বাস্তব সংখ্যা
251. তিনটি ক্রমিক সংখ্যার গুণফল সর্বদাই নিচের কোন সংখ্যার দ্বারা বিভাজ্য হবে?
- ক. ৫
- খ. ৬
- গ. ৭
- ঘ. ১১
উত্তরঃ ৬
252. চার অংকের বৃহত্তম সংখ্যা হতে তিন অংকের ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল কত হবে?
- ক. ৮৮৯৮
- খ. ৯৮৯৯
- গ. ৯৯৯৯
- ঘ. ৯১৯৯
উত্তরঃ ৯৮৯৯
255. ০৪ থেকে ৮৪ পর্যন্ত ৪ দ্বারা বিভাজ্য সংখ্যাগুলোকে বড় হতে ছোট হিসেবে সাজালে ৮ম সংখ্যাটি কত হবে?
- ক. ৩২
- খ. ৫৬
- গ. ৬০
- ঘ. কোনটিই নয়
উত্তরঃ ৫৬
258. ৪০ থেকে ১০০ পর্যন্ত বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর কত?
- ক. ৫৯
- খ. ৫৬
- গ. ৬০
- ঘ. ৭০
উত্তরঃ ৫৬
261. দুটি সংখ্যার অর্ধেকের যোগফল ৪০। তাদের পার্থক্যের এক চতুর্থাংশ সমান ১৮। ছোট সংখ্যাটি কত?
- ক. ১২
- খ. ৪
- গ. ৮০
- ঘ. ৭৮
উত্তরঃ ৪
263. ১০৫ থেকে ১৩৫ পর্যন্ত সংখ্যার মধ্যবর্তী ক্ষুদ্রতম ও বৃহত্তম মৌলিক সংখ্যাদ্বয়ের গড় কত?
- ক. ১১৯
- খ. ১২০
- গ. ১২১
- ঘ. ১২৩
উত্তরঃ ১১৯
264. ২১৯৫২ সংখ্যাটিকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ সংখ্যা হবে?
- ক. ২
- খ. ৪
- গ. ৭
- ঘ. ৮
উত্তরঃ ৭
266. ০, ১, ২ এবং ৩ দিয়ে গঠিত চার অংকের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল কত?
- ক. ৩১৪৭
- খ. ২২৮৭
- গ. ২১৮৭
- ঘ. ২৯৮৭
উত্তরঃ ২১৮৭
267. যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা ৩২৫ এবং ৫৫০ কে ভাগ করলে প্রতিক্ষেত্রে ২৫ অবশিষ্ট থাকে, তার সেট-
- ক. {৫,১৫,২৫}
- খ. {৭৫}
- গ. {১,৩,৫,১৫,২৫,৭৫}
- ঘ. {৩০০,৫২৫}
উত্তরঃ {৭৫}
- ক. 14
- খ. 42
- গ. 168
- ঘ. 588
উত্তরঃ 588
271. দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 199 হলে, বড় সংখ্যাটি কত ?
- ক. 70
- খ. 80
- গ. 90
- ঘ. 100
উত্তরঃ 100