সরল ও যৌগিক মুনাফা
1. কোন আসল 3 বছরে মুনাফা-আসলে 5500 টাকা হয়। মুনাফা আসলের 3/8 অংশ হলে মুনাফার হার কত?
- ক. 10%
 - খ. 12.5%
 - গ. 15%
 - ঘ. 12%
 
উত্তরঃ 12.5%
- ক. 9%
 - খ. 9.2%
 - গ. 8%
 - ঘ. 8.2%
 
উত্তরঃ 9.2%
4. শতকরা 5 টাকা হার সুদের 120 টাকা 3 বছরে সুদ-আসলে কত হয়
- ক. 138 টাকা
 - খ. 137.50 টাকা
 - গ. 148 টাকা
 - ঘ. 135 টাকা
 
উত্তরঃ 138 টাকা
6. ৪০০ টাকায় ৮ মাসের সুদ এবং ৮০০ টাকার ৪ মাসের সুদ একত্রে ২৪ টাকা হলে শতকরা বার্ষিক সুদের হার কত?
- ক. ৩%
 - খ. ৬%
 - গ. ৫%
 - ঘ. 
উত্তরঃ
বিস্তারিত
 
7. ১০% চক্রবৃদ্ধি সুদে ১০০ টাকার ২ বৎসরের সুদ-আসলে কত টাকা হয়?
- ক. ২০ টাকা
 - খ. ২১ টাকা
 - গ. ১২০ টাকা
 - ঘ. ১২১ টাকা
 
উত্তরঃ ১২১ টাকা
8. কোন মূলধন ৪ বছরের সুদে মূলে ৬০০ টাকা এবং ৬ বছরে সুদে মূলে ৭০০ টাকা হলে, মূলধন কত?
- ক. ৬৫০ টাকা
 - খ. ৪০০ টাকা
 - গ. ১০০ টাকা
 - ঘ. ১৩০০ টাকা
 
উত্তরঃ ৪০০ টাকা
9. আপনি পোস্ট অফিসে ১০% চক্রবৃদ্ধি সুদে ১৫০০০ টাকা জমা রাখলে ৩ বছর পরে কত টাকা সুদ পাবেন?
- ক. ৪৫০০
 - খ. ৪৯৬৫
 - গ. ৪০০০
 - ঘ. ১৯৫০০
 
উত্তরঃ ৪৯৬৫
10. সরল সুদের হার কত হলে যেকোনো মূলধন ৮ বছরে সুদে আসলে তিনগুণ হবে?
- ক. ১২.৫%
 - খ. ২০%
 - গ. ১৫%
 - ঘ. ২৫%
 
উত্তরঃ ২৫%
12. শতকরা বার্ষিক কত টাকা হার মুনাফায় ৬৫০ টাকার ৬ বছরের মুনাফা ২৭৩ টাকা হবে?
- ক. ৭
 - খ. ৬.৫০
 - গ. ৬
 - ঘ. ৮
 
উত্তরঃ ৭
13. বার্ষিক ৮% হার সুদে কত বছরে সুদ আসলের সমান হবে?
- ক. ৮ বছর
 - খ. ১২ ১/২ বছর
 - গ. ১০ বছর
 - ঘ. ১৪ বছর
 
উত্তরঃ ১২ ১/২ বছর
16. একই হার মুনাফায় কোনো আসল ৭ বছরে মুনাফা-আসলে দ্বিগুণ হলে কত বছরে মুনাফা আসলে তিনগুণ হবে?
- ক. ১১
 - খ. ১২
 - গ. ১৪
 - ঘ. ২১
 
উত্তরঃ ১৪
17. শতকরা বার্ষিক ১২ টাকা হারে ৬০০ টাকার ৬ মাসের সুদ কত?
- ক. ২৪ টাকা
 - খ. ৩৬ টাকা
 - গ. ৪৮ টাকা
 - ঘ. ৬০ টাকা
 
উত্তরঃ ৩৬ টাকা
18. ৪% হার মুনাফায় কোনো টাকার ২ বছরের মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য ১ টাকা হলে, মুলধন কত?
- ক. ৬২৫ টাকা
 - খ. ৪২৫ টাকা
 - গ. ৩২৫ টাকা
 - ঘ. ৫২৫ টাকা
 
উত্তরঃ ৬২৫ টাকা
19. বার্ষিক ৮% সরল সুদে কত টাকা ৬ বছরে সুদে-আসলে ১০৩৬ টাকা হবে?
- ক. ৫৫০ টাকা
 - খ. ৬৫০ টাকা
 - গ. ৬০০ টাকা
 - ঘ. ৭০০ টাকা
 
উত্তরঃ ৭০০ টাকা
20. ১০% হার মুনাফায় কত টাকার ৪ বৎসরের সুদ ১৪০ টাকা?
- ক. ৩০০ টাকা
 - খ. ৪০০ টাকা
 - গ. ৩৫০ টাকা
 - ঘ. ৪৫০ টাকা
 
উত্তরঃ ৩৫০ টাকা
21. জামিল সাহেব ১০% মুনাফায় ব্যাংকে ৩,০০০ টাকা জমা রাখেন। প্রথম বছরান্তে তার চক্রবৃদ্ধি মূলধন -
- ক. ৩১০০ টাকা
 - খ. ৩২০০ টাকা
 - গ. ৩২৫০ টাকা
 - ঘ. ৩৩০০ টাকা
 
উত্তরঃ ৩৩০০ টাকা
22. ৬% বার্ষিক মুনাফায় কত টাকার বার্ষিক মুনাফা ১২০ টাকা?
- ক. ১২০০ টাকা
 - খ. ১০০০ টাকা
 - গ. ১৫০০ টাকা
 - ঘ. ২০০০ টাকা
 
উত্তরঃ ২০০০ টাকা
24. বার্ষিক ৮% হার সুদে কত বছরে সুদ আসলের সমান হবে?
- ক. ৮ বছরে
 - খ. ১০ বছরে
 - গ. ১২ ১/২ বছরে
 - ঘ. ১৬ বছরে
 
উত্তরঃ ১২ ১/২ বছরে
25. শতকরা বার্ষিক ৫ টাকা হার সুদে কত বছরে ১৭৫ টাকার সুদ ৮৭.৫০ টাকা হবে?
- ক. ৫ বছর
 - খ. ৭ বছর
 - গ. ৮ বছর
 - ঘ. ১০ বছর
 
উত্তরঃ ১০ বছর