রেখা কোণ ত্রিভুজ ও চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য
228. একটি সরলরেখার সাথে অন্য একটি রেখাংশ মিলে যে দুটি সন্নিহিত কোন উৎপন্ন হয় তার সমষ্টি-
- ক.
- খ.
- গ.
- ঘ.
উত্তরঃ
229. দুই সমকোণ থেকে বড় কিন্তু চার সমকোণ থেকে ছোট পরিমাপের কোণকে বলা হয়-
- ক. সম্পূরক কোণ
- খ. পূরক কোণ
- গ. প্রবৃদ্ধ কোণ
- ঘ. স্থূল কোণ
উত্তরঃ প্রবৃদ্ধ কোণ
230. জ্যামিতিতে আয়তক্ষেত্র বর্গক্ষেত্র ও রম্বস আসলে বিভিন্ন ধরনের-
- ক. চতুর্ভুজ
- খ. সামন্তরিক
- গ. বহুভূজ
- ঘ. ট্রপিজিয়াম
উত্তরঃ চতুর্ভুজ
231. রেখার প্রান্তবিন্দু কয়টি?
- ক. ১ টি
- খ. ২ টি
- গ. ৩ টি
- ঘ. প্রান্তবিন্দু নেই
উত্তরঃ প্রান্তবিন্দু নেই
232. একটি বর্গক্ষেত্রের পরিসীমা 400 মিটার। এর ক্ষেত্রফল কত বর্গ কিলোমিটার ?
- ক. 0.02
- খ. 1.00
- গ. 0.01
- ঘ. 0.10
উত্তরঃ 0.01
233. সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত ১টি কোণ ৬০ ডিগ্রি হলে অপর কোণটি?
- ক. ৪০ ডিগ্রি
- খ. ৫০ ডিগ্রি
- গ. ৩০ ডিগ্রি
- ঘ. ৬০ ডিগ্রি
উত্তরঃ ৩০ ডিগ্রি
235. একটি কোণের দ্বিগুন ৫০ ডিগ্রি হলে, তার পূরক কোণ কত?
- ক. ৬০ ডিগ্রি
- খ. ৪০ ডিগ্রি
- গ. ৬৫ ডিগ্রি
- ঘ. ১৩০ ডিগ্রি
উত্তরঃ ৬৫ ডিগ্রি
236. একটি ত্রিভুজের বাহুগুলোর অনুপাত 1 : 2 √ 2 : 3 হলে এর বৃহত্তম কোণটির মান কত?
- ক. 30°
- খ. 60°
- গ. 80°
- ঘ. 90°
উত্তরঃ 90°
237. একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য 12 সে.মি. হলে ত্রিভুজের ক্ষেত্রফল কত বর্গ সে.মি.।
- ক. 36
- খ. 48
- গ. 56
- ঘ. 72
উত্তরঃ 36
238. একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত ৬ : ৮ : ১০ হলে বৃহত্তম কোণের পরিমান কত ডিগ্রী?
- ক. ৫৫
- খ. ৬৫
- গ. ৭৫
- ঘ. ৪৫
উত্তরঃ ৭৫
240. যে চতুর্ভুজের বাহুগুলোর পরস্পর সমান ও সমান্তরাল কিন্তু কোণগুলো সমকোণ নয়, তাকে কি বলে?
- ক.
- খ.
- গ.
- ঘ.
উত্তরঃ