রক্ত ও রক্তসংবহনতন্ত্র

26. কিসের জন্য রক্ত জমাট বাঁধে না?/রক্তনালীতে রক্ত জমাট না বাধার জন্য দায়ী কোনটি?

  • ক. হেপরিন
  • খ. হিস্টামিন
  • গ. হিমোগ্লোবিন
  • ঘ. লিস্ফোসাইট

উত্তরঃ হেপরিন

বিস্তারিত

27. দেহের অভ্যন্তরে রক্ত জমাট বাধে না কেন?

  • ক. রক্তে হেপারিন থাকায়
  • খ. রক্ত চলাচলের জন্য
  • গ. মাংশপেশির ক্রিয়ায়
  • ঘ. জারন ক্রিয়ায়

উত্তরঃ রক্তে হেপারিন থাকায়

বিস্তারিত

29. কোন রক্ত গ্রুপকে সর্বজনীন দাতা বলা হয?

  • ক. গ্রুপ A
  • খ. গ্রুপ B
  • গ. গ্রুপ O
  • ঘ. গ্রুপ AB

উত্তরঃ গ্রুপ O

বিস্তারিত

30. কোন রক্ত গ্রুপকে সার্বজনীন গ্রহীতা বলে?

  • ক. A রক্তগ্রুপকে
  • খ. B রক্তগ্রুপকে
  • গ. AB রক্তগ্রুপকে
  • ঘ. O রক্তগ্রুপকে

উত্তরঃ AB রক্তগ্রুপকে

বিস্তারিত

31. নাড়ীর স্পন্দন প্রবাহিত হয়-

  • ক. ধমনীর ভিতর দিয়া
  • খ. শিরার ভিতর দিয়া
  • গ. বায়ুর ভিতর দিয়া
  • ঘ. ল্যাকটিয়ালের ভিতর দিয়া

উত্তরঃ ধমনীর ভিতর দিয়া

বিস্তারিত

32. ডাক্তার রোগীর নাড়ী দেখার সময় প্রকৃতপক্ষে কি দেখেন?

  • ক. শিরার স্পন্দন
  • খ. ধমনীর স্পন্দন
  • গ. স্নায়ুর গতি
  • ঘ. হৃৎপিণ্ডের স্পন্দন

উত্তরঃ ধমনীর স্পন্দন

বিস্তারিত

34. স্বাভাবিক পূর্ণবয়স্ক মানুষের Pulse/min

  • ক. ৬৪
  • খ. ৮০
  • গ. ৭২
  • ঘ. ১০০

উত্তরঃ ৭২

বিস্তারিত

35. What is high blood pressure?

  • ক. Pressure exerted by air on blood
  • খ. Pressure exerted by liquid on blood
  • গ. Excess of pressure exerted by blood against blood vessels
  • ঘ. 150/100

উত্তরঃ Excess of pressure exerted by blood against blood vessels

বিস্তারিত

36. যে প্রাণীর তিনটি হৃৎপিণ্ড রয়েছে-

  • ক. হাঙ্গর
  • খ. কাটল ফিস
  • গ. কস্তুরী মৃগ
  • ঘ. বানর

উত্তরঃ কাটল ফিস

বিস্তারিত

37. হৃদপিন্ডের আবরণকারী পদার্থের নাম?

  • ক. পেরিটোনিয়াম
  • খ. পেরিকার্ডিয়াম
  • গ. প্লুরা
  • ঘ. যকৃতে

উত্তরঃ পেরিকার্ডিয়াম

বিস্তারিত

38. মানুষের হৃৎপিন্ডে কতটি প্রকোষ্ঠ থাকে?

  • ক. দুটি
  • খ. চারটি
  • গ. ছয়টি
  • ঘ. আটটি

উত্তরঃ চারটি

বিস্তারিত

39. কোন বাক্যটি সঠিক

  • ক. হৃৎপিন্ডে অলিন্দের অবস্থান উপরে
  • খ. হৃৎপিন্ডে নিলয়ের অবস্থান নিচে
  • গ. হৃৎপিন্ডে ২টি করে অলিন্দ ও নিলয় আছে
  • ঘ. উপরের সবগুলো

উত্তরঃ উপরের সবগুলো

বিস্তারিত

40. ব্যাঙের হৃদপিন্ডে কয়টি প্রকোষ্ঠ আছে?

  • ক. একটি
  • খ. দুইটি
  • গ. তিনটি
  • ঘ. চারটি

উত্তরঃ তিনটি

বিস্তারিত

41. ডায়াস্টোল বলতে বুঝায়-

  • ক. হৃৎপিন্ডের প্রসারণ
  • খ. হৃৎপিন্ডের সংকোচন
  • গ. হৃৎপিন্ডে রক্ত প্রবেশ করা
  • ঘ. হৃৎপিন্ডের সংকোচন ও প্রসারণ

উত্তরঃ হৃৎপিন্ডের প্রসারণ

বিস্তারিত

42. হৃৎপিন্ডের প্রকোষ্ঠের প্রসারণকে বলা হয়--

  • ক. সিস্টোল
  • খ. ডায়াস্টোল
  • গ. উভয়টিই সত্য
  • ঘ. কোনটিই সত্য নয়

উত্তরঃ ডায়াস্টোল

বিস্তারিত

43. হৃৎপিন্ডের প্রকোষ্ঠের সংকোচনকে বলা হয়-

  • ক. সিস্টোল
  • খ. ডায়াস্টোল
  • গ. উভয়টিই সত্য
  • ঘ. কোনটিই নয়

উত্তরঃ সিস্টোল

বিস্তারিত

44. সিস্টোলিক চাপ বলতে বোঝায়-

  • ক. হৃৎপিন্ডের সংকোচন চাপ
  • খ. হৃৎপিন্ডের প্রসারণ চাপ
  • গ. হৃৎপিন্ডের প্রসারণ ও সংকোচন চাপ
  • ঘ. এর কোনটিই নয়

উত্তরঃ হৃৎপিন্ডের সংকোচন চাপ

বিস্তারিত

45. হার্ট সাউন্ড কত ধরনের?

  • ক. এক ধরনের
  • খ. দুই ধরনের
  • গ. তিন ধরনের
  • ঘ. চার ধরনের

উত্তরঃ চার ধরনের

বিস্তারিত

46. কোনটি হৃদরোগের কারণ?

  • ক. পরিমিত ঘুম
  • খ. ধূমপান
  • গ. সুষমখাদ্য গ্রহণ
  • ঘ. রক্তপাত

উত্তরঃ ধূমপান

বিস্তারিত

47. চিকিৎসাবিজ্ঞান বিষয়ক কোন উক্তিটি সঠিক নয়?

  • ক. শব্দ তরঙ্গ ব্যবহার করে হৃৎপিন্ড পরীক্ষার পদ্ধতিকে Echo-cardiography বলা হয়
  • খ. Coronary angiography হৃদরোগের চিকিৎসা
  • গ. Coronary bypass হৃদরোগের চিকিৎসা
  • ঘ. E.T.T দ্বারা হৃৎপিন্ডের কর্মক্ষমতা পরিমাপ করা হয়

উত্তরঃ Coronary angiography হৃদরোগের চিকিৎসা

বিস্তারিত

48. What is Cardiograph?

  • ক. To measure blood
  • খ. To measure urine
  • গ. To measure stool
  • ঘ. To recorded movement of heart

উত্তরঃ To recorded movement of heart

বিস্তারিত

49. এনজিওপ্লাস্টি হচ্ছে-

  • ক. হৃৎপিন্ডের মৃত টিস্যু কেটে ফেলে দেওয়া
  • খ. হৃৎপিন্ডের বন্ধ শিরা বেলুনের সাহায্যে ফুলানো
  • গ. হৃৎপিন্ডের টিস্যুতে নতুন টিস্যু সংযোজন
  • ঘ. হৃৎপিন্ডের নতুন শিরা সংযোজন

উত্তরঃ হৃৎপিন্ডের বন্ধ শিরা বেলুনের সাহায্যে ফুলানো

বিস্তারিত

50. লসিকার বৈশিষ্ট্য কোনগুলো?

  • ক. ক্ষারীয়
  • খ. লোহিত রক্তকণিকা অনুপস্থিত
  • গ. শ্বেত রক্তকণিকা অনুপস্থিত
  • ঘ. উপরের ক ও খ উভয়ই

উত্তরঃ উপরের ক ও খ উভয়ই

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects