রেখা কোণ ত্রিভুজ ও চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য

152. ৩০ মিটার উচ্চতা ও ২০ মিটার ভূমি বিশিষ্ট ত্রিভুজের ক্ষেত্রফল কত বর্গ মিটার?

  • ক. ৪০০ বর্গ মিটার
  • খ. ৩০০ বর্গ মিটার
  • গ. ৬০০ বর্গ মিটার
  • ঘ. ১৫০ বর্গ মিটার

উত্তরঃ ৩০০ বর্গ মিটার

বিস্তারিত

153. একটি বিষমবাহু ত্রিভুজের বাহু তিনটির পরিমাণ ৪২ সে.মি. , ৩৪ সে.মি. এবং ২০ সে.মি.। ত্রিভুজটির ক্ষেত্রফল কত?

  • ক. ২৫৬ বর্গ সে.মি.
  • খ. ৩২৮ বর্গ সে.মি.
  • গ. ৩৩৬ বর্গ সে.মি.
  • ঘ. ৫৭৬ বর্গ সে.মি.

উত্তরঃ ৩৩৬ বর্গ সে.মি.

বিস্তারিত

156. যে কোণের ডিগ্রী এর পরিমাণ ৯০ হলে তাকে কী বলে?

  • ক. সমকোণ
  • খ. স্থুলকোণ
  • গ. সরলকোণ
  • ঘ. সূক্ষ্মকোণ

উত্তরঃ সমকোণ

বিস্তারিত

157. ABC সমকোণী ত্রিভুজের তিনটি বাহু a, b, c হলে, নিচের কোনিট সত্য?

  • ক. a + b = c
  • খ. a2 + b2 = c2
  • গ. (a+b)2 = c2
  • ঘ. কোনটিই নয়

উত্তরঃ a2 + b2 = c2

বিস্তারিত

158. 0 কোণের পূরক কোণ কোনটি?

  • ক. ০
  • খ. ৯০
  • গ. ৪৫
  • ঘ. ১৮০

উত্তরঃ ৯০

বিস্তারিত

159. একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ৫০ বর্গ সে.মি.। ত্রিভুজটির প্রতি বাহুর দৈর্ঘ্য কত?

  • ক. ১৫.২ সে.মি.
  • খ. ১০.৫ সে.মি.
  • গ. ১০.৭ সে.মি.
  • ঘ. ১৭.১ সে.মি.

উত্তরঃ ১০.৭ সে.মি.

বিস্তারিত

163. ৫৫ কোণের পূরক কোণ কত?

  • ক. ৩৫
  • খ. ১৩৫
  • গ. ১২৫
  • ঘ. ৪৫

উত্তরঃ ৩৫

বিস্তারিত

164. সামন্তরিকের ক্ষেত্রফল কোনটি?

  • ক. দৈর্ঘ্য * প্রস্থ
  • খ. ভূমি * উচ্চতা
  • গ. ভূমি * উচ্চতা
  • ঘ. ১/২ * ভূমি * উচ্চতা

উত্তরঃ ভূমি * উচ্চতা

বিস্তারিত

165. 180 - x কোণের সম্পূরক কোণ কত?

  • ক. 0
  • খ. 45
  • গ. x+90
  • ঘ. x

উত্তরঃ x

বিস্তারিত

167. যে চতুর্ভুজের সবগুলো বাহু সমান কিন্তু কোন কোণই সমকোণ নয় তাকে কী বলে?

  • ক. বর্গক্ষেত্র
  • খ. আয়তক্ষেত্র
  • গ. সামন্তরিক
  • ঘ. রম্বস

উত্তরঃ রম্বস

বিস্তারিত

168. একটি জমির দৈর্ঘ্য ৯০ ফুট এবং প্রস্থ ৮০ ফুট। ঐ জমির পরিমাণ কত?

  • ক. ৫ কাঠা
  • খ. ৭ কাঠা
  • গ. ১০ কাঠা
  • ঘ. ২০ কাঠা

উত্তরঃ ১০ কাঠা

বিস্তারিত

169. একটি কোণের পরিমাণ ১৮১ ডিগ্রি হলে একে কী কোণ বলে?

  • ক. সমকোণ
  • খ. প্রবৃদ্ধ কোণ
  • গ. সূক্ষ্মকোণ
  • ঘ. স্থুলকোণ

উত্তরঃ প্রবৃদ্ধ কোণ

বিস্তারিত

170. কোনটি সরল কোণ?

  • ক. ১২০
  • খ. ১৮০
  • গ. ০
  • ঘ. ৯০

উত্তরঃ ১৮০

বিস্তারিত

173. সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পর সমান হলে সামান্তরিকটি হবে -

  • ক. আয়তক্ষেত্র
  • খ. রম্বস
  • গ. ট্রাপিজিয়াম
  • ঘ. বর্গক্ষেত্র

উত্তরঃ আয়তক্ষেত্র

বিস্তারিত

175. সমকোণী ত্রিভুজের একটি কোণ ৩০ ডিগ্রি হলে অপরটি কত?

  • ক. ১২০ ডিগ্রি
  • খ. ৩০ ডিগ্রি
  • গ. ৫০ ডিগ্রি
  • ঘ. ৬০ ডিগ্রি

উত্তরঃ ৬০ ডিগ্রি

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects