রেখা কোণ ত্রিভুজ ও চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য
201. দুইটি সরলরেখা পরস্পর সমাপতিত হলে, সমাধান সংখ্যা কত হবে ?
- ক. অসংখ্য
- খ. সমাধান নেই
- গ. দুইটি
- ঘ. একটি
উত্তরঃ সমাধান নেই
202. একটি সমবাহু ত্রিভুজের এব বাহুর দৈর্ঘ্য 10 সে.মি হলে, তার ক্ষেত্রফল কত বর্গ সে.মি?
- ক. 253 ব. সে.মি
- খ. 252 ব. সে.মি
- গ. 100 ব. সে.মি
- ঘ. 50 ব.সে.মি
উত্তরঃ 253 ব. সে.মি
203. একটি ত্রিভুজের তিন কোণ অপর একটি ত্রিভুজের তিন কোণের সমান হলে, ত্রিভুজদ্বয় কিরূপ হবে ?
- ক. সমান
- খ. সর্বসম
- গ. অসমান
- ঘ. সদৃশকোণী
উত্তরঃ সদৃশকোণী
212. একটি সমকোণী ত্রিভুজের উচ্চতা ভূমির এক-তৃতীয়াংশ এবং ক্ষেত্রফল 6 বর্গ একক। ভূমির দৈর্ঘ্য কত?
- ক. 6 একক
- খ. 8 একক
- গ. 10 একক
- ঘ. 12 একক
উত্তরঃ 6 একক
213. ত্রিভুজের একটি কোন অপর দুই কোণের সমষ্টির সমান হলে ত্রিভুজটি–
- ক. সমকোণী
- খ. স্থূলকোণী
- গ. সমবাহু
- ঘ. সুক্ষকোনী
উত্তরঃ সমকোণী
- ক. সম কোণ
- খ. স্থূল কোণ
- গ. পূরক কোণ
- ঘ. প্রবৃদ্ধ কোণ
উত্তরঃ প্রবৃদ্ধ কোণ
215. ৪টি সমান বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্র ঘার একটি কোণও সমকোন নয়, এ চিত্র-
- ক. বর্গক্ষেত্র
- খ. সামান্তরিক
- গ. রম্বস
- ঘ. চতুর্ভুজ
উত্তরঃ রম্বস
216. একটি সমকোণী ত্রিভুজের সমকোন সংলগ্ন বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে ৬ সেঃ ও ৮ সেঃ মিঃ হলে ক্ষেত্রফল ?
- ক. ১৮
- খ. ২৪
- গ. ২৮
- ঘ. ৩২
উত্তরঃ ২৪
217. সমকোণী ত্রিভুজের বাহুগুলোর অনুপাত কোনটি?
- ক. ৬ : ৪ : ৩
- খ. ৬ : ৫ : ৪
- গ. ১২ : ১৩ : ৫
- ঘ. ৫ : ৪ : ২
উত্তরঃ ১২ : ১৩ : ৫
218. নিচের কোন বাহুগুলো নিয়ে ত্রিভুজ আঁকা সম্ভব?
- ক. ২, ৪, ৮
- খ. ৩, ৬, ৯
- গ. ৪, ৫, ৬
- ঘ. ২, ৪, ১০
উত্তরঃ ৪, ৫, ৬
219. সমকোণী ত্রিভুজের বাহুগুলোর অনুপাত কোনটি?
- ক. ৬ :৪ : ৩
- খ. ৬ : ৫ : ৪
- গ. ১২ : ১৩ : ৫
- ঘ. ৫ : ৪ : ২
উত্তরঃ ১২ : ১৩ : ৫
221. ABC ত্রিভুজ এর AB=AC, BA কে D পর্যন্ত এমনভাবে বর্ধিত করা হল যেন AD=AC। C ,D যোগ করা হল। BCD সমান কত?
- ক. 60°
- খ. 45°
- গ. 180°
- ঘ. 90°
সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন
- ক. বিষমবাহু
- খ. সমবাহু
- গ. সমকোণী
- ঘ. সমদ্বিবাহু
উত্তরঃ সমবাহু
223. কোন ক্ষেত্রটি সামান্তরিক নয়?
- ক. ট্রাপিজিয়াম
- খ. বর্গক্ষেত্র
- গ. রম্বস
- ঘ. আয়তক্ষেত্র
উত্তরঃ ট্রাপিজিয়াম
225. বর্গের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য ৩ সে.মি. হলে এর ক্ষেত্রফল কত?
- ক. ৯ বর্গ সে. মি.
- খ. ৬ বর্গ সে. মি.
- গ. ১০ বর্গ সে. মি.
- ঘ. ১৮ বর্গ সে. মি.
উত্তরঃ ৯ বর্গ সে. মি.