সরল ও যৌগিক মুনাফা

78. চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয়ের সূত্র কোনটি?

  • ক. P(1 + r)n - p
  • খ. P(1 + r)n - pnl
  • গ. P(1 + r)n * p
  • ঘ. P(1 + r)n + p

উত্তরঃ P(1 + r)n - p

বিস্তারিত

79. ৬৬৬৬ টাকা বার্ষিক ১০% সুদে কয় বছরে সুদে আসলে ১৩৩৩২ টাকা হবে?

  • ক. ৮ বছর
  • খ. ১৫ বছর
  • গ. ১০ বছর
  • ঘ. ২০ বছর

উত্তরঃ ১০ বছর

বিস্তারিত

80. বার্ষিক শতকরা ১০ টাকা হার সরলসুদে ৪৫০০ টাকার ৩(তিন) বছরের সুদ কত?

  • ক. ১৫০০ টাকা
  • খ. ১৪৫০ টাকা
  • গ. ১৬২০ টাকা
  • ঘ. ১৩৫০ টাকা

উত্তরঃ ১৩৫০ টাকা

বিস্তারিত

83. ব্যাংকে কত টাকা রাখলে ৮ শতাংশ হারে মুনাফায় ২ বছরের চক্রবৃদ্ধি মুলধন ৫২০০ টাকা হবে?

  • ক. ৪৫৫৮.১৬ টাকা
  • খ. ৪০৪০.৭৫ টাকা
  • গ. ৪৪৫৮.১৬ টাকা
  • ঘ. ৫০৫০.৬০ টাকা

উত্তরঃ ৪৪৫৮.১৬ টাকা

বিস্তারিত

84. বার্ষিক ১০% মুনাফায় ৮০০ টাকার ২ বছরের চক্রবৃদ্ধি মূলধন কত?

  • ক. ৯৪০ টাকা
  • খ. ৯৬০ টাকা
  • গ. ৯৬৮ টাকা
  • ঘ. ৯৮০ টাকা

উত্তরঃ ৯৬৮ টাকা

বিস্তারিত

85. বার্ষিক ১০% মুনাফায় ৮০০০ টাকায় ৩ বছরের চক্রবৃদ্ধি মূলধন কত?

  • ক. ১০৮০০ টাকা
  • খ. ১৫০০০ টাকা
  • গ. ১০৮৫০ টাকা
  • ঘ. ১০৬৪৮ টাকা

উত্তরঃ ১০৬৪৮ টাকা

বিস্তারিত

88. বার্ষিক ১২% মুনাফায় ১০০০০ টাকার ৪ বছরের মুনাফা কত?

  • ক. ৪৮০০
  • খ. ৪৫০০
  • গ. ৪০০০
  • ঘ. ১৫০০

উত্তরঃ ৪৮০০

বিস্তারিত

92. 6% হারে নয় মাসে 10,000 টাকার উপর মুনাফা-মুলধন কত হবে?

  • ক. 10,500 টাকা
  • খ. 10,450 টাকা
  • গ. 10,650 টাকা
  • ঘ. 10,600 টাকা

উত্তরঃ 10,450 টাকা

বিস্তারিত

94. শতকরা বার্ষিক ৫ টাকা হার সুদে কোন আসল কত বছরে সুদে আসলে দ্বিগুণ হবে ?

  • ক. ১ বছরে
  • খ. ২০ বছরে
  • গ. ৫ বছরে
  • ঘ. ১০০ বছরে

উত্তরঃ ২০ বছরে

বিস্তারিত

95. ১২% সরল সুদে ২০০০ টাকার ১ বছরে মুনাফা?

  • ক. ২২৫
  • খ. ২৩০
  • গ. ২৫০
  • ঘ. ২৪০

উত্তরঃ ২৪০

বিস্তারিত

96. ৬^১/৪% মুনাফা হারে কত সময়ে ৯৬ টাকার মুনাফা ১৮ টাকা হবে?

  • ক. ২ বছরে
  • খ. বছরে
  • গ. ৩ বছরে
  • ঘ. ৪ বছরে

উত্তরঃ ৩ বছরে

বিস্তারিত

99. বার্ষিক ৫% হার সরল মুনাফায় ১০০০ টাকায় ২ বছরের সুদ কত?

  • ক. ২০ টাকা
  • খ. ১০০ টাকা
  • গ. ২০০ টাকা
  • ঘ. ৩৫০ টাকা

উত্তরঃ ২০ টাকা

বিস্তারিত

100. বার্ষিক সুদের হার ৫% থেকে হ্রাস পেয়ে  হওয়ায় এক ব্যক্তির ৪০ টাকা আয় কমে গেল। তাঁর মূলধন কত?

  • ক. ১৬০০ টাকা
  • খ. ১৬০০০ টাকা
  • গ. ১৬০০০০ টাকা
  • ঘ. ১৬০০০০০ টাকা

উত্তরঃ ১৬০০০ টাকা

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects