বাংলাদেশ বিষয়াবলি

1. ১৯৭১ সনের কত তারিখে মুজিবনগরে স্বাধীন বাংলাদেশের অস্থায়ী সরকার গঠিত হয়?

  • ক. ৭ মার্চ ১৯৭১ খৃঃ
  • খ. ২৬ মার্চ ১৯৭১ খৃঃ
  • গ. ১০ এপ্রিল ১৯৭১ খৃঃ
  • ঘ. ১৬ ডিসেম্বর ১৯৭১ খৃঃ

উত্তরঃ ১০ এপ্রিল ১৯৭১ খৃঃ

বিস্তারিত

2. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত তারিখে জম্মগ্রহণ করেন?

  • ক. ১ মার্চ ১৯১৯ খঃ
  • খ. ১৭ মার্চ ১৯২০ খৃঃ
  • গ. ১৪ আগস্ট ১৯৪৭ খৃঃ
  • ঘ. ২১ জুন ১৯৪১ খৃঃ

উত্তরঃ ১৭ মার্চ ১৯২০ খৃঃ

বিস্তারিত

3. বহুল আলোচিত মুহুরীর চর কোন জেলায় অবস্থিত?

  • ক. নোয়াখালী
  • খ. ফেনী
  • গ. লালমনিরহাট
  • ঘ. সাতক্ষীরা

উত্তরঃ ফেনী

বিস্তারিত

4. বাংলাদেশ টেলিভিশনের যাত্রা শুরু হয় কত সনে?

  • ক. ১৯৪৭ খৃঃ
  • খ. ১৯৫৮ খৃঃ
  • গ. ১৯৬৪ খৃঃ
  • ঘ. ১৯৬৫ খৃঃ

উত্তরঃ ১৯৬৪ খৃঃ

বিস্তারিত

5. বাংলাদেশের জাতীয় সংসদের প্রথম নির্বাচন কবে অনুষ্ঠিত হয়?

  • ক. ৭ মার্চ ১৯৭৩ খৃঃ
  • খ. ৭ এপ্রিল ১৯৭৩ খৃঃ
  • গ. ১৬ ডিসেম্বর ১৯৭২ খৃঃ
  • ঘ. ৭ ডিসেম্বর ১৯৭২ খৃঃ

উত্তরঃ ৭ মার্চ ১৯৭৩ খৃঃ

বিস্তারিত

6. চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করা হয় কত সনে?

  • ক. ১৭৫৭ খৃঃ
  • খ. ১৭৭০ খৃঃ
  • গ. ১৮৫৭ খৃঃ
  • ঘ. ১৭৯৩ খৃঃ

উত্তরঃ ১৭৯৩ খৃঃ

বিস্তারিত

7. বাংলাদেশ উন্নয়ন ফোরামের সমন্বয়কারী কোন সংস্থা?

  • ক. এ,ডি,বি
  • খ. বিশ্বব্যাংক
  • গ. জাইকা
  • ঘ. আই,এম,এফ

উত্তরঃ বিশ্বব্যাংক

বিস্তারিত

8. বাংলাদেশ ও বার্মার সীমান্তবর্তী নদী কোনটি?

  • ক. গোমতী
  • খ. জিঞ্জিরাম
  • গ. নাফ
  • ঘ. কর্ণফুলী

উত্তরঃ নাফ

বিস্তারিত

9. বাংলাদেশে শেয়ারবাজার কার্যক্রম কোন সংস্থা নিয়ন্ত্রণ করে?

  • ক. অর্থ মন্ত্রণালয়
  • খ. প্রধানমন্ত্রীর কার্যালয়
  • গ. বাংলাদেশ ব্যাংক
  • ঘ. সিকিউরিটিজ একচেঞ্জ

উত্তরঃ সিকিউরিটিজ একচেঞ্জ

বিস্তারিত

11. পূর্বাশা দ্বীপের অপর নাম কি?

  • ক. নিঝুম দ্বীপ
  • খ. সন্দ্বীপ
  • গ. দক্ষিণ তালপট্রি
  • ঘ. কুতুবদিয়া

উত্তরঃ দক্ষিণ তালপট্রি

বিস্তারিত

12. মুজিবনগর কোন জেলায় অবস্থিত?

  • ক. যশোর
  • খ. কুষ্টিয়া
  • গ. মেহেরপুর
  • ঘ. চুয়াডাঙ্গা

উত্তরঃ মেহেরপুর

বিস্তারিত

13. বাংলাদেশের সেন্টমার্টিন দ্বীপ কোন জেলায়?

  • ক. ভোলা
  • খ. নোয়াখালী
  • গ. চট্রগাম
  • ঘ. কক্সবাজার

উত্তরঃ কক্সবাজার

বিস্তারিত

14. বাংলাদেশের সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী বিষয় কী?

  • ক. প্রবাসী শ্রমিক
  • খ. পাট
  • গ. রেডিমেট গার্মেন্টস
  • ঘ. চামড়া

উত্তরঃ রেডিমেট গার্মেন্টস

বিস্তারিত

15. শালবন বিহার কোথায়?

  • ক. গাজীপুর
  • খ. মধুপুর
  • গ. রাজবাড়ী
  • ঘ. কুমিল্লার ময়নামতি পাহাড়ের পাশে

উত্তরঃ কুমিল্লার ময়নামতি পাহাড়ের পাশে

বিস্তারিত

16. ‘সাবাস বাংলাদেশ’ ভাস্কর্যটি কোথায় অবস্থিত?

  • ক. টিএসসি মোড়ে
  • খ. ঢাকা বিশ্ববিদ্যালয়ে
  • গ. রেসকোর্স ময়দানে
  • ঘ. রাজশাহী বিশ্ববিদ্যালয়ে

উত্তরঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে

বিস্তারিত

17. বাংলাদেশর প্রথম প্রধান সেনাপতি কে ছিলেণ?

  • ক. মেঃ জেঃ জিয়াউর রহমান
  • খ. মেঃ জেঃ সফিউল্লা
  • গ. লেঃ জেঃ এইচ, এম এরশাদ
  • ঘ. জেঃ আতাউল গনি ওসমানি

উত্তরঃ জেঃ আতাউল গনি ওসমানি

বিস্তারিত

18. বাংলাদেশের রাজধানী কোথায়?

  • ক. ঢাকা উত্তর
  • খ. ঢাকা দক্ষিণ
  • গ. ঢাকা
  • ঘ. শেরে বাংলা নগর

উত্তরঃ ঢাকা

বিস্তারিত

19. শিল্পী জয়নুল আবেদীনের সংগ্রহশালাটি কোথায়?

  • ক. ঢাকায়
  • খ. ময়মনসিংহে
  • গ. চট্রগাম
  • ঘ. নড়াইলে

উত্তরঃ ময়মনসিংহে

বিস্তারিত

20. বাংলাদেশের কোন ছবি সম্প্রতি ‘কোলকাতা ফিলম ফেস্টিভাল’ পুরস্কার লাভ করে?

  • ক. ওরা এগার জন
  • খ. গেরিলা
  • গ. আবার তোরা মানুষ হ
  • ঘ. স্টপ জেনোসাইড

উত্তরঃ গেরিলা

বিস্তারিত

22. বাংলাদেশের কৃ্ষিতে ‘দোয়েল’-

  • ক. জাতীয় পাখির নাম
  • খ. কৃষি সংস্থার নাম
  • গ. উন্নত জাতের গমের নাম
  • ঘ. কৃষি যন্ত্রের নাম

উত্তরঃ উন্নত জাতের গমের নাম

বিস্তারিত

24. তামাবিল সীমান্তের সাথে ভারতের কোন শহরটি অবস্থিত?

  • ক. করিমগঞ্জ
  • খ. খোয়াই
  • গ. পেট্রাপল
  • ঘ. ডাউকি

উত্তরঃ ডাউকি

বিস্তারিত

25. BTRC -এর ইংরেজি পূর্ণরূপ কোনটি?

  • ক. Bangladesh Telephone Regulatory Commission
  • খ. Bangladesh Telecommunication Regulatory Commission
  • গ. Bangladesh Telecom Regulatory Commission
  • ঘ. Bangladesh Telephone and Regulatory Commission

উত্তরঃ Bangladesh Telecommunication Regulatory Commission

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects