উদ্ভিদ জগৎ

26. একটি আদর্শ ফলে পাওয়া যায়

  • ক. বীজপত্র ও ফলত্বক
  • খ. বীজ ও বীজপত্র
  • গ. বহিঃত্বক ও অন্তঃত্বক
  • ঘ. বহিঃত্বক, মধ্যত্বক এবং অন্তঃত্বক

উত্তরঃ বহিঃত্বক, মধ্যত্বক এবং অন্তঃত্বক

বিস্তারিত

27. নিরপেক্ষ দিনের উদ্ভিদ?

  • ক. শশা
  • খ. সূর্যমুখী
  • গ. আউশ ধান
  • ঘ. সবগুলি

উত্তরঃ সবগুলি

বিস্তারিত

28. নিরপেক্ষ দিনের ফসল

  • ক. আমন ধান
  • খ. আখ
  • গ. আউশ ধান
  • ঘ. তামাক

উত্তরঃ আউশ ধান

বিস্তারিত

30. ছায়াবৃক্ষ কোন বাগানের সাথে সম্পর্কযুক্ত?

  • ক. আম বাগান
  • খ. চা বাগান
  • গ. কলা বাগান
  • ঘ. পেয়ারা বাগন

উত্তরঃ চা বাগান

বিস্তারিত

31. অঙ্কুরোদগমের জন্য দরকার হয়-

  • ক. তাপ ও পানি
  • খ. পানি ও অক্সিজেন
  • গ. অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইড
  • ঘ. তাপ, পানি ও অক্সিজেন

উত্তরঃ তাপ, পানি ও অক্সিজেন

বিস্তারিত

32. বীজের অঙ্কুরোদগমের জন্য অত্যাবশ্যকীয় উপাদান কোনটি

  • ক. পানি-তাপ-বায়ু
  • খ. মাটি-সার-পানি
  • গ. মাটি-তাপ-আলো
  • ঘ. মাটি-আলো-বায়ু

উত্তরঃ পানি-তাপ-বায়ু

বিস্তারিত

33. ধান গাছ কোন জাতীয় উদ্ভিদ?

  • ক. ছত্রাক
  • খ. ঘাস
  • গ. মস
  • ঘ. শৈবাল

উত্তরঃ ঘাস

বিস্তারিত

34. সবচেয়ে বড় ঘাস

  • ক. শিম গাছ
  • খ. লাউ গাছ
  • গ. বট গাছ
  • ঘ. বাঁশ

উত্তরঃ বাঁশ

বিস্তারিত

35. সয়াবিন কি জাতীয় শস্য?

  • ক. তৈল জাতীয়
  • খ. তৈল ও ডাল জাতীয়
  • গ. দানা জাতীয়
  • ঘ. ডাল জাতীয়

উত্তরঃ তৈল জাতীয়

বিস্তারিত

36. কোনটি তৈল বীজ নয়?

  • ক. তিসি
  • খ. সরিষা
  • গ. অড়হর
  • ঘ. তিল

উত্তরঃ অড়হর

বিস্তারিত

37. উদ্ভিদ বিজ্ঞানের সংজ্ঞায় গোল আলুকে কি বলে?

  • ক. ফল
  • খ. ফুল
  • গ. কাণ্ড
  • ঘ. মুল

উত্তরঃ কাণ্ড

বিস্তারিত

38. কোনটি মুল?

  • ক. কচু
  • খ. গোল আলু
  • গ. শালগম
  • ঘ. আদা

উত্তরঃ আদা

বিস্তারিত

39. রূপান্তরিত মূল কোনটি?

  • ক. ওলকপি
  • খ. মিষ্টি আলু
  • গ. কচু
  • ঘ. আদা

উত্তরঃ মিষ্টি আলু

বিস্তারিত

40. জলজ উদ্ভিদ সহজে ভাসতে পারে, কারণ-

  • ক. এরা অনেক ছোট হয
  • খ. এদের কাণ্ডে অনেক বায়ু কুঠুরী থাকে
  • গ. এরা পানিতে জন্মে
  • ঘ. এদের পাতা অনেক কম থাকে

উত্তরঃ এদের কাণ্ডে অনেক বায়ু কুঠুরী থাকে

বিস্তারিত

41. কচুরীপানা পানিতে ভাসে, কারণ এদের-

  • ক. শিকর লম্বা
  • খ. পাতাগুরো ছড়ান
  • গ. কাণ্ড ফাঁপা
  • ঘ. সবগুলোই ঠিক

উত্তরঃ কাণ্ড ফাঁপা

বিস্তারিত

42. মরুভূমিতে জন্মানো উদ্ভিদকে কি বলে?

  • ক. হ্যালোফাইট
  • খ. হাইড্রোফাইট
  • গ. জেরোফাইট
  • ঘ. কোনটিই নয়

উত্তরঃ জেরোফাইট

বিস্তারিত

43. ‘লেটব্লাইট’ কোন ফসলের রোগ

  • ক. ধান
  • খ. কলা
  • গ. মরিচ
  • ঘ. আলু

উত্তরঃ আলু

বিস্তারিত

44. ‘লালপচা’ কোন ফসলের রোগ

  • ক. সরিষা
  • খ. গম
  • গ. ধান
  • ঘ. আখ

উত্তরঃ আখ

বিস্তারিত

45. পৃথিবীর সবচেয়ে সুস্বাদু ফল

  • ক. আম
  • খ. কাঁঠাল
  • গ. ডুরিয়ান
  • ঘ. রোজবেরী

উত্তরঃ আম

বিস্তারিত

46. বাংলাদেশের জাতীয় ফল কি?

  • ক. আম
  • খ. জাম
  • গ. লিচু
  • ঘ. কাঁঠাল

উত্তরঃ কাঁঠাল

বিস্তারিত

47. পানিতে কিচমিচ ডুবিয়ে রাখলে কিছুক্ষণের মধ্য ফুলে উঠে, এটা হয়-

  • ক. ব্যাপন প্রক্রিয়ায়
  • খ. অভিস্রবণ প্রক্রিয়ায়
  • গ. শ্বসন বেশি
  • ঘ. বিপাক প্রক্রিয়ায়

উত্তরঃ অভিস্রবণ প্রক্রিয়ায়

বিস্তারিত

48. কোন উদ্ভিদের কান্ড পাতায় রুপান্তরিত হয়ে পাতার কাজ করে?

  • ক. ফার্ন
  • খ. ফণীমনসা
  • গ. পাথরকুচি
  • ঘ. আদা

উত্তরঃ ফণীমনসা

বিস্তারিত

49. ধানের বাদামী রোগ হয় ---

  • ক. ভাইরাস দ্বারা
  • খ. ব্যাক্টেরিয়া দ্বারা
  • গ. ব্যাক্টেরিওফায দ্বারা
  • ঘ. ছত্রাক দ্বারা

উত্তরঃ ছত্রাক দ্বারা

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects