বাস্তব সংখ্যা
230. একটি ভগ্নাংশের লব ও হরের পার্থক্য ২ এবং সমষ্টি ১৬। ভগ্নাংশটি কত?
- ক. ৭/৯
- খ. ৯/৭
- গ. ৯/১১
- ঘ. ৩/১৩
উত্তরঃ ৯/৭
232. দুইটি সংখ্যার অর্ধেকের যোগফল ৫। তাদের পার্থক্যের এক চতুর্থাংশ ৪ হলে সংখ্যাদ্বয় কত?
- ক. ৪৪,৬০
- খ. ২৫,৩৫
- গ. ৫৪,৭০
- ঘ. ৩৫,৪৫
উত্তরঃ ৪৪,৬০
234. তিনটি স্বাভাবিক ক্রমিক সংখ্যার গুণফল সর্বদাই কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হবে?
- ক. 2
- খ. 6
- গ. 4
- ঘ. 3
উত্তরঃ 2
- ক. ১
- খ. ১/৩
- গ. ২
- ঘ. ১/২
উত্তরঃ ১/২
236. কোন ক্ষুদ্রতম সংখ্যার সাথে ১০ যোগ করলে যোগফল ১৬, ২৪, ৩২ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে?
- ক. ৯৬
- খ. ৯১
- গ. ৮৬
- ঘ. ১০৬
উত্তরঃ ৮৬
240. কোন সংখ্যার এক চতুর্থাংশের সহিত ২০ যোগ করলে যোগফল ১০০ হয়।
- ক. ১৬০
- খ. ২৪০
- গ. ৩৬০
- ঘ. ৩২০
উত্তরঃ ৩২০
241. নিচের কোন ফলাফলটি ৯ দ্বারা বিভাজ্য?
- ক. ৫২ +২ ৫
- খ. ৫২৭ + ৭২৫
- গ. ৪১২ + ২৩৪
- ঘ. ৭৫ - ৫৭
উত্তরঃ ৭৫ - ৫৭
243. শূন্যসহ সকল ধনাত্মক ও ঋণাত্মক অখন্ড সংখ্যা সমূহকে কী বলা হয়?
- ক. মূলদ সংখ্যা
- খ. অমূলদ সংখ্যা
- গ. পূর্ণ সংখ্যা
- ঘ. স্বাভাবিক সংখ্যা
উত্তরঃ পূর্ণ সংখ্যা
244. দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর ৩৭ হলে সংখ্যা দুটি কত?
- ক. ১৯, ২০
- খ. ১৭, ১৮
- গ. ১৮, ১৯
- ঘ. ১৬, ১৭
উত্তরঃ ১৮, ১৯
247. দুইটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার বর্গের অন্তর ৪৫ হলে সংখ্যা দুইটি কত?
- ক. ২০, ২১
- খ. ২১, ২২
- গ. ২২, ২৩
- ঘ. ২৩, ২৪
উত্তরঃ ২২, ২৩