বাস্তব সংখ্যা
51. দুইটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার বর্গের অন্তর ১৭ হলে সংখ্যাদ্বয়ের যোগফল -
- ক. ৮
- খ. ৯
- গ. ১৭
- ঘ. ১৮
উত্তরঃ ১৭
56. ১০ থেকে ৬০ পর্যন্ত যে সকল মৌলিক সংখ্যার একক স্থানীয় অংক ৯ তাদের সমষ্টি কত?
- ক. ১৪৬
- খ. ৯৯
- গ. ১০৫
- ঘ. ১০৭
উত্তরঃ ১০৭
57. ০, ১, ২ ও ৩ দ্বারা গঠিত চার অংকের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল কত?
- ক. ৩১৪৭
- খ. ২২৮৭
- গ. ২৯৮৭
- ঘ. ২১৮৭
উত্তরঃ ২১৮৭
58. ১০ থেকে ৬০ পর্যন্ত যে সকল মৌলিক সংখ্যার একক স্থানীয় অঙ্ক ৯ তাদের সমষ্টি কত -
- ক. ১৪৬
- খ. ৯৯
- গ. ১০৭
- ঘ. ১০৫
উত্তরঃ ১০৭
- ক. r
- খ. 2r
- গ. 2ry
- ঘ. m-nr
উত্তরঃ 2r
60. Which one of the following is the minimum value of the sum of two integers whose product is 36?
- ক. 12
- খ. 13
- গ. 15
- ঘ. 20
উত্তরঃ 12
- ক. 0
- খ. 1
- গ. 2
- ঘ. cannot be deternined
উত্তরঃ 1
62. ১ থেকে ১০ এর মধ্যে কতটি সংখ্যাকে দুইটি বর্গের সমষ্টিরূপে প্রকাশ করা যায়?
- ক. ৪টি
- খ. ৫টি
- গ. ২টি
- ঘ. ৩টি
উত্তরঃ ৪টি
64. একটি সংখ্যার অর্ধেক তার এক তৃতীয়াংশের চেয়ে ১৭ বেশি। সংখ্যাটি কত?
- ক. ১০২
- খ. ২০৪
- গ. ৫২
- ঘ. ৮৪
উত্তরঃ ১০২
66. দুটি সংখ্যার অনুপাত ৫ : ৮ । উভয়ের সাথে ২ যোগ করলে অনুপাতটি ২ : ৩ হয়। সংখ্যা দুটি কি কি?
- ক. ৭ ও ১১
- খ. ১২ ও ১৮
- গ. ১০ ও ২৪
- ঘ. ১০ ও ১৬
উত্তরঃ ১০ ও ১৬
68. দুইটি ক্রমিক পূর্ণ সংখ্যার বর্গের অন্তর ২৭ হলে বড় সংখ্যাটি কত?
- ক. ১১
- খ. ১৩
- গ. ১৪
- ঘ. ১৫
উত্তরঃ ১৪
69. ০, ১, ২, ৩ ও ৪ দ্বারা গঠিত পাঁচ অংকের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার যোগফল কোনটি?
- ক. ৫৩৪৪০
- খ. ৫৩৪৪২
- গ. ৫৩৪৪৪
- ঘ. ৫৩৪৪৮
উত্তরঃ ৫৩৪৪৪
73. একটি সংখ্যার তিনগুণের সাথে দ্বিগুণ যোগ করলে ৯০ হয়। সংখ্যাটি কত?
- ক. ১৮
- খ. ২৭
- গ. ৩৬
- ঘ. ৪৫
উত্তরঃ ১৮