বাস্তব সংখ্যা
26. একটি সংখ্যা ১০০ থেকে যত বড় ৩২০ থেকে তত ছোট। সংখ্যাটি কত?
- ক. ১২০
- খ. ২১০
- গ. ২২০
- ঘ. কোনটি নয়
উত্তরঃ ২১০
28. একটি সংখ্যার অর্ধেক তার এক তৃতীয়াংশের চেয়ে ১৭ বেশি। সংখ্যাটি কত?
- ক. ১০২
- খ. ১০৪
- গ. ১০৬
- ঘ. ১০৮
উত্তরঃ ১০২
29. ০, ১, ২, ৩ দ্বারা গঠিত চার অঙ্কের বৃহত্তম সংখ্যার এবং ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগ ফল কত?
- ক. ২৪৪৭
- খ. ২৩৪৭
- গ. ২২০৭
- ঘ. ২১৪৭
সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন
30. ৬০ এবং ৮০ এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা দুইটির অন্তর কত?
- ক. ২
- খ. ১৪
- গ. ১৬
- ঘ. ১৮
উত্তরঃ ১৮
33. m ও n দুটি বিজোড় সংখ্যা হলে, নিম্নের জোড় সংখ্যাটি হলো -
- ক. m - n + 1
- খ. mn
- গ. mn + 2
- ঘ. m + n
উত্তরঃ m + n
34. দুটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার বর্গের অন্তর ২৫। একটি সংখ্যা ১২ হলে অপর সংখ্যাটি -
- ক. ৫
- খ. ৯
- গ. ১১
- ঘ. ১৩
উত্তরঃ ১৩
37. ৪০ হতে ১০০ এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যাদ্বয়ের গড় কত?
- ক. ৬১
- খ. ৬৯
- গ. ৭১
- ঘ. ৭৩
উত্তরঃ ৬৯
38. দুটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার বর্গের অন্তর 45 হলে, সংখ্যা দুটি -
- ক. 21, 22
- খ. 22, 23
- গ. 23, 24
- ঘ. 20, 21
উত্তরঃ 22, 23
41. ২৫ থেকে কোনো সংখ্যাকে বিয়োগ করলে বিয়োগফল সংখ্যা অপেক্ষা ৫ বেশি হবে?
- ক. ৭
- খ. ৯
- গ. ১০
- ঘ. ১২
উত্তরঃ ১০
44. দুইটি সংখ্যার সমষ্টি 47 এবং তাদের অন্তর 7 হলে সংখ্যা দুটি কত?
- ক. 33 এবং 21
- খ. 20 এবং 13
- গ. 27 এবং 34
- ঘ. 27 এবং 20
উত্তরঃ 27 এবং 20
46. তিনটি ক্রমিক সংখ্যার যোগফল ১২৩। ক্ষুদ্রতম সংখ্যা দুইটির গুণফল কত?
- ক. ৬২৫
- খ. ১৬৪০
- গ. ১৬০০
- ঘ. ৯০০
উত্তরঃ ১৬৪০
47. প্রথম ও দ্বিতীয় সংখ্যার গুণফল ৩৫ এবং দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার গুণফল ৬৩। দ্বিতীয় সংখ্যাটি কত?
- ক. ৫
- খ. ৬
- গ. ৭
- ঘ. ৮
উত্তরঃ ৭
48. ৬০ থেকে ১০০ এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যাদ্বয়ের গড় কত?
- ক. ৭০
- খ. ৬৭
- গ. ৮০
- ঘ. ৭৭
উত্তরঃ ৭০
49. দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর ২৩ হলে সংখ্যাদ্বয় কত?
- ক. ১১, ১২
- খ. ১০, ১১
- গ. ১২, ১৩
- ঘ. ৯, ১০
উত্তরঃ ১১, ১২