রেখা কোণ ত্রিভুজ ও চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য
76. এক সমকোণ থেকে বড় কিন্তু দুই সমকোণ থেকে ছোট কোণকে - বলা হয়।
- ক. সূক্ষ্মকোণ
- খ. সমকোণ
- গ. স্থুলকোণ
- ঘ. প্রবৃদ্ধকোণ
উত্তরঃ স্থুলকোণ
- ক. ২.৫
- খ. ৫.০
- গ. ৭.৫
- ঘ. ২৫
উত্তরঃ ২৫
- ক. ৩০
- খ. ৩৪
- গ. ৩৬
- ঘ. ৪০
উত্তরঃ ৪০
81. একটি ঘড়িতে যখন সকাল ১০টা ১২ মিনিট তখন ঘণ্টা ও মিনিটের কাঁটার মধ্যে কত ডিগ্রী কোণ উৎপন্ন হয়?
- ক. ৯৬
- খ. ১০২
- গ. ১২৪
- ঘ. ১২৬
উত্তরঃ ১২৬
82. কোনটি সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র?
- ক. ১/২ (ভূমি * উচ্চতা)
- খ. দৈর্ঘ্য + প্রস্থ
- গ. ভূমি * উচ্চতা
- ঘ. ২ (দৈর্ঘ্য + প্রস্থ)
উত্তরঃ ভূমি * উচ্চতা
84. ঘড়িতে যখন 4 টা 30 বাজে তখন ঘণ্টার কাটা ও মিনিটের কাটার মধ্যে কত ডিগ্রি কোন উৎপন্ন হয়?
- ক. 45
- খ. 54
- গ. 40
- ঘ. 36
উত্তরঃ 45
85. একটি সমদ্বিবাহু ত্রিভুজের একটি কোণ 96 , ঐ ত্রিভুজের অপর কোণটি কত?
- ক. 48
- খ. 42
- গ. 24
- ঘ. 84
উত্তরঃ 42
87. সমকোণী ত্রিভুজের সমকোণ ব্যতীতঅপর দুই কোণের অনুপাত 3:2 হলে কোণ দুইটি কত?
- ক. 54, 36
- খ. 50, 40
- গ. 45, 50
- ঘ. 56, 35
উত্তরঃ 54, 36
89. একটি সরলরেখার ঢাল যদি ২ হয় তবে সমীকরণটি লিখুন।
- ক. y - 2x = 0
- খ. y = 2x + c
- গ. y = -2x + c
- ঘ. y + 3x = 0
উত্তরঃ y = -2x + c
90. কোনো ত্রিভুজের মধ্যমাত্রয়ের ছেদবিন্দুকে কী বলে?
- ক. ভরকেন্দ্র
- খ. লম্বকেন্দ্র
- গ. পরিকেন্দ্র
- ঘ. অন্তঃকেন্দ্র
উত্তরঃ ভরকেন্দ্র
91. একটি বর্গাকার জমির এক পাশের দৈর্ঘ্য ২৪ ফুট হলে, ঐ জমির ক্ষেত্রফল কত বর্গফুট?
- ক. ২৪০
- খ. ৫৭৬
- গ. ৪৮০
- ঘ. ৫৮০
উত্তরঃ ৫৭৬
92. একটি সমবাহু ত্রিভুজের একটি বাহু ১৬ মিটার। ত্রিভুজের ক্ষেত্রফল কত?
- ক. ১৬ বর্গমিটার
- খ. ৩২ বর্গমিটার
- গ. ৬৪ বর্গমিটার
- ঘ. কোনোটিই নয়
উত্তরঃ কোনোটিই নয়
93. একটি বর্গের কর্ণের দৈর্ঘ্য 6 সেমি হলে এর ক্ষেত্রফল কত?
- ক. 12 বর্গসেমি
- খ. 18 বর্গসেমি
- গ. 24 বর্গসেমি
- ঘ. 36 বর্গসেমি
উত্তরঃ 18 বর্গসেমি
94. একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য 10 cm হলে, ত্রিভুজটির ক্ষেত্রফল কত?
- ক. 10 cm2
- খ. 15 cm2
- গ. 20 cm2
- ঘ. 25 cm2
উত্তরঃ 25 cm2
95. দুইটি কোণের যোগফল এক সমকোণের সমান হলে, একটি কোণ অপরটির -।
- ক. পূরক
- খ. সম্পূরক
- গ. সন্নিহিত
- ঘ. বিপ্রতীক
উত্তরঃ পূরক