭২০ টাকা
63. সুলেমান সাহেব ১৫০০০ টাকা ব্যাংকে জমা করে বছরে সুদ বাবদ ১২৭৫ টাকা আয় করে। বছরের সুদের হার কত?
- ক. ৮%
 - খ. ৮.২৫%
 - গ. ৮.৫%
 - ঘ. ৮.৬%
 
উত্তরঃ ৮.৫%
64. 7% হার সুদে 1000 টাকায় ও বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে?
- ক. 225.04
 - খ. 325.05
 - গ. 125.04
 - ঘ. 115.03
 
উত্তরঃ 225.04
65. 4% হার সুদে কোনো টাকার ২ বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য 1 টাকা হলে মূলধন কত?
- ক. 725 টাকা
 - খ. 650 টাকা
 - গ. 750 টাকা
 - ঘ. 625 টাকা
 
উত্তরঃ 625 টাকা
66. রহিমা ২০% সরল সুদে ৮০০ টাকা এবং ১৫% সরল সুদে ৬০০ টাকা বিনিয়োগ করল। এক বছর পর কত টাকা সুদ পাবেন?
- ক. ২০৫ টাকা
 - খ. ২৫০ টাকা
 - গ. ২২৫ টাকা
 - ঘ. ২৯০ টাকা
 
উত্তরঃ ২৫০ টাকা
67. বার্ষিক সুদের হার ৫% থেকে হ্রাস পেয়ে ৪ ৩/৪% হওয়ায় এক ব্যক্তির ৪০ টাকা আয় কমে গেল। তার মূলধন কত?
- ক. ১৬০০ টাকা
 - খ. ১৬০০০ টাকা
 - গ. ১৬০০০০ টাকা
 - ঘ. ১৬০০০০০ টাকা
 
উত্তরঃ ১৬০০০ টাকা
68. বার্ষিক ১০% হার সুদে কত বছরে ৫০০০ টাকার চক্রবৃদ্ধি মূলধন ৬৬৫৫ টাকা হবে?
- ক. ১ বছর
 - খ. ২ বছর
 - গ. ২ ১/২ বছর
 - ঘ. ৩ বছর
 
উত্তরঃ ৩ বছর
69. ১০% সরল মুনাফায় ২০০০ টাকার ১ বছরের মুনাফা কত টাকা হবে?
- ক. ২০০ টাকা
 - খ. ৩০০ টাকা
 - গ. ৪০০ টাকা
 - ঘ. ১০০ টাকা
 
উত্তরঃ ২০০ টাকা
70. শতকরা বার্ষিক 12 টাকা হার মুনাফায় 500 টাকার কত বছরের সরল মুনাফা 360 টাকা হবে?
- ক. 5 বছর
 - খ. 6 বছর
 - গ. 3 বছর
 - ঘ. 2 বছর
 
উত্তরঃ 6 বছর
72. বার্ষিক শতকরা ১০ টাকা হারে সুদে-আসলে কোনো মূলধন কত বছর পর আসলের দ্বিগুন হবে?
- ক. ৩৫
 - খ. ২০
 - গ. ১০
 - ঘ. ৩০
 
উত্তরঃ ১০
73. শতকরা বার্ষিক কত হার সুদে কোন মূলধন ১০ বছরে সুদে-মূলে তিনগুণ হবে?
- ক. ১০%
 - খ. ১৫%
 - গ. ১২%
 - ঘ. ২০%
 
উত্তরঃ ২০%
74. বার্ষিক ১০% মুনাফায় ৮০০০ টাকার ৩ বছরের চক্রবৃদ্ধি মূলধন হবে -
- ক. ১০৮৫০
 - খ. ১৫৫০০
 - গ. ১০৮০০
 - ঘ. ১০৬৮০
 
সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন
75. বার্ষিক ১৫% মুনাফায় কোনো ব্যাংক থেকে কিছু টাকা নিয়ে এক বছর পর ১৬৮০ টাকা মুনাফা দেয়া হলো। আসল কত ছিল?
- ক. ১২২০০
 - খ. ১১২০০
 - গ. ১০২০০
 - ঘ. ১৩২০০
 
উত্তরঃ ১১২০০