ইলেকট্রনিক্স
26. টেলিভিশনে ছবি প্রেরণের সময় ছবিকে যে পদ্ধতিতে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করা হয়, তাকে কি বলা হয়
- ক. ট্যনিং
- খ. স্ক্যানিং
- গ. স্ক্রিনিং
- ঘ. গ্যানিং
উত্তরঃ স্ক্যানিং
28. দূরবর্তী স্থানে ছবি ও লেখা পাঠানোর ইলেকট্রনিক ব্যবস্থার নাম কি?
- ক. টেলিপ্রিন্টিং
- খ. টেলিগ্রাফি
- গ. টেলেক্স
- ঘ. ফ্যাক্স
উত্তরঃ ফ্যাক্স
29. কোন যন্ত্রের সাথে কম্পিউটার যুক্ত থাকে?
- ক. সেলুলার ফোন
- খ. টেলিগ্রাফি
- গ. ই-মেইল
- ঘ. ফ্যাক্স
উত্তরঃ ফ্যাক্স
30. ক্যাপাসিটরের প্রধান কাজ কি?
- ক. বিদ্যুৎ প্রবাহে বাধা প্রদান
- খ. বিদ্যুৎ প্রবাহে সহায়তা করা
- গ. তাপ ক্ষয় করা
- ঘ. শক্তি সংরক্ষণ করা
উত্তরঃ শক্তি সংরক্ষণ করা
31. আধুনিক মুদ্রণ ব্যবস্থায় ধাতুনির্মিত অক্ষরের প্রয়োজন ফুরাইবার বড় কারণ-
- ক. কম্পিউটার
- খ. অফসেট প্রিন্ট
- গ. ফটো লিথোগ্রাফী
- ঘ. প্রসেস ক্যামেরা
উত্তরঃ ফটো লিথোগ্রাফী
32. অধিকাংশ ফটোকপি মেশিন কাজ করে-
- ক. অফসেট মুদ্রণ পদ্ধতিতে
- খ. পোলারয়েড ফটোগ্রাফি পদ্ধতিতে
- গ. ডিজিট্যাল ইমেজিং পদ্ধতিতে
- ঘ. স্থির বৈদ্যুতিক ইমেজিং পদ্ধতিতে
উত্তরঃ পোলারয়েড ফটোগ্রাফি পদ্ধতিতে
33. ব্লাক বক্স কি?
- ক. যাদুর বাক্স
- খ. বিমানে রক্ষিত ফ্লাইট ডাটা রেকর্ডারস
- গ. স্টীলের কালো বাক্স
- ঘ. কাঠের কালো বাক্স
উত্তরঃ বিমানে রক্ষিত ফ্লাইট ডাটা রেকর্ডারস
34. ‘ব্লাক বক্স’ যন্ত্রটি ব্যবহার হয়-
- ক. বিমানে
- খ. রকেটে
- গ. সামুদ্রিক জাহাজে
- ঘ. পারমাণবিক বোমায়
উত্তরঃ বিমানে
- ক. একটি যন্ত্র যা ভোল্টেজ তৈরি করে
- খ. একটি যন্ত্র যা তাপকে বিদ্যুতে পরিবর্তন করে
- গ. একটি যন্ত্র যা এক ধরনের শক্তিকে অন্য ধরনের শক্তিতে পরিবর্তন করে
- ঘ. উপরের সবক'টি
সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন
There are no comments yet.