রেখা কোণ ত্রিভুজ ও চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য

26. ত্রিভুজের যে কোন দুই বাহুর মধ্য বিন্দুর সংযোজক সরলরেখা তৃতীয় বাহুর -

  • ক. দ্বিগুণ
  • খ. সমান
  • গ. অর্ধেক
  • ঘ. কোনোটিই নয়

উত্তরঃ অর্ধেক

বিস্তারিত

27. সমবাহু ত্রিভুজের বাহুগুলোর মধ্যবিন্দু পর্যায়ক্রমে যোগ করলে যে চারটি ত্রিভুজ উৎপন্ন হয় তা -

  • ক. স্থুলকোণী ত্রিভুজ
  • খ. সূক্ষ্মকোণী ত্রিভুজ
  • গ. সমকোণী ত্রিভুজ
  • ঘ. সমদ্বিবাহু ত্রিভুজ

উত্তরঃ সূক্ষ্মকোণী ত্রিভুজ

বিস্তারিত

33. ১টি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ২৬ বর্গমিটার হলে প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত?

  • ক. ৭ মিটার
  • খ. ৭.৫ মিটার
  • গ. ৭.৭৫ মিটার
  • ঘ. ৮ মিটার

উত্তরঃ ৭.৭৫ মিটার

বিস্তারিত

35. চতুর্ভুজের চার বাহু সমান হলে তাকে বলা হয় -

  • ক. বৃত্ত
  • খ. রম্বস
  • গ. বর্গ
  • ঘ. সামন্তরিক

সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন

36. যে চতুর্ভুজের দুটি বাহু সমান্তরাল ও অপর দুটি বাহু অসমান্তরাল তাকে কী বলে?

  • ক. ট্রাপিজিয়াম
  • খ. বর্গক্ষেত্র
  • গ. আয়তক্ষেত্র
  • ঘ. সামান্তরিক

উত্তরঃ ট্রাপিজিয়াম

বিস্তারিত

38. পাঁচ বাহু বিশিষ্ট বহুভুজের কতটি কর্ণ আছে?

  • ক. ৪টি
  • খ. ৩টি
  • গ. ৬টি
  • ঘ. ৫টি

উত্তরঃ ৫টি

বিস্তারিত

40. একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি ১৬ মিটার এবং অপর দুটি বাহুর প্রতিটি ১০ মিটার হলে ত্রিভুজের ক্ষেত্রফল কত?

  • ক. ৪২ বর্গমিটার
  • খ. ৩৬ বর্গমিটার
  • গ. ৪৮ বর্গমিটার
  • ঘ. ৫০ বর্গমিটার

উত্তরঃ ৪৮ বর্গমিটার

বিস্তারিত

42. একটি গাড়ীর চাকা প্রতি মিনিটে ৯০ বার ঘুরলে ১.৫ সেকেন্ডে চাকাটি কত ডিগ্রী ঘুরে?

  • ক. ১৮০
  • খ. ২৭০
  • গ. ৩৬০
  • ঘ. ৫৪০

সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন

43. যে আয়তে চারটি বাহু সমান ও সমান্তরাল কিন্তু কর্ণ দুইটি অসমান তাকে বলে -

  • ক. আয়তক্ষেত্র
  • খ. বর্গক্ষেত্র
  • গ. রম্বস
  • ঘ. সামন্তরিক

উত্তরঃ রম্বস

বিস্তারিত

44. বাংলা ভাষার উৎপত্তি হয়েছে -

  • ক. সপ্তম শতাব্দীতে
  • খ. অষ্টম শতাব্দীতে
  • গ. নবম শতাব্দীতে
  • ঘ. দশম শতাব্দীতে

উত্তরঃ সপ্তম শতাব্দীতে

বিস্তারিত

45. ত্রিভুজের একটি কোণ উহার অপর দুটি কোণের সমষ্টির সমান হলে ত্রিভুজটি -

  • ক. সমকোণী
  • খ. স্থুলকোণী
  • গ. সমবাহু
  • ঘ. সূক্ষ্মকোণী

উত্তরঃ সমকোণী

বিস্তারিত

47. একটি সমকোণী ত্রিভুজের সমকোণ ছাড়া অন্য দুটি কি কোণ?

  • ক. সরলে কোণ
  • খ. সম্পূরক কোণ
  • গ. সূক্ষ্মকোণ
  • ঘ. সন্নিহিত কোণ

উত্তরঃ সূক্ষ্মকোণ

বিস্তারিত

49. ত্রিভুজের তিন কোণের সমষ্টি = কত?

  • ক. এক সমকোণ
  • খ. দুই সমকোণ
  • গ. তিন সমকোণ
  • ঘ. চার সমকোণ

উত্তরঃ দুই সমকোণ

বিস্তারিত

50. একটি চাকা প্রতি মিনিটে ৯০ বার ঘোরে। এক সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি ঘোরে?

  • ক. ১৯০ ডিগ্রি.
  • খ. ২৭০ ডিগ্রি.
  • গ. ৩৬০ ডিগ্রি.
  • ঘ. ৫৪০ ডিগ্রি.

উত্তরঃ ৫৪০ ডিগ্রি.

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects