বাস্তব সংখ্যা
209. একটি সংখ্যা ১০০ থেকে যত বড় ৩২০ থেকে তত ছোট, সংখ্যাটি কত?
- ক. ২০০
- খ. ২১০
- গ. ২২০
- ঘ. ২৪০
উত্তরঃ ২১০
210. তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা ও ক্ষুদ্রতম সংখ্যা দুটির পার্থক্য কত?
- ক. ৯৯৮
- খ. ৯৮৮
- গ. ৮৯৯
- ঘ. ৮৮৮
উত্তরঃ ৮৯৯
211. ১০ থেকে ৬০ পর্যন্ত যে সেকল মৌলিক সংখ্যার একক স্থানীয় মান ৯ তাদের সমষ্টি কত?
- ক. ১০৪
- খ. ৯৯
- গ. ১০৫
- ঘ. ১০৭
উত্তরঃ ১০৭
213. ৪ টাকার ৫/৮ অংশ এবং ২ টাকার ৪/৫ অংশের মধ্যে পার্থক্য কত টাকা?
- ক. ০.০৯
- খ. ১.৬০
- গ. ২.২৫
- ঘ. ০.৯০
উত্তরঃ ০.৯০
214. ৩০ এবং ৪০ এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা দুটির ব্যবধান কত?
- ক. ৫
- খ. ৬
- গ. ৯
- ঘ. ৭
উত্তরঃ ৬
217. তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার সাথে কত যোগ করলে যোগফল ৫ ও ৭ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে?
- ক. ৫
- খ. ৭
- গ. ৯
- ঘ. ২
উত্তরঃ ৫
219. ৫ অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাটি ৭, ১১, ২১, ২৩ দ্বারা নিঃশেষে বিভাজ্য?
- ক. ৯৯১৭৬
- খ. ৯৫৬৩৪
- গ. ৯১৯৯৯
- ঘ. ৯০৬৩৪
উত্তরঃ ৯৫৬৩৪
222. পরপর পাঁচটি সংখ্যার যোগফল ৫৩৫ হলে সবচেয়ে বড় সংখ্যাটি কত হবে?
- ক. ১১৮
- খ. ১১২
- গ. ১১৫
- ঘ. ১১৩
উত্তরঃ ১১২
223. কোন সংখ্যার ১/২ অংশের সাথে ৬ যোগ করলে সংখ্যাটির ২/৩ অংশ হবে। সংখ্যাটি কত?
- ক. ৩৫
- খ. ৫২
- গ. ২৩
- ঘ. ৩৬
উত্তরঃ ৩৬