ঐকিক নিয়ম সময় ও কাজ
1. একটি কার ওয়াসার মেশিন ৮টি কার ওয়াস করে ১৮ মিনিটে। এ হারে কয়টি কার ওয়াস করা যাবে তিন ঘন্টায়?
- ক. ৫৪ টি
- খ. ৭২ টি
- গ. ৮০ টি
- ঘ. ১২০ টি
উত্তরঃ ৮০ টি
2. যদি কাঁচ পানি অপেক্ষা ২.৫ গুণ বেশি ভারি হয়, তবে ৪০ ঘন সেন্টিমিটার কাঁচের ওজন কত?
- ক. ১০০ গ্রাম
- খ. ২৫০ গ্রাম
- গ. ৬০০ গ্রাম
- ঘ. ১০০০ গ্রাম
উত্তরঃ ১০০ গ্রাম
3. x সংখ্যক আমের দাম y টাকা হলে, a টাকায় কতটি আম পাওয়া যাবে?
- ক. ay/x
- খ. ax/y
- গ. a/yx
- ঘ. yx/a
উত্তরঃ ax/y
- ক. cdp
- খ. 100cd/p
- গ. dp/100c
- ঘ. 100cp/d
সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন
- ক. 15
- খ. 19
- গ. 22
- ঘ. 24
উত্তরঃ 24
6. ১৫টি গরুর মূল্য ৫টি ঘোড়ার মূল্যের সমান। ২টি ঘোড়ার মূল্য ৩০০০ টাকা হলে ৩টি গরুর মূল্য কত?
- ক. ১০০০ টাকা
- খ. ১৮০০ টাকা
- গ. ১৫০০ টাকা
- ঘ. ২০০০ টাকা
উত্তরঃ ১৫০০ টাকা
7. ৮৪ কেজি ধাতু গলিয়ে ৪০০০০ পিন তৈরি করা হলে প্রতিটি পিনের ওজন কত কেজি হবে?
- ক. ০.০২১
- খ. ০.২১
- গ. ০.০০২১
- ঘ. ০.৪৭
উত্তরঃ ০.০০২১
- ক. ১.০০ কেজি
- খ. ১.১৫ কেজি
- গ. ১.২৫ কেজি
- ঘ. ১.৩৫ কেজি
উত্তরঃ ১.২৫ কেজি
- ক. ২৪/৫
- খ. ১৬/৩
- গ. ১১/২
- ঘ. ২৯/৫
উত্তরঃ ১৬/৩
10. ৬ ফুট দীর্ঘ বাঁশের ৪ ফুট দীর্ঘ ছায়া হয়। একই সময়ে একটি গাছের ছায়া ৬৪ ফুট লম্বা। গাছটির উচ্চতা কত ফুট?
- ক. ৯৬
- খ. ৭২
- গ. ১৯২
- ঘ. ৪৪
উত্তরঃ ৯৬
- ক. ৩
- খ. ৬
- গ. ৯
- ঘ. ১৮
উত্তরঃ ৬
- ক. ৪০০ দিন
- খ. ৩৫০ দিন
- গ. ৩০০ দিন
- ঘ. ২০০ দিন
উত্তরঃ ২০০ দিন
- ক. ৩৩/২ দিন
- খ. ৩৫/২ দিন
- গ. ৭৫/৪ দিন
- ঘ. ৩৯/২ দিন
উত্তরঃ ৭৫/৪ দিন
15. যদি ১০টি জাহাজের ১০ দিনে ১০ ট্যাংক তেল লাগে তবে ১টি জাহাজের ১ ট্যাংক তেল দিয়ে কতদিন চলবে?
- ক. ১ দিন
- খ. ৫ দিন
- গ. ১০ দিন
- ঘ. ২০ দিন
উত্তরঃ ১০ দিন
17. ১৫ জন লোক একটি কাজ শেষ করে ৩ ঘন্টায়। ৫ জন লোক ঐ কাজ কত সময়ে শেষ করবে?
- ক. ৫ ঘন্টায়
- খ. ৭.৫ ঘন্টায়
- গ. ৯ ঘন্টায়
- ঘ. ৪ ঘন্টায়
উত্তরঃ ৯ ঘন্টায়
18. ৩ দিনে একটি কাজের ১/২৭ অংশ শেষ হলে ঐ কাজের ৩ গুণ কাজ করতে কত দিন লাগবে?
- ক. ৮১ দিন
- খ. ৯ দিন
- গ. ২৪৩ দিন
- ঘ. ২৭ দিন
উত্তরঃ ২৪৩ দিন
- ক. ১০ দিনে
- খ. ৯ দিনে
- গ. ৮ দিনে
- ঘ. ৬ দিনে
উত্তরঃ ৬ দিনে
- ক. 49 days
- খ. 9 days
- গ. 25 days
- ঘ. 175/6 days
উত্তরঃ 25 days
21. ১৫ জন লোক একটি কাজ ২০ দিনে করলে কত জন লোকে ঐ কাজ ১ দিনে করতে পারবে?
- ক. ১৫০
- খ. ২০০
- গ. ৪৫০
- ঘ. ৩০০
উত্তরঃ ৩০০
- ক. 76
- খ. 72
- গ. 70
- ঘ. None of these
উত্তরঃ None of these
23. ৬০ জন লোক কোন কাজ ১৮ দিনে করতে পারে। উক্ত কাজ ৩৬ জন লোক কতদিনে সম্পন্ন করতে পারবে?
- ক. ৬০ দিনে
- খ. ৩৬ দিনে
- গ. ৩০ দিনে
- ঘ. ১৮ দিনে
উত্তরঃ ৩০ দিনে
- ক. ১৫৫
- খ. ১৭৫
- গ. ১৯৫
- ঘ. ২১৫
উত্তরঃ ১৭৫
25. যদি একটি কাজ ৯ জন লোক ১২ দিনে করতে পারে, অতিরিক্ত ৩ জন লোক নিয়োগ করলে কাজটি কত দিনে শেষ হবে?
- ক. ৭
- খ. ৯
- গ. ১০
- ঘ. ১২
উত্তরঃ ৯