বাস্তব সংখ্যা
178. দুটি ধনাত্মক সংখ্যার বর্গের সমষ্টি ২৫০ এবং সংখ্যা দুটির গুণফল ১১৭ হলে সংখ্যা দুটি কি কি?
- ক. ১৪, ৮
- খ. ১৫, ৫
- গ. ১২, ৬
- ঘ. ১৩, ৯
উত্তরঃ ১৩, ৯
179. দুটি সংখ্যার যোগফল ৫৫ এবং বড়টির ৫ গুণ ছোট সংখ্যাটির ৬ গুণের সমান। সংখ্যা দুটি হবে -
- ক. ২৫, ২০
- খ. ২৫, ৩০
- গ. ৩০, ২৫
- ঘ. ৩০, ২০
উত্তরঃ ৩০, ২৫
182. ৯৯৯৯ এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল ২, ৩, ৪, ৫ এবং ৬ দ্বারা নিঃশেষ বিভাজ্য হবে?
- ক. ২১
- খ. ৩৯
- গ. ৩৩
- ঘ. ২৯
উত্তরঃ ২১
183. ইরাটোস্থিনিস ছাঁকনির সাহায্যে কোন সংখ্যা সহজেই নির্ণয় করা হয়?
- ক. মৌলিক
- খ. যৌগিক
- গ. জোড়
- ঘ. বেজোড়
উত্তরঃ মৌলিক
188. পাঁচ অংকের বৃহত্তম সংখ্যা হতে পাঁচ অংকের ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে কত হবে?
- ক. ৯৯৯৯৯
- খ. ৮৯৯৯৯
- গ. ৯৯৯৯৮
- ঘ. ১০০০০
উত্তরঃ ৮৯৯৯৯
192. (২৪)৫ কে ন্যূনতম কত দ্বারা গুণ করলে গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে?
- ক. ২
- খ. ৩
- গ. ৬
- ঘ. ২৪
উত্তরঃ ৬
- ক. ৩২
- খ. ৩১
- গ. ৫২
- ঘ. ২৯
উত্তরঃ ৩১
194. তিনটি ক্রমিক সংখ্যার যোগফল ১২৩। ক্ষুদ্রতম সংখ্যা দুটির গুণফল কত?
- ক. ১৬০০
- খ. ১৬৫০
- গ. ১৬৪০
- ঘ. ১৬৮০
উত্তরঃ ১৬৪০
195. ০, ১, ২ এবং ৩ দ্বারা গঠিত চার অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগ ফল -
- ক. ৩১৪৭
- খ. ২২৮৭
- গ. ৩৯৮৭
- ঘ. ২১৮৭
উত্তরঃ ২১৮৭
199. কোন সংখ্যার দুই-তৃতীয়াংশ ঐ সংখ্যার চেয়ে ৫০ কম হলে সংখ্যাটি কত?
- ক. ২০৮
- খ. ৩৫০
- গ. ২৫০
- ঘ. ১৫০
উত্তরঃ ১৫০
200. একটি খুঁটির ১/৩ অংশ মাটির নিচে যার ১/২ অংশ পানির নিচে থাকলে মোট কত অংশ মাটি ও পানির নিচে আছে?
- ক. ১/৩
- খ. ২/৩
- গ. ৫/৬
- ঘ. ৫/৭
উত্তরঃ ৫/৬