রেখা কোণ ত্রিভুজ ও চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য

177. ত্রিভুজের ক্ষেত্রফল কোনটি?

  • ক. ভূমি * উচ্চতা
  • খ. ১/২ * ভূমি * উচ্চতা
  • গ. ১/২ * ভূমি * ১ বাহুর দৈর্ঘ্য
  • ঘ. ১/২ * ১/২ ভূমি * উচ্চতা

উত্তরঃ ১/২ * ভূমি * উচ্চতা

বিস্তারিত

178. দুই সমকোণ সমান কত ডিগ্রী?

  • ক. ৯০
  • খ. ১৮০
  • গ. ৩৬০
  • ঘ. ২৪০

উত্তরঃ ১৮০

বিস্তারিত

179. ৬০ এর পূরক কোণ কোনটি?

  • ক. ১২০
  • খ. ৩০০
  • গ. ৩০
  • ঘ. ২১০

উত্তরঃ ৩০

বিস্তারিত

180. রেখার বৈশিষ্ট্য কোনটি?

  • ক. কেবল দৈর্ঘ্য আছে
  • খ. দৈর্ঘ্য ও প্রস্থ আছে
  • গ. দৈর্ঘ্য ও প্রান্ত বিন্দু আছে
  • ঘ. ক ও গ উভয়ই

উত্তরঃ কেবল দৈর্ঘ্য আছে

বিস্তারিত

183. রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে -

  • ক. শুধু সমদ্বিখন্ডিত করে
  • খ. শুধু সমকোণে দ্বিখন্ডিত করে
  • গ. সমকোণে সমদ্বিখন্ডিত করে
  • ঘ. সমকোণে অসমভাবে দ্বিখন্ডিত করে

উত্তরঃ সমকোণে সমদ্বিখন্ডিত করে

বিস্তারিত

186. ∆ABC এর ∠A=x, ∠B=2x এবং ∠C=3x হলে ত্রিভুজটি কী ত্রিভুজ?

  • ক. সুক্ষ্মকোণী ত্রিভুজ
  • খ. স্থুলকোণী ত্রিভুজ
  • গ. সমকোণী ত্রিভুজ
  • ঘ. সমদ্বিবাহু ত্রিভুজ

উত্তরঃ সমকোণী ত্রিভুজ

বিস্তারিত

187. তিনটি বাহুর দৈর্ঘ্য সেন্টিমিটারে দেওয়া হলো। কোন ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব?

  • ক. ৩, ৪ এবং ৫
  • খ. ২, ৫ এবং ৮
  • গ. ৫, ৪ এবং ৯
  • ঘ. সকল ক্ষেত্রে

উত্তরঃ ৩, ৪ এবং ৫

বিস্তারিত

188. একটি ত্রিভুজের কোণগুলোর অনুপাত হচ্ছে 2 : 3 : 4. কোণগুলোর মান হচ্ছে-

  • ক. 80°, 120°, 160°
  • খ. 40°, 60°, 80°
  • গ. 30°, 45°, 15°
  • ঘ. 30°, 50°, 90°

উত্তরঃ 40°, 60°, 80°

বিস্তারিত

190. ৭০° কোণের সম্পূরক কোণ কোনটি?

  • ক. ২০°
  • খ. ১১০°
  • গ. ২২০°
  • ঘ. ২৯০

উত্তরঃ ১১০°

বিস্তারিত

193. একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ৫০ বর্গসে.মি. । ত্রিভুজের প্রতিবাহুর দৈর্ঘ্য কত?

  • ক. ১০.৭৫ সে.মি.
  • খ. ১২ সে.মি.
  • গ. ১৩.৪৫ সে.মি.
  • ঘ. ১১.৬৫ সে.মি.

উত্তরঃ ১০.৭৫ সে.মি.

বিস্তারিত

194. একটি পঞ্চভুজের সমষ্টি:

  • ক. ৪ সমকোণ
  • খ. ৬ সমকোণ
  • গ. ৮ সমকোণ
  • ঘ. ১০ সমকোণ

উত্তরঃ ৬ সমকোণ

বিস্তারিত

197. ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কোনটি?

  • ক. pi*r*r
  • খ. ১/২ *ভূমি*উচ্চতা
  • গ. ভূমি*উচ্চতা
  • ঘ. 2*pi*r*r

উত্তরঃ ১/২ *ভূমি*উচ্চতা

বিস্তারিত

198. সমকোণী ত্রিভুজের একটি কোণ 60 ডিগ্রী হলে অপর কোণটি কত ?

  • ক. 30 ডিগ্রী
  • খ. 120 ডিগ্রী
  • গ. 60 ডিগ্রী
  • ঘ. 0 ডিগ্রী

উত্তরঃ 30 ডিগ্রী

বিস্তারিত

199. 50 ডিগ্রী এর পূরক কোণ কোনটি ?

  • ক. 130 ডিগ্রী
  • খ. 220 ডিগ্রী
  • গ. 40 ডিগ্রী
  • ঘ. 310 ডিগ্রী

উত্তরঃ 40 ডিগ্রী

বিস্তারিত

200. বৃত্তের একই চাপের ওপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ 60 ডিগ্রী হলে, বৃত্তস্থ কোণ কত ?

  • ক. 60 ডিগ্রী
  • খ. 30 ডিগ্রী
  • গ. 120 ডিগ্রী
  • ঘ. 180 ডিগ্রী

উত্তরঃ 30 ডিগ্রী

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects