বিচিত্র প্রাণিজগৎ
26. কোন প্রাণী জীবনে একবারও পনি পান করেনা?
- ক. ময়াল সাপ
- খ. ক্যাঙ্গারু র্যাট
- গ. বাদুড়
- ঘ. কাঠবিড়ালী
উত্তরঃ ক্যাঙ্গারু র্যাট
27. আফ্রিকার নিরক্ষীয় নিবিড় অরণ্যে কোন প্রাণী বাস করে?
- ক. সিংহ ও চিতাবাঘ
- খ. গরিলা ও শিম্পাঞ্জী
- গ. জিরাফ ও হরিণ
- ঘ. হায়েনা ও জেব্রা
উত্তরঃ গরিলা ও শিম্পাঞ্জী
30. প্রাণিজগতকে মেরুদণ্ডী ও অমেরুদণ্ডী দুভাগে ভাগ করেন--
- ক. থিওফ্রাস্টাস
- খ. ল্যামার্ক
- গ. মেন্ডেল
- ঘ. অ্যারিস্টটল
উত্তরঃ ল্যামার্ক
- ক. এককোষী আণুবীক্ষণিক পরজীবী
- খ. অকোষী আণুবীক্ষণিক পরজীবী
- গ. বহুকোষী আণুবীক্ষণিক পরজীবী
- ঘ. কোনটিই নয়
উত্তরঃ এককোষী আণুবীক্ষণিক পরজীবী
32. সন্ধিপদী (অর্থ্রোপোডা) প্রাণি হিসেবে পরিচিত?
- ক. আরশোলা
- খ. গলদা চিংড়ি
- গ. মাকড়শা
- ঘ. মশা
উত্তরঃ গলদা চিংড়ি
33. বিপুল ও সোনালী হলো দুটি উন্নত জাতের--
- ক. মাছের জাত
- খ. রেশম পোকা
- গ. পোল্ট্রির জাত
- ঘ. হাঁসের জাত
উত্তরঃ রেশম পোকা
There are no comments yet.