রেখা কোণ ত্রিভুজ ও চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য
152. ৩০ মিটার উচ্চতা ও ২০ মিটার ভূমি বিশিষ্ট ত্রিভুজের ক্ষেত্রফল কত বর্গ মিটার?
- ক. ৪০০ বর্গ মিটার
- খ. ৩০০ বর্গ মিটার
- গ. ৬০০ বর্গ মিটার
- ঘ. ১৫০ বর্গ মিটার
উত্তরঃ ৩০০ বর্গ মিটার
- ক. ২৫৬ বর্গ সে.মি.
- খ. ৩২৮ বর্গ সে.মি.
- গ. ৩৩৬ বর্গ সে.মি.
- ঘ. ৫৭৬ বর্গ সে.মি.
উত্তরঃ ৩৩৬ বর্গ সে.মি.
- ক. ১২ ফুট
- খ. ৯ ফুট
- গ. ৬ ফুট
- ঘ. ৩ ফুট
উত্তরঃ ৬ ফুট
156. যে কোণের ডিগ্রী এর পরিমাণ ৯০ হলে তাকে কী বলে?
- ক. সমকোণ
- খ. স্থুলকোণ
- গ. সরলকোণ
- ঘ. সূক্ষ্মকোণ
উত্তরঃ সমকোণ
157. ABC সমকোণী ত্রিভুজের তিনটি বাহু a, b, c হলে, নিচের কোনিট সত্য?
- ক. a + b = c
- খ. a2 + b2 = c2
- গ. (a+b)2 = c2
- ঘ. কোনটিই নয়
উত্তরঃ a2 + b2 = c2
159. একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ৫০ বর্গ সে.মি.। ত্রিভুজটির প্রতি বাহুর দৈর্ঘ্য কত?
- ক. ১৫.২ সে.মি.
- খ. ১০.৫ সে.মি.
- গ. ১০.৭ সে.মি.
- ঘ. ১৭.১ সে.মি.
উত্তরঃ ১০.৭ সে.মি.
160. একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল ঐ সরলরেখার ২৫ শতাংশের উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফলের কতগুণ?
- ক. ১৬
- খ. ২৫
- গ. ২৪
- ঘ. ৩২
উত্তরঃ ১৬
161. একটি ত্রিভুজের ২টি কোণের অনুপাত ৩ : ৫। তৃতীয় কোণটি ৫২ হলে ছোট কোণটির পরিমাণ কত?
- ক. ৪৮
- খ. ৪৫
- গ. ৬৭
- ঘ. ৮০
উত্তরঃ ৪৮
162. রম্বসের একটি বাহু ও একটি কর্ণের দৈর্ঘ্য যথাক্রমে 13cm এবং 23cm। রম্বসটির অপর কর্ণের দৈর্ঘ্য কত?
- ক. 10
- খ. 12
- গ. 16
- ঘ. 5
উত্তরঃ 10
164. সামন্তরিকের ক্ষেত্রফল কোনটি?
- ক. দৈর্ঘ্য * প্রস্থ
- খ. ভূমি * উচ্চতা
- গ. ভূমি * উচ্চতা
- ঘ. ১/২ * ভূমি * উচ্চতা
উত্তরঃ ভূমি * উচ্চতা
- ক. 20
- খ. 30
- গ. 40
- ঘ. 80
উত্তরঃ 20
167. যে চতুর্ভুজের সবগুলো বাহু সমান কিন্তু কোন কোণই সমকোণ নয় তাকে কী বলে?
- ক. বর্গক্ষেত্র
- খ. আয়তক্ষেত্র
- গ. সামন্তরিক
- ঘ. রম্বস
উত্তরঃ রম্বস
168. একটি জমির দৈর্ঘ্য ৯০ ফুট এবং প্রস্থ ৮০ ফুট। ঐ জমির পরিমাণ কত?
- ক. ৫ কাঠা
- খ. ৭ কাঠা
- গ. ১০ কাঠা
- ঘ. ২০ কাঠা
উত্তরঃ ১০ কাঠা
169. একটি কোণের পরিমাণ ১৮১ ডিগ্রি হলে একে কী কোণ বলে?
- ক. সমকোণ
- খ. প্রবৃদ্ধ কোণ
- গ. সূক্ষ্মকোণ
- ঘ. স্থুলকোণ
উত্তরঃ প্রবৃদ্ধ কোণ
171. পরস্পরছেদি দুইটি সরল রেখা ছেদ বিন্দুতে যে চারটি কোণ উৎপন্ন করে তাদের ডিগ্রি পরিমাপের সমষ্টি কত?
- ক. ০
- খ. ৩৬০
- গ. ১৮০
- ঘ. ৯০
উত্তরঃ ৩৬০
173. সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পর সমান হলে সামান্তরিকটি হবে -
- ক. আয়তক্ষেত্র
- খ. রম্বস
- গ. ট্রাপিজিয়াম
- ঘ. বর্গক্ষেত্র
উত্তরঃ আয়তক্ষেত্র
- ক. ২০
- খ. ৪০
- গ. ৮০
- ঘ. ১০০
উত্তরঃ ৪০
175. সমকোণী ত্রিভুজের একটি কোণ ৩০ ডিগ্রি হলে অপরটি কত?
- ক. ১২০ ডিগ্রি
- খ. ৩০ ডিগ্রি
- গ. ৫০ ডিগ্রি
- ঘ. ৬০ ডিগ্রি
উত্তরঃ ৬০ ডিগ্রি