রেখা কোণ ত্রিভুজ ও চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য
51. নিচের কোনটি সরলরেখার সমীকরণ নির্দেশ করে না?
- ক. x = 0
- খ. x + y = 1
- গ. 3x + 4y = 3
- ঘ. y = 1/x
উত্তরঃ y = 1/x
52. ১৯৭১ সালের কত তারিখে মুজিবনগর সরকার গঠিত হয়?
- ক. ২৬ মার্চ ১৯৭২
- খ. ১০ এপ্রিল, ১৯৭১
- গ. ১৭ এপ্রিল, ১৯৭১
- ঘ. ২৯ এপ্রিল, ১৯৭১
উত্তরঃ ১০ এপ্রিল, ১৯৭১
53. কোনো রম্বসের একটি বাহু ও একটি কর্ণের দৈর্ঘ্য যথাক্রমে 13cm ও 24cm =; রম্বসটির অপর কর্ণের দৈর্ঘ্য কত?
- ক. 10cm
- খ. 16 cm
- গ. 5 cm
- ঘ. 8 cm
উত্তরঃ 10cm
- ক. ৩ঃ২
- খ. ৬ঃ৫
- গ. ৪ঃ৩
- ঘ. ৯ৎ৮
উত্তরঃ ৯ৎ৮
- ক. 4 cm
- খ. 2 cm
- গ. 3 cm
- ঘ. 5cm
উত্তরঃ 3 cm
- ক. ১৫ বর্গমিটার
- খ. ২০ বর্গমিটার
- গ. ২৪ বর্গমিটার
- ঘ. ৩০ বর্গমিটার
উত্তরঃ ২৪ বর্গমিটার
57. দুই বৃত্তের ব্যাসর্ধের অনুপাত ৩ঃ২ হলে বৃ্ত্ত দুটির ক্ষেত্রফলের অনুপাত কত?
- ক. ২ঃ৩
- খ. ৩ঃ৪
- গ. ৪ঃ৯
- ঘ. ৯ঃ৪
উত্তরঃ ৯ঃ৪
58. ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্য মিটারে দেওয়া হলো। কোন ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন সম্ভম নয়?
- ক. ৬, ৭ ও ১১
- খ. ৩, ৮ ও ৮
- গ. ১৪, ১২ ও ২৮
- ঘ. ২০, ৮ ও ১৩
উত্তরঃ ১৪, ১২ ও ২৮
- ক. ৩ সেমি
- খ. ৪ সেমি
- গ. ২ সেমি
- ঘ. ৫ সেমি
উত্তরঃ ৩ সেমি
61. ত্রিভুজের যোগফল নির্ণয়ের সূত্র কোনটি?
- ক. ১/২ (ভূমি + উচ্চতা)
- খ. ১/২ (ভূমি * উচ্চতা)
- গ. ১/২ (ভূমি - উচ্চতা)
- ঘ. কোনোটি নয়
সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন
- ক. ৮ সেমি
- খ. ১০ সেমি
- গ. ১৫ সেমি
- ঘ. ২২ সেমি
উত্তরঃ ১০ সেমি
- ক. ১২০
- খ. ২২০
- গ. ১৮০
- ঘ. ২১০
উত্তরঃ ২২০
65. গাড়ির চাকা প্রতি মিনিটে ৯০ বার ঘোরে। এক সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি ঘোরে?
- ক. ১৮০ ডিগ্রি
- খ. ২৭০ ডিগ্রি
- গ. ৩৬০ ডিগ্রি
- ঘ. ৫৪০ ডিগ্রি
উত্তরঃ ৫৪০ ডিগ্রি
66. একটি ত্রিভুজের ভূমি ১২ ইঞ্চি এবং উচ্চতা ৮ ইঞ্চি হলে এর ক্ষেত্রফল কত?
- ক. ৪০ বর্গ ইঞ্চি
- খ. ৪৮ বর্গ ইঞ্চি
- গ. ৪৮ ইঞ্চি
- ঘ. ৪০ ইঞ্চি
উত্তরঃ ৪৮ ইঞ্চি
67. একটি চতুর্ভুজের দৈর্ঘ্য ৪ ইঞ্চি এবং প্রস্থ ৩ ইঞ্চি হলে এর পরিসীমা কত?
- ক. ৭ ইঞ্চি
- খ. ১৪ বর্গ ইঞ্চি
- গ. ৭ বর্গ ইঞ্চি
- ঘ. ১৪ ইঞ্চি
উত্তরঃ ১৪ ইঞ্চি
68. একটি সামান্তরিকের ভূমি ৪ ফুট এবং উচ্চতা ৩ ফুট হলে উহার ক্ষেত্রফল কত বর্গফুট?
- ক. ১৪
- খ. ১২
- গ. ১৮
- ঘ. ৭
উত্তরঃ ১২
69. একটি গাড়ির চাকার পরিধি ৫ মিটার। ১.৫ কিমি. পথ যেতে চাকাটি কতবার ঘুরবে?
- ক. ২০০
- খ. ২৫০
- গ. ৩০০
- ঘ. ৩৫০
উত্তরঃ ৩০০
70. একটি কোণের পরিমাণ ১৮২ হলে একে কী কোণ বলে ?
- ক. সূক্ষ্মকোণ
- খ. স্থুলকোণ
- গ. প্রবৃদ্ধ কোণ
- ঘ. সমকোণ
উত্তরঃ প্রবৃদ্ধ কোণ
- ক. 36
- খ. 81
- গ. 162
- ঘ. 324
উত্তরঃ 162
- ক. ১১০.৫ সে.মি.
- খ. ১১৭ সে.মি.
- গ. ১১৯ সে.মি.
- ঘ. ১২২.৫ সে.মি.
উত্তরঃ ১১৭ সে.মি.
73. সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সঠিক সূত্র হচ্ছে -
- ক. ১/২ * ভূমি * উচ্চতা
- খ. ভূমি * উচ্চতা
- গ. দৈর্ঘ্য * প্রস্থ
- ঘ. ২ (দৈর্ঘ্য * উচ্চতা)
উত্তরঃ ভূমি * উচ্চতা
74. একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 404.01 বর্গমিটার হলে প্রতিটি বাহুর দৈর্ঘ্য হবে -
- ক. 20.01
- খ. 20.11
- গ. 20.21
- ঘ. 20.1
উত্তরঃ 20.01
75. একটি বহুভুজের বাহুর সংখ্যা ৬টি হলে অন্তঃকোণসমূহের সমষ্টি হবে -
- ক. ৭ সমকোণ
- খ. ৬ সমকোণ
- গ. ৮ সমকোণ
- ঘ. ৯ সমকোণ
উত্তরঃ ৮ সমকোণ